দক্ষিণ আফ্রিকার প্রাক্তন আক্রমণাত্মক ব্যাটার ও মিডিয়াম পেসার লান্স ক্লুজনার। কিছুদিন আগেই ত্রিপুরা ক্রিকেট দলের কোচ হয়েছেন। গত মাস থেকেই শোনা যাচ্ছিল ঋদ্ধিমান, সুদীপ চট্টোপাধ্যায়দের কোচ হতে চলেছেন এই কিংবদন্তি। অবশেষে সেই সম্ভাবানাই সত্যি হয়েছে। ত্রিপুরা দলের কোচ হয়েছেন ক্লুসনার। ঋদ্ধিদের কোচ হয়েই কলকাতায় ঘুরে গিয়েছেন তিনি।
তবে ত্রিপুরা দল যে ভারতের ঘরোয়া ক্রিকেটে অনেকটাই ব্যাকফুটে তা ভালো করেই জানেন ক্লুজনার। কিন্তু তা নিয়ে একেবারেই ভাবছেন না দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই ক্রিকেটার। বরং ত্রিপুরার ক্রিকেটের উন্নতি করাই চ্যালেঞ্জ তাঁর কাছে। লান্স ক্লুজনার পরিচিত ছিলেন নিজের আক্রমাত্মক ব্যাটিং এবং বোলিংয়ের জন্য। তাঁর সুইং ক্ষমতা ছিল যথেষ্ট ঈর্ষণীয়। ঋদ্ধিদের কোচ হওয়ার পর তিনি বলেন, 'বড় শহরগুলি পরিকাঠামোর দিক থেকে উন্নত থাকতে পারে। কিন্তু প্রতিভা এবং অধ্যবসায়ের জেরে অনেকে বড় শহরের ক্রিকেটারদের থেকে বড় কিছু করতে পারে ছোট রাজ্য। আমরা ক্রিকেটারদের সঠিক পথ এবং সমর্থন করতে পারি। কিন্তু আসল বিষয়টা ভেতর থেকেই আসে।'
তিনি আরও জানান, ক্রিকেটার, কোচ বা আম্পায়ার যাকে প্রয়োজন তাঁকে অনুপ্রাণিত করতে এবং সমর্থন করতে চান। এই বিষয়ে প্রাক্তন এই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি বলেন, 'আমি সব দলকে সমর্থন করার জন্য এসেছি। একটি ছোট জায়গা থেকে এসে যে কেউ দেশের প্রতিনিধিত্ব করা কঠিন বলে মনে করতে পারে। ছোট জায়গা থেকে আসার চ্যালেঞ্জ আমি বুঝি। আমি এমএস ধোনি এবং আরও অনেকের মুখোমুখি হয়েছি যারা ছোট রাজ্য থেকেই এসেছে। এই কারণেই আমি এখানে এসেছি তাদের সব রকম সুযোগ সুবিধা দিয়ে সহায়তা করার জন্য।'
সম্প্রতি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৫ এবং সিনিয়র দলের কোচের জন্য আবেদনের বিজ্ঞপ্তি জারি করে। সেখানে প্রচুর প্রাক্তন ক্রিকেটার এবং কোচেরা নিজেদের আবেদন করেন। তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে তারা লান্স ক্লুজনার, প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং শ্রীলঙ্কার কোচ ডাভ হোয়াটমোরকে বেছে নেন। কিন্তু শেষ পর্যন্ত ক্লুসনারকেই আপাতত ১০০ দিনের কোচের দায়িত্ব দেওয়া হয়। এই বিষয়ে ত্রিপুরা ক্রিকেট সংস্থার সহ সভাপতি তিমির চন্দ্র বলেন, 'ডাভ নিজের কিছু ব্যক্তিগত কাজের জন্য শেষ পর্যন্ত এই দায়িত্ব নিতে পারেনি। তারপর আমরা যোগাযোগ করি ক্লুসনারের সঙ্গে। ও ১০০ দিনের কোচের দায়িত্ব নিয়েছে। এছাড়াও ও দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের দলের সঙ্গে যুক্ত রয়েছে। ফলে আমরা ভালো কিছু আশা করছি।'
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।