বেশ কিছুদিন ধরেই ফর্মের শিখরে রয়েছেন বাবর আজম। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেও ছন্দে থাকার ইঙ্গিত দিলেন পাকিস্তানের দলনায়ক। শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে দাপুটে হাফ-সেঞ্চুরি করে বাবর কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন করুণারত্নেদের।
তিনদিনের প্রস্তুতি ম্যাচে শুরুতে ব্যাট করে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৩২৩ রান তোলে। বাবর দলের হয়ে সব থেকে বেশি ৮৮ রান করে আউট হন। ১১৩ বলের ইনিংসে তিনি ৮টি চার ও ৪টি ছক্কা মারেন।
এছাড়া হাফ-সেঞ্চুরি করেন আঘা সলমন। ৯ নম্বরে ব্যাট করতে নেমে তিনি ৫৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া আজহার আলি ৪৩ ও মহম্মদ রিজওয়ান ৩১ রান করে আউট হন।
আরও পড়ুন:- ক্রমশ খারাপ হচ্ছে শ্রীলঙ্কার পরিস্থিতি, এশিয়া কাপ হবে সম্ভবত বাংলাদেশে- রিপোর্ট
শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের হয়ে লক্ষ্মীতা মানসিংহে ৮৫ রানে ৪টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নিয়েছেন দিলশান মদুশঙ্কা ও লসিথ এম্বুলদেনিয়া।
পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কান দলটি দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে তাদের প্রথম ইনিংসে ৪০ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ১৭৮ রান তুলেছে। সেঞ্চুরি হাতছাড়া করেন সাদিরা সমরাবিক্রমে। তিনি ১৩টি বাউন্ডারির সাহায্যে মাত্র ৯৯ বলে ৯১ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
আরও পড়ুন:- শ্রীলঙ্কার বিরুদ্ধে হার ভারত সফরের আগে অস্ট্রেলিয়ার জন্য শিক্ষণীয়: প্যাট কামিন্স
নিশান মদুষ্কা ২৩ রান করে চোট পেয়ে মাঠ ছাড়েন। নুয়ানিদু ফার্নান্ডো ৪৩ রানে ব্যাট করছেন। সুতরাং, বাবর ফর্মে থাকলেও পাক বোলারদের পরিচিত ছন্দে দেখাচ্ছে না মোটেও। অনামি ব্যাটসম্যানদের আউট করতেই হিমশিম খাচ্ছেন শাহিন আফ্রিদিরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।