শুভব্রত মুখার্জি: হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল লঙ্কানভূমে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে পরপর দুটি ম্যাচ জিতে সিরিজ আগেই জয় নিশ্চিত করেছিল। ফলে তৃতীয় ম্যাচটি ছিল কার্যত নিয়মরক্ষার ম্যাচ। বলা ভালো টিম ম্যানেজমেন্টের কাছে ছিল পরীক্ষা নিরীক্ষা চালানোর ম্যাচ। নয়া ক্রিকেটার খোঁজা থেকে শুরু করে ব্যাটিং অর্ডার ঠিক করা, বোলিং লাইন আপে বদল, নয়া বোলিং অপশন খুঁজে বের করা। আর শুধু তৃতীয় ম্যাচ নয় গোটা সিরিজ জুড়েই কার্যত সে কাজ করেছেন বলে সিরিজ শেষে অকপট স্বীকারোক্তি হেড কোচ রমেশ পাওয়ারের।
রমেশ পাওয়ার সিরিজ শেষে জানিয়েছেন এই সিরিজের আমাদের বোলিং ইউনিটের নির্বাচনের পিছনে সব থেকে বড় কারণ ছিল সবাইকে একটা সুযোগ করে দেওয়া। নয়া বোলিং অপশন খুঁজে বের করা। সেই কারণেই দলের বোলিং অ্যাটাকের দুই প্রধান স্তম্ভ পুনম যাদব এবং রাজেশ্বরী গায়রকোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে শিখা পান্ডের ভবিষ্যত নিয়ে পাওয়ার কোনও মন্তব্য করতে চাননি। তাঁর স্পষ্ট বক্তব্য ওই বিষয়টা নির্বাচকরাই দেখছেন।
পাওয়ার আরও যোগ করেন আজকের ম্যাচে চামারি আতাপাত্তু আমাদের বোলিংয়ের উপর চাপ তৈরি করেছিল। এটা সব বোলারদের কাছে একটা শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল। পাওয়ার জানিয়েছেন আজকের ম্যাচ এবং গোটা সিরিজে ভারতের ব্যাটিং নিয়ে তিনি খুশি। পিচ খুব একটা ব্যাটিং সহায়ক ছিল না। সেখানে দলের প্রধান ব্যাটারদের পারফরম্যান্স পাওয়ারের সন্তুষ্টির কারণ। তিনি মনে করেন নতুন বোলাররা যত সুযোগ পাবে তত ভালো পারফরম্যান্স করবে। জেতার স্বভাব তৈরি করাটাও তার মতে খুব গুরুত্বপূর্ণ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।