দেশে চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতায় শ্রীলঙ্কানদের নাজেহাল অবস্থা। তবে এর মধ্যেই দেশবাসীর মুখে হাসি ফোটালেন লঙ্কান দলের তরুণ তুর্কীরা। ৩০ বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতল দ্বীপরাষ্ট্র। জাতীয় দলের এই দারুণ কীর্তিতে উচ্ছ্বসিত কিংবদন্তি শ্রীলঙ্কান ক্রিকেটার তথা বর্তমানে দলের বোলিং পরামর্শদাতা লসিথ মালিঙ্গা।
হালে শ্রীলঙ্কার ক্রিকেট দলের পারফরম্যান্স একেবারেই ভাল হয়নি। নিজেদের ঘরের মাঠে খেললেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শুরুতে খাতায় কলমে অনেকটাই পিছিয়ে ছিল শ্রীলঙ্কা। প্রথম ওয়ান ডেতে পরাজিতও হতে হয় তাদের। তবে মঙ্গলবার (২১ জুন) চার রানে রুদ্ধশ্বাস ভঙ্গিমায় চতুর্থ ওয়ান ডে ম্যাচ জিতেই সিরিজে কব্জা করেছেন লঙ্কানরা। এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত মালিঙ্গা নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আত্মবিশ্বাসটা ফিরে এসেছে। ৩০ বছর পর অজিদের বিরুদ্ধে সিরিজ জয়টা নিঃসন্দেহে এই তরুণ গ্রুপের আত্মবিশ্বাস বাড়াবে। আসালঙ্কা অসাধারণ এক ইনিংস খেলেছে এবং ডিডিএস (ধনঞ্জয় ডি সিলভা) অলরাউন্ড পারফর্ম করেছে। সব মিলিয়ে দল দারুণ খেলছে এবং এই দলের সঙ্গে প্রতিটি মুহূর্তই আমি উপভোগ করছি।’
আরও পড়ুন:- ৩০ বছরে প্রথমবার! ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ODI সিরিজে হারাল শ্রীলঙ্কা, নবজাগরণ?
আরও পড়ুন:- দুর্দান্ত অস্ত্রকে না খেলিয়ে 'ভুল' KKR-র! আবারও প্রমাণ করুণারত্নের, আউট ২ নাইটকে
চতুর্থ ওয়ান ডেতে মাত্র ৩৪ রানে তিন উইকেট হারানোর পর ধনঞ্জয় এবং চরিথ আসালঙ্কা ১০১ রানের পার্টনারশিপ গড়েন এবং এতে ভর করেই ম্যাচে কামব্যাক করে শ্রীলঙ্কা। আসালঙ্কা ১১০ রান করেন ও ধনঞ্জয় ব্যাট হাতে ৬০ রান করার পর, বল হাতেও মাত্র ৩৯ রানের বিনিময়ে দুই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এর জেরেই ২৫৮ রান করার পর চার রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে নেয় শ্রীলঙ্কা। তাই স্বাভাবিকভাবেই লসিথ মালিঙ্গা এই দুই লঙ্কা তারকাকে বিশেষভাবে উল্লেখ করে বাহবা জানান। এই জয়ে লঙ্কান ক্রিকেটের পুনরুত্থান শুরু হয় কিনা, এখন সেটাই দেখার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।