SL vs IND: শিখর ধাওয়ান কি বিরাট কোহলির জায়গায় দখল করবেন? কী বললেন আগরকর
1 মিনিটে পড়ুন . Updated: 14 Jul 2021, 01:40 PM IST- সিরিজ ৬-০ জিতলে কি বিরাটকে সরিয়ে ভারতের স্থায়ি অধিনায়ক হবেন ধাওয়ান? কী বললেন আগরকর?
ভারতের সাদা বলের বর্তমান অধিনায়ক শিখর ধাওয়ান যদি শ্রীলঙ্কা সফরে দারুন একটা ফল করেন তাহলে কি তিনি বিরাটের জায়গায় দখল করবেন! সেক্ষেত্রে ভবিষ্যতে ভারতের অধিনায়ক কি শিখর ধাওয়া হতে পারেন? তবে এই তথ্য মানতে চাননা ভারতের প্রাক্তন পেসার অজিত আগরকর। তাঁর মতে শ্রীলঙ্কা সিরিজে যদি ভারত ৬-০ তেও জেতে তাহলেও ধাওয়ান পরবর্তি সময়ে ভারতের অধিনায়ক হতে পারবেন না। ‘আমি মনে করি না অধিনায়কত্ব কিছু বদলে দেবে। ভারত যদি এই সিরিজটি ৬-০ ব্যবধানে জিতলেও কিছু বদলাবেনা, এখনও পর্যন্ত এটা তাঁর ব্যাটিংয়ের জায়গার উপরেও কোনও প্রভাব ফেলবেনা। এটি গুরুত্বপূর্ণ যে তাঁকে রান করতে হবে।’
ভারতের প্রাক্তন পেসার অজিত আগরকর ব্যাখ্যা দিয়ে জানান, ‘অধিনায়কত্বের দিক থেকে আমি খানিকটা অবাক হয়েছি, কিন্তু স্কোয়াডের দিকে তাকিয়ে আমার মনে হয় নির্বাচকরা দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তিকেই বেছে নিয়েছেন। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে (ভারত) নেতৃত্বের সুযোগ অর্জন করাটা সম্মানের বিষয়।’
তবে গব্বরকে দলে নিজের জায়গা পাকা করতে হলে শ্রীলঙ্কা সফরে নিজেকে প্রমাণ করতে হবে, এটাই মনে করেন অজিত আগরকর। তিনি বলেন, ‘আমি মনে করি তাঁকে বিশেষত টি-টোয়েন্টিতে স্কোর করতে হবে। আমি মনে করি না তিনি আইপিএলে কোনও খারাপ কাজ করছেন। রোহিত ও কেএল রাহুল বর্তমানে তাঁর চেয়ে এগিয়ে রয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে রাহুলের বেশ গড়পড়তা সিরিজ ছিল, তবে অন্যথায়, তাঁর ফর্মটি সাদা বলের ক্রিকেটে ব্যতিক্রমী।’
রোহিত শর্মা ও কেএল রাহুলের সঙ্গে লড়াইটাকে ব্যাখ্যা করলেন আগরকর। তিনি জানালেন, ‘আপনি প্রায় অনুভব করেছিলেন যে এই দুজন (রোহিত এবং রাহুল) শিখরকে ছাপিয়ে গেছেন, তবে তিনি যদি রান পেতে থাকেন এবং সেটি কেএল রাহুলের উপর চাপ তৈরি করবে। দলে রোহিতের জায়গা নিয়ে কোনও সন্দেহ আছে বলে আমার মনে হয় না, তিনি সাদা বলের ক্রিকেটে সহ-অধিনায়ক। তবে আপনি অবশ্যই রাহুলের উপর চাপ তৈরি করতে পারেন এবং তার জন্য আপনাকে রান করতে হবে এবং একাদশে জায়গা ফিরে পেতে শিখরকে ঠিক তাই করতে হবে।’
শিখর ধাওয়ানের পূর্ণ আস্থা রেখে আগরকর বলেন, ‘শিখর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলেছিলেন এবং তারপরে পরের চারটিতে বাইরে চলে যান। তিনি ফিরে এসেছিলেন এবং আসাধারণ আইপিএল খেলেছিলেন। এমনকি আগের সংস্করণেও তিনি দুর্দান্ত খেলেছিলেন। সে কোনও ভুল করেনি।’