একজন কেরিয়ারের দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছেন। অন্যজনের এটা অভিষেক টেস্ট। একজনের বয়স ২৫, অন্যজনের ২২ বছর। শ্রীলঙ্কার দুই নবাগত স্পিনার রমেশ মেন্ডিস ও প্রবীণ জয়াবিক্রমেকে সামলাতেই হিমশিম খাচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
প্রথম দফায় অভিষেককারী প্রবীণ জয়াবিক্রমে একাই ৬ উইকেট নিয়ে ধস নামান বাংলাদেশ ইনিংসে। রমেশ মেন্ডিস নিয়েছিলেন ২টি উইকেট। দ্বিতীয় ইনিংসে ১৭৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছেন মোমিনুলরা। রমেশ ৩টি ও জয়াবিক্রমে ২টি উইকেট নিয়েছেন।
শ্রীলঙ্কার ৭ উইকেটে ৪৯৩ রানের জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২৫১ রানে। ২৪২ রানে এগিয়ে থাকা সত্ত্বেও শ্রীলঙ্কা ফলো-অনের লজ্জা থেকে মুক্তি দেয় বাংলাদেশকে। বদলে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে।
দ্বিতীয় দফায় ৯ উইকেটের বিনিময়ে ১৯৪ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় শ্রীলঙ্কা। করুণারত্নে ৬৬ ও ডি'সিলভা ৪১ রান করেন। তাইজুল ইসলাম ৭২ রানে ৫ উইকেট নেন। ২টি উইকেট নেন মেহেদি হাসান।
জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৩৭। চতুর্থ দিনের শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে অর্ধেক ব্যাটিং লাইনআপ খুইয়ে বসেছে। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৬০ রান। হাতে রয়েছে মাত্র ৫ উইকেট। দূর্গ সামলাতে না পারলে যে বাংলাদেশের হার নিশ্চিত, তা বোঝার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না। যদিও জয়ের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে তামিম ২৪, সইফ ৩৪, নাজমুল ২৬, মোমিনুল ৩২ ও মুশফিকুর ৪০ রান করে আউট হয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।