ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করল শ্রীলঙ্কা। ১৮ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন আইপিএল খেলা সব তারকারাই। দলে থেকেও ইন্ডিয়ান প্রিমিয়র লিগে মাঠে নামার সুযোগ হয়নি যাঁদের, তাঁরাও রয়েছেন দ্বীপরাষ্ট্রের টি-২০ স্কোয়াডে।
উল্লেখযোগ্য বিষয় হল, চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে নজর কাড়া মাথিসা পথিরানাকেও রাখা হয়েছে শ্রীলঙ্কার টি-২০ স্কোয়াডে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতিয়ে আসা নতুন মালিঙ্গা নূন্যতম সুযোগেই আইপিএলে ভবিষ্যতের তারকা হয়ে ওঠার ইঙ্গিত দিয়েছেন। স্বয়ং মহেন্দ্র সিং ধোনি তাঁকে 'চেন্নাইয়ের মালিঙ্গা' আখ্যা দিয়েছেন।
পথিরানা প্রথম সারির সিনিয়র ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলেননি। তিনি ১টি মাত্র লিস্ট-এ ম্যাচে মাঠে নেমেছেন। সব মিলিয়ে ৫টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। চেন্নাইয়ের হয়ে ২টি আইপিএল ম্যাচ খেলে ২টি উইকেট নিয়েছেন মাথিসা।
শ্রীলঙ্কার টি-২০ স্কোয়াড: দাসুন শানাকা (ক্যাপ্টেন), পাথুম নিশঙ্কা, দনুষ্কা গুণতিলকে, কুশল মেন্ডিস, চরিথ আসালঙ্কা, ভানুকা রাজাপক্ষে, নুয়ানিদু ফার্নান্ডো, লাহিরু মদুশঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, কাসুন রজিথা, নুয়ান তুষারা, মাথিসা পথিরানা, রমেশ মেন্ডিস, মাহিশ থিকসানা, প্রবীণ জয়াবিক্রমে, লকশন সান্দাকান।
আরও পড়ুন:- ENG sv NZ: একদিন আগেই লর্ডস টেস্টের প্রথম একাদশ ঘোষণা করল ইংল্যান্ড, অভিষেক হচ্ছে পটসের
শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া সিরিজের পূর্ণাঙ্গ সূচি:-
প্রথম টি-২০: ৭ জুন (কলম্বো)
দ্বিতীয় টি-২০: ৮ জুন (কলম্বো)
তৃতীয় টি-২০: ১১ জুন (পাল্লেকেলে)
প্রথম ওয়ান ডে: ১৪ জুন (পাল্লেকেলে)
দ্বিতীয় ওয়ান ডে: ১৬ জুন (পাল্লেকেলে)
তৃতীয় ওয়ান ডে: ১৯ জুন (কলম্বো)
চতুর্থ ওয়ান ডে: ২১ জুন (কলম্বো)
পঞ্চম ওয়ান ডে: ২৪ জুন (কলম্বো)
প্রথম টেস্ট: ২৯ জুন-৩ জুলাই (গল)
দ্বিতীয় টেস্ট: ৮-১২ জুলাই (গল)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।