২০২২ সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্ব শনিবার শেষ হয়েছে। এবং নকআউট পর্ব ৩০ অক্টোবর থেকে শুরু হবে। শেষ দিন ভারতীয় দলের প্লেয়ার, যারা টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাননি, তাঁরা শনিবার কেমন পারফরম্যান্স করলেন? আর যাঁরা আইপিএল তারকা বা ভারতীয় দবে ঢোকার দাবীদার, তাঁরাই বা কেমন পারফরম্যান্স করলেন?
আরও পড়ুন: অভিমন্যু ছাড়া ব্যর্থ বাকি ব্যাটাররা, চণ্ডীগড়ের কাছে বাজে হার বাংলার
এক নজরে তারকাদের পারফরম্যান্সের খতিয়ান:
সঞ্জু স্যামসন- ব্যাটিং ৪ (২)
নীতিশ রানা- ব্যাটিং ৬১ (৩১), বোলিং ৩-৩০
ললিত যাদব- বোলিং ৩-০-১৫-৩
পৃথ্বী শ- ব্যাটিং ৬ (৭)
শ্রেয়স আইয়ার- ব্যাটিং ১৫ (১২)
যশস্বী জয়সওয়াল- ব্যাটিং ৪৫ (২৭)
অজিঙ্কা রাহানে- ব্যাটিং ৩৪ (২৮)
রিয়ান পরাগ- ব্যাটিং ৭৫ (৪১)
রজত পতিদার- ব্যাটিং ৫২ (৩২)
শুভমান গিল- ব্যাটিং ৫৭*(৪৪)
রিঙ্কু সিং- ব্যাটিং ৭৯ (৪৭)
মণীষ পাণ্ডে- ব্যাটিং ৬৪*(৪৭)
গ্রুপ পর্ব শেষে ১১টি দল নকআউটে উঠেছে। টুর্নামেন্টে প্রথমে তিনটি প্রি-কোয়ার্টার ফাইনাল হবে। তার পর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল হবে।
আরও পড়ুন: শেষ আটে বাংলার প্রতিপক্ষ কারা? দেখুন মুস্তাক আলির নক আউটের পুরো সূচি
পাঁচটি গ্রুপ থেকে গ্রুপ বিজয়ীরা সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠেছে। এই দলগুলো হল মুম্বই, দিল্লি, কর্ণাটক, হিমাচল প্রদেশ এবং বাংলা। প্রসঙ্গত লক্ষ্মীরতন শুক্লার বাংলা গ্রুপ পর্বের শেষ ম্যাচে চণ্ডীগড়ের কাছে হারলেও, গ্রুপ শীর্ষে থেকেই সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠেছে। বাকি তিনটি স্থানের জন্য ছ'টি দলের মধ্যে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
পাঁচটি গ্রুপ থেকে দ্বিতীয় স্থানে থাকা দলগুলো প্রি-কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। সেই দলগুলি হল বিদর্ভ, পঞ্জাব, কেরালা, সৌরাষ্ট্র এবং ছত্তিশগড়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।