পরম স্বস্তি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাথায় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন স্মৃতি মন্ধনা। ঘোর আশঙ্কা চেপে বসেছিল ভারতীয় শিবিরে। তবে ধাক্কা সামলে মাঠে ফেরেন মন্ধনা। শুধু মাঠে ফেরেন বলা ভুল হবে। বরং বলা ভালো যে, ফিরে এসেই দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করলেন ভারতের তারকা ওপেনার।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে স্মৃতি মন্ধনা ৬৬ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন। আন ফ্রাসেরের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দেওয়ার আগে মন্ধনা ৬৭ বলের ইনিংসে ৭টি বাউন্ডারি মারেন।
যদিও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন শেফালি বর্মা। তাঁর ফর্ম নিঃসন্দেহে দুশ্চিন্তায় রাখবে ভারতীয় শিবিরকে। শেফালি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন।
হাফ-সেঞ্চুরি করেছেন দীপ্তি শর্মা। তিনি ৬৪ বলে ৫১ রান করে আউট হন। যস্তিকা ভাটিয়া ৪২ ও ক্যাপ্টেন মিতালি ৩০ রান সংগ্রহ করেন। এছাড়া রিচা ঘোষ ১৩, স্নেহ রানা ১৪, ঝুলন গোস্বামী ১, মেঘনা সিং ৩, পুনম যাদব ১৪ ও রাজেশ্বরী গায়কোয়াড় অপরাজিত ১০ রান করেন। ভারত প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৫৮ রান তুলে অল-আউট হয়ে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।