বাংলা নিউজ > ময়দান > SMAT 2022-এ নিজের গড়া নজিরই কেরালা ম্যাচে ঝড়ো ১১৪ করে ভাঙলেন রুতু, জেতালেন মহারাষ্ট্রকে

SMAT 2022-এ নিজের গড়া নজিরই কেরালা ম্যাচে ঝড়ো ১১৪ করে ভাঙলেন রুতু, জেতালেন মহারাষ্ট্রকে

রুতুরাজ গায়কোয়াড় কেরালার বিরুদ্ধে সেঞ্চুরি করলেন।

কেরালার বিরুদ্ধে আরও এক বার ঝড় তুললেন রুতুরাজ গায়কোয়াড়। আরও একটি ঝড়ো সেঞ্চুরি করলেন। সেই সঙ্গে ২০২২ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নিজের করা রেকর্ড নিজেই ভাঙলেন রুতু। তাঁর ঝড়েই ৪০ রানে জয় ছিনিয়ে নিল মহারাষ্ট্র

একেবারে স্বপ্নের ছন্দে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। ভারতীয় দলে জায়গা পাননি তো কী আছে, তিনি ২০২২ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে আগুন মেজাজে রয়েছেন। সেই সঙ্গে তিনি নিজের রেকর্ড ভেঙেই গড়ছেন নতুন নজির। মঙ্গলবারই যেমন কেরালার বিরুদ্ধে ঝড়ো ১১৪ রান করে গড়ে ফেললেন নয়া নজির।

তিনি মহারাষ্ট্রের অধিনায়ক। কিন্তু তিনিই মহারাষ্ট্রকে দায়িত্ব নিয়ে এগিয়ে চলেছেন। সেই সঙ্গে গড়ছেন নতুন নতুন নজির। এই বছরই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সার্ভিসেসের বিরুদ্ধে ১১২ রান করেছিলেন রুতু। সেটা ছিল মহারাষ্ট্রের ক্রিকেটারদের মধ্যে করা সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর। মঙ্গলবার সেই রেকর্ডই ভেঙে কেরালার বিরুদ্ধে ১১৪ করেন তিনি। এখন মহারাষ্ট্রের প্লেয়ারদের মধ্যে রুতুর করা ১১৪ রানই হল সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর।

আরও পড়ুন: সুদীপ ঝড়,বোলারদের দাপট, টিমগেম খেলে সিকিমকে বড় ব্যবধানে হারাল বাংলা

রুতুর আগে বিজয় জোল ২০১৩ সালে মুম্বইয়ের বিরুদ্ধে ১০৯ রান করেছিলেন। সেই রেকর্ডই এই বছর ভেঙে দিলেন রুতু। ২০২১ সালে মহারাষ্ট্রের যশ নাহার গোয়ার বিরুদ্ধে করেছিলেন ১০৩ রান। সব রেকর্ডই গুড়িয়ে দিয়েছেন রুতু।

আরও পড়ুন: ব্যর্থ হল কোহলির ৭৫ রানের অনবদ্য ইনিংস, ব্যাটে-বলে ম্যাচ জেতালেন রিয়ান পরাগ

টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল মহারাষ্ট্র। ওপেন করতে নেমে শুরু হয় রুতুরাজের ঝড়। নন স্ট্রাইকার জোনে দাঁড়িয়ে থাকা পবন শাহ তখন কার্যত দর্শক। প্রথম উইকেটে হয় ৬৯ বলে ৮৪ রানের পার্টনারশিপ। তার মধ্যে পবন ২৯ বলে ৩১ রান করে আউট হয়ে যান। বাকি একাই দাপটের সঙ্গে খেলে যান রুতু। ৬৮ বলে ১১৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁর ইনিংসে রয়েছে ৮টি চার এবং সাতটি ছক্কা। এর বাইরে অবশ্য সে ভাবে খেলতেই পারেনি। কারণ মহারাষ্ট্র নির্দিষ্ট ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৭ রান করেছে। যার মধ্যে ১১৪ রান রুতুরাজের। কেরালার সিজোমন জোসেফ নিয়েছেন একাই ৩ উইকেট।

জবাবে রান করতে নেমে কেরালার একমাত্র রোহন কুন্নুম্মল লড়াই করেছেন। বাকিদের দশা তথৈবচ। রোহন ওপেন করতে নেমে ৭টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৫৮ রান করেছিলেন। এ ছাড়া সিজোমন জোসেফ ২০ বলে অপরাজিত ১৮ রান করেন। এটা দ্বিতীয় সর্বোচ্চ। নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেটে ১২৭ করেই শেষ হয়ে যায় কেরালার ইনিংস। ৪০ রানে তারা ম্যাচটি হেরে যায়। মহারাষ্ট্রের সত্যজিৎ বাচাব ৩ উইকেট নেন। ২ উইকেট নিয়েছেন আজিম কাজি।

বন্ধ করুন