যশ ধুলের ঝড়ে ধুলোর মতোই উড়ে গেল হায়দরাবাদের বোলাররা। পরে নভদীপ সাইনির আগুনে বোলিংয়ে হায়দরাবাদের ব্যাটাররা ধুলিসাৎ হয়ে গেল। ৪৬ রানে জয় ছিনিয়ে নিল দিল্লি। প্রথমে ব্যাট করে হায়দরাবাদের সামনে প্রায় দু'শোর কাছাকাছি লক্ষ্য রেখেছিল দিল্লি। ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫০ রানে গুড়িয়ে যায় হায়দরাবাদ।
মুম্বই-রাজস্থানের মধ্যে ম্যাচে আবার হাড্ডাহাড্ডি লড়াই হল। তবে মুম্বইকে আটকানো এখন সহজ বিষয় নয়। ২০ রানে তারা জয় ছিনিয়ে নিল। মুম্বইয়ের দেওয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৯ রানে গুটিয়ে গেল রাজস্থান।
আরও পড়ুন: ৪ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট-সাই কিশোরের দুরন্ত স্পেলে কচুকাটা বিরাটরা
যশ ধুলের ঝড়ে ধুলোর মতো উড়ে গেল হায়দরাবাদ
টস জিতে দিল্লিকেই প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল হায়দরাবাদ। শুরু থেকেই অবশ্য দিল্লি মারকুটে মেজাজে ছিল। দিল্লির দুই ওপেনার হিম্মত সিং (৩৯ বলে ৪৭ রান) এবং হিতেন দালাল (২৩ বলে ২৭ রান) শুরুটা ভালোই করেছিল। তবে দিল্লির ইনিংসে আ,ল সুনামী আনেন যশ ধুল। ৩৬ বলে ৭৩ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। এ ছাড়া আয়ুশ বাদোনি ১০ বলে ২৩ রানের নজর কাড়া ইনিংস খেলেন। নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান করে দিল্লি। হায়দরাবাদের রবি তেজা ৩ উইকেট নিয়েছেন। আর অনিকেত রেড্ডি নিয়েছেন ২ উইকেট।
রান তাড়া করতে নেমে নড়বড়ই করছিল হায়দরাবাদ। শুরু থেকেই ধারাবাহিক ভাবে তারা উইকেট হারাতে থাকে। ৪, ৬, ২৬, ৩৭, ৪৩- ধারাবিহক ভাবে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ। তবে হায়দরাবাদের হয়ে লড়াই করেছিলেন রাহুল বুদ্ধি। তিনি করেন ৩৫ বলে ৪৭ রান। মিকিল জয়সওয়াল করেন ১৮ বলে ২৫ রান। ভাবেশ শেঠ করেছেন ১৯ রান। তন্ময় আগরওয়াল এবং তিলক বর্মা ১৩ করে রান করেছেন। ১৯.১ ওভারে ১৫০ রানেই অল আউট হয়ে যায় হায়দরাবাদ। দিল্লির নভদীপ সাইনি একাই ৪ উইকেট তুলে নেন। ২ উইকেট নিয়েছেন নীতিশ রানা। দিল্লি ৪৬ রানে ম্যাচটি জিতে যায়।
আরও পড়ুন: SMAT 2022-এ নিজের গড়া নজিরই কেরালা ম্যাচে ১১৪ করে ভাঙলেন রুতু,জেতালেন মহারাষ্ট্রকে
মুম্বই বোলারদের দাপটে কেঁপে গেল রাজস্থান
টস জিতে ব্যাট করতে নেমেছিল মুম্বই। তবে ওপেন করতে নেমে অজিঙ্কা রাহানে (১ বলে ০) ফের ব্যর্থ হন। শুরুটা অবশ্য খারাপ করেননি পৃথ্বী শ'। তবে তিনিও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ১৭ বলে ৩২ করে আউট হয়ে যান। যশস্বী জয়সওয়াল অবশ্য ২৭ বলে ৪৬ রানের নির্ভরযোগ্য ইনিংস খেলেন। এ ছাড়াও সরফরাজ খান ৩৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। শিবম দুবে ২৮ বলে ২৬ করেন। ২০ ওভারে ৬ উইকেট ১৫৯ রান করে মুম্বই। রাজস্থানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রবি বিষ্ণোই এবং রাহুল চাহার।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম তিন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছায়নি। তবে সলমন খান ২০ বলে ৩৫ রান করেছেন। মহিপাল লোমরোর ৩৩ বলে ৪৬ এবং সমরপিত জোশি ৩২ বলে ২৮ করে জেতার লক্ষ্যে পৌঁছে লড়াই চালান। কিন্তু বাকিরা ১০ রানের গণ্ডিই টপকাতে পারেননি। নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রান করে রাজস্থান। ২০ রানে তারা ম্যাচটি হেরে যায়। মুম্বইয়ের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন তুষার দেশপাণ্ডে এবং মোহিত অবস্তি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।