বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে দুরন্ত ছন্দে রয়েছেন স্টিভ স্মিথ। সিডনি সিক্সার্সের হয়ে একেবারে স্বপ্নের ফর্মে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার। বিগ ব্যাশে টানা দু'টি ম্যাচে সেঞ্চুরি করে চমকে দিলেন স্মিথ। শনিবার বিগ ব্যাশে সিডনি ডার্বিতে স্মিথ ৬৬ বলে ১২৫ রানে অপরাজিত থাকলেন। সিডনি থান্ডারের বিরুদ্ধে এই ইনিংস সাজানো ৯টি ওভার বাউন্ডারি এবং ৫টি বাউন্ডারিতে। স্মিথের স্ট্রাইক রেট ১৮৯.৩৯।
বুধবার বিবিএলে অ্যাডিলেড স্টাইকার্সের বিরুদ্ধে সিডনি সিক্সার্সের হয়ে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন। এ দিনও ঠিক ৫৬ বলে সেঞ্চুরি করন স্মিথ। সেই ম্যাচেও ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করেছিলেন, এদিনও তাই করলেন। অ্যাডিলেডের বিরুদ্ধে স্মিথ টি-টোয়েন্টিতে তাঁর প্রথম সেঞ্চুরি পূর্ণ করার পর ১০১ রান করে আউট হয়েছিলেন।
টেস্ট, ওয়ানডে-তে মহাতারকার স্বীকৃতি পেলেও টি-টোয়েন্টিতে স্মিথকে তেমন দরের ক্রিকেটার মনে করা হত না। এ বার আইপিএলেও কেউ কিনতে রাজি হয়নি তাঁকে। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার স্টিভ স্মিথ টেস্ট র্যাঙ্কিংয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। ওয়ানডে ক্রিকেটে তাঁর র্যাঙ্কিং ৮ নম্বরে। টেস্ট-ওয়ানডের দাপটটা টি-টোয়েন্টিতে ধরে রাখতে পারেননি বলেই এত দিন বদনাম ছিল স্মিথের। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি খেলার সময়ে প্রায়ই কথা হয় তাঁর স্ট্রাইকরেট নিয়ে। সেই স্মিথ এ বার খেলছেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে। আর সেই টি-টোয়েন্টি টুর্নামেন্টেই ঝড় বইয়ে দিচ্ছেন স্মিথ।
আরও পড়ুন: ভিডিয়ো- যুজির ভবিষ্যত নিয়ে বড় মন্তব্য করলেন রোহিত, হতবাক তারকা স্পিনার
বিবিএলে টানা দু'টি ম্যাচে এমন ইনিংস খেললেন স্মিথ, তাতে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা হাত কামড়াতে বাধ্য। সীমিত ওভারের ক্রিকেটে তিনি যে ফুরিয়ে যাননি, তা আবারও প্রমাণ করলেন স্টিভ স্মিথ। ৩৩ বছরের তারকা ব্যাটার সব কিছুর জবাব দিচ্ছেন এ বারের বিগ ব্যাশ লিগে।
আরও পড়ুন: IPL-এর সূচির উপর নির্ভর করে ঠিক হবে WTC ফাইনাল, ৮ জুন ওভালে হতে পারে ম্য়াচ
স্মিথের দাপটে প্রথমে ব্যাট করে সিডনি সিক্সার্স ২ উইকেটে ১৮৭ রান করে। স্মিথের ১২৫ রান ছাড়া, মোইসেস হেনরিকেস অপরাজিত ৪৫ রান করেছেন। জবাবে ব্যাট করতে নেমে সিডনি থান্ডার মাত্র ৬২ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ১৬ রান করেন ডেভিড ওয়ার্নার। সিক্সার্সের স্টিভ ও'কিফে ৪ উইকেট নেন। ৩ উইকেট নিয়েছেন সিন অ্যাবট। বেন দ্বারশুইস নিয়েছেন ২ উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।