বাংলা নিউজ > ময়দান > SL vs IND: ‘বোল কে রানআউট কিয়া’, দেখে নিন ইশান কিষাণের ভাইরাল ভিডিয়ো

SL vs IND: ‘বোল কে রানআউট কিয়া’, দেখে নিন ইশান কিষাণের ভাইরাল ভিডিয়ো

রান আউট করার পরে ইশান কিষাণ (ছবি:টুইটার)

প্রথম থেকেই সকলকে বলেছিলাম যে তিনি প্রথম বলে ছক্কা মারবেন। এরপর আবারও সেই একই কথা শোনা গেল ইশানের গলায়। এবারে তিনি আগে থেকে বলেই রান আউট করলেন। যা এই তরুণ ক্রিকেটারের আত্মবিশ্বাস প্রকাশ করে।

মঙ্গলবার কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন আবারও আলোচনায় চলে এলেন ইশান কিষাণ। ওয়ানডেতে অভিষেক করতে গিয়ে প্রথম বলেই ছক্কা মেরে ছিলেন তরুণ ক্রিকেটার। এরপরে তিনি জানিয়েছিলেন, তিনি প্রথম থেকেই সকলকে বলেছিলাম যে তিনি প্রথম বলে ছক্কা মারবেন। এরপর আবারও সেই একই কথা শোনা গেল ইশানের গলায়। এবারে তিনি আগে থেকে বলেই রান আউট করলেন। যা এই তরুণ ক্রিকেটারের আত্মবিশ্বাস প্রকাশ করে।

ইনিংসের শেষ ওভারে শ্রীলঙ্কার টেইল-এন্ডার লক্ষণ সান্দকানকে রান আউট করেন ইশান কিষাণ। নিজের খেলার প্রতি তিনি কতটা সচেতন সেটাই দেখান তিনি। কিষাণ স্ট্রাইকারের এন্ডে ছুঁড়ে মারেন এবং সান্দাকানকে আউট করেন। এরপরে তিনি স্টাম্প মাইকে যা বলেন তা এখন ভাইরাল হয়েগেছে।

অনেকটা এমএস ধোনির মতোই আন্ডার-আর্ম থ্রো করে কিষাণ সান্দাকানকে সাজঘরে ফিরিয়েছিলেন। এরপরে তরুণ উইকেটরক্ষক স্টাম্প-মাইকের সামনে নিজের মনের কথা বলে ফেলেন। তিনি তাঁর সতীর্থদের বলছিলেন কীভাবে তিনি রান আউট সম্পর্কে আগে থেকেই জানতেন। সান্দাকানকে আউট করার পরে স্টাম্প মাইকের উপর কিষাণকে বলতে শোনা গেল, ‘রানআউটটা বলে করেছি, বলে করেছি।’

এর আগেও ইশান কিষাণ যখন নিজের অভিষেক ম্যাচে প্রথম বলে ছক্কা হাঁকিয়েছিলেন তখনও তিনি বলেছিলেন, বলে ছক্কা মেরেছি। আবারও সেই বলে উইকেট নিয়েছি। এই কথা থেকেই বোঝা যাচ্ছে এই তরুণ উইকেটরক্ষক মানসিকভাবে কতটা শক্তিশালী হয়ে উঠেছেন। এরপরে অবশ্য ইশান কিষাণকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তৈরি হয়েছে নানা রকমের মিম। মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকেও কিষাণের একটি মজার ভিডিয়ো পোস্ট করা হয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.