শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে ব্যাট করতে নেমে দলের ১৫ রানে প্রথম উইকেট হারায় তারা। দ্বিতীয় উইকেট পড়ে যায় দলের ৭০ রানে। এর পর দলের হাল ধরে মার্নাস ল্যাবুশান। তাঁকে যোগ্য সঙ্গত করেন স্টিভ স্মিথ। তৃতীয় উইকেটে ১৩২ রান তারা যোগ করেন। সেই সঙ্গে ল্যাবুশান টেস্টে প্রথম অ্যাওয়ে সেঞ্চুরি করেন। তবে এই নিয়ে টেস্টে তাঁর শতরানের মোট সংখ্যা দাঁড়াল ৭।
আরও পড়ুন: নিজেদের জালেই ফেঁসে গেল শ্রীলঙ্কা, লিয়ঁ-হেডের স্পিনে ভর করে ১০ উইকেটে জিতল অজিরা
১৫৬ বলে ১০৪ রানের দুরন্ত ইনিংস খেলেন ল্যাবুশান। তাঁর এই ইনিংসে রয়েছে ১২টি চার। প্রভাত জয়সূর্যের বলে নিরোসন ডিকওয়েলা তাঁকে স্টাম্প আউট করেন। তবে তিনি সাজঘরে ফেরার আগে অস্ট্রেলিয়াকে মোটামুটি ভাবে শক্ত ভিতের উপ দাঁড় করিয়ে দিয়ে যান।
চা বিরতির আগে পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৩ উইকেটে ২০৪। হাফ সেঞ্চুরি করে ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ।
আরও পড়ুন: সিরিজের দ্বিতীয় টেস্টের আগেই করোনা পজিটিভ শ্রীলঙ্কার তিন ক্রিকেটার
এ দিন ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে প্রথম ধাক্কাটি খেয়েছিল অস্ট্রেলিয়া। ওয়ার্নার মাত্র ৫ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন। এর পর উসমান খোয়াজা ৩৭ করে বোল্ড হন।
শ্রীলঙ্কার কাসুন রাজিথা, রমেশ মেন্ডিস এবং প্রভাব জয়সূর্য ১টি করে উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কা অবশ্য চাইবে, অজিদের কম রানের মধ্যে দ্রুত অল আউট করতে। তার পর নিজেরা ব্যাট করতে নেমে বড় রানের স্কোর ঝুলিয়ে দিতে চাইবে প্যাট কামিন্সদের সামনে। কারণ এই টেস্টে শ্রীলঙ্কা সমতা ফেরাতে মরিয়া রয়েছে। প্রসঙ্গত, প্রথম টেস্ট ১০ উইকেটে বাজে ভাবে হেরেছিল লঙ্কা ব্রিগেড।