মিতালি রাজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই প্রথমবার কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে হরমনপ্রীত ব্রিগেড। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় উড়ে গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে ৩৪ রানে জিতল ভারতের মহিলা ক্রিকেট দল।
আরও পড়ুন… টিভিতে হরমনদের ম্যাচ দেখা যাচ্ছে না, ওটিটিতে ছবির মান খারাপ, ক্ষুব্ধ সমর্থকরা
এদিনের ম্যাচে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত তোলে ১৩৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ২৭ বলে অপরাজিত ৩৬ রান করেন জেমিমা রডরিগেজ। শেফালি বর্মা করেন ৩১ বেল ৩১ রান। দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর করেন ২০ বলে ২২ রান। শ্রীলঙ্কার ইনোকা চার ওভারে ৩০ রান দিয়ে নেন তিন উইকেট।
আরও পড়ুন… টিভিতে হরমনদের ম্যাচ দেখা যাচ্ছে না, ওটিটিতে ছবির মান খারাপ, ক্ষুব্ধ সমর্থকরা
জবাবে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তোলে ১০৪ রান। এদিন মাত্র তিন রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন কাবিশা দিহারি। ৪৯ বলে ৪৭ রান করেন তিনি। এছাড়া শ্রীলঙ্কার হয়ে সেভাবে কেউ রান করতে পারেননি। ভারতের হয়ে রাধা যাদব চার ওভার বল করে ২২ রান দিয়ে দুই উইকেট শিকার করেন। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল হরমনপ্রীতরা।