বাংলা নিউজ > ময়দান > SL vs BAN: বাংলাদেশি বোলারদের ছাতু করে নজির গড়লেন শ্রীলঙ্কা অধিনায়ক

রাতারাতি বদলে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। পাল্লেকেলের পিচ বদলায়ওনি। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও ব্যাটিং স্বর্গ উপহার পেয়ে শুরু থেকেই ব্যাটসম্যানদের তান্ডব দেখা যায় ক্যান্ডির শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টে।

তফাৎ হল এই যে, প্রথম টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করেছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে টস-ভাগ্য সঙ্গ দেয় শ্রীলঙ্কাকে। করুণারত্নে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে দু'বার ভাবেননি।

ব্যাট হাতে মাঠে নেমে করুণারত্নে নিজের সিদ্ধান্তকে যথাযথ প্রমাণ করেন। টেস্ট কেরিয়ারের ১২ নম্বর শতরান করার পথে দীর্ঘতম ফর্ম্যাটে ৫ হাজার রানের মাইলস্টোন টপকে যান তিনি। শ্রীলঙ্কার দশম ক্রিকেটার হিসেবে টেস্টের এলিট ক্লাবে জায়গা করে নেন করুণারত্নে। তাঁর আগে শ্রীলঙ্কার জার্সিতে টেস্টে ৫ হাজার রান করেছেন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, সনৎ জয়সূর্য, অরবিন্দ ডি'সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, মারভান আতাপাত্তু, তিলকরত্নে দিলশান, থিলান সমরাবীরা ও অর্জুনা রণতুঙ্গা।

ব্যক্তিগত নজির গড়ার পথে করুণারত্নে বাংলাদেশি বোলারদের অনায়াসে মোকাবিলা করেন। শেষে ১৫টি বাউন্ডারির সাহায্যে ১৯০ বলে ১১৮ রান করে সাজঘরে ফেরেন শ্রীলঙ্কা দলনায়ক।

ক্যাপ্টেনকে সঙ্গ দিয়ে ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেন অপর ওপেনার লাহিরু থিরিমানেও। আপাতত প্রথম দিনের শেষে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ২৯১ রান তুলেছে। থিরিমানে ১৪টি বাউন্ডারির সাহায্যে ২৫৩ বলে ১৩১ রান করে অপরাজিত রয়েছেন। ওশাদা ফার্নান্ডো ব্যাট করছেন ব্যক্তিগত ৪০ রানে। ৯৮ বলের ইনিংসে তিনি ৪টি বাউন্ডারি মেরেছেন। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন শরিফুল ইসলাম।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন