ক্রিকেটে অদ্ভূত আউটের নমুনা নেহাত কম নেই। হিট-উইকেট হয়েও ফিরে যেতে হয়েছে বহু ব্যাটসম্যানকে। তবে কোনও ব্যাটসম্যানকে এমন অদ্ভূতভাবে হিট-উইকেট হয়ে সাজঘরে ফিরতে খুব কমই দেখা গিয়েছে। ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের টেল-এন্ডার তাইজুল ইসলাম যেভাবে সাজঘরে ফেরেন, তাকে অদ্ভূত বলা ছাড়া উপায় নেই।
শ্রীলঙ্কার ৭ উইকেটে ৪৯৩ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নামলে তাইজুল হিট-উইকেট হয়ে ক্রিজ ছাড়েন। ৮৩তম ওভারের শেষ বলে বাংলাদেশের ইনিংসের একেবারে শেষ উইকেট হিসেবে সাজঘরে ফেরেন তাইজুল।
লাকমলের বল পিছনের পায়ে ভর দিয়ে সলিড ডিফেন্স করেন তাইজুল। তবে কোমরের উচ্চতার বল ব্যাকফুটে গিয়ে ডিফেন্স করতে হওয়ায় বল ব্যাটে লাগার পর ভারসাম্য বজায় রাখার জন্য ক্রিজে আরও পিছনের দিতে সরে যেতে হয় তাইজুলকে। স্টাম্পের ঠিক সামনে বাঁ-পায়ে ভর দেওয়া মাত্রই তাঁর জুতো খুলে যায়। পায়ের গোড়ালি গিয়ে লাগে স্টাম্পে। তৃতীয় আম্পায়ার তাইজুলকে আউট ঘোষণা করা মাত্রই ২৫১ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।
তাইজুল প্রথম ইনিংসে ৫০ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন। বাংলাদেশ শেষমেশ দ্বিতীয় টেস্টে ২০৯ রানে পরাজিত হয়। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৯ উইকেটে ১৯৪ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। শেষ ইনিংসে বাংলাদেশ অল-আউট হয়ে যায় ২২৭ রানে। শেষ ইনিংসে তাইজুল ৩০ বল খেলে ২ রান করেন।