বর্ষসেরা টি-টোয়েন্টি দলে পুরোপুরি দাপট দেখাল ভারত। ২০২২ সালের যে সেরা একাদশ বেছে নিয়েছে আইসিসি, তাতে বাংলার দুই মেয়ে রিচা ঘোষ, দীপ্তি শর্মা-সহ চার ভারতীয় আছেন। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার থেকেও ভারতের বেশি খেলোয়াড় সেই দলে সুযোগ পেয়েছেন। সেরা একাদশে তিন অজি খেলোয়াড় আছেন।
২০২২ সালে বর্ষসেরা টি-টোয়েন্টি দল
১) স্মৃতি মন্ধানা (ভারত): ২০২২ সালে অবিশ্বাস্য ছন্দে ছিলেন ভারতের বাঁ-হাতি ব্যাটার। ২১ ইনিংসে করেছিলেন ৫৯৪ রান। গড় ৩৩। স্ট্রাইক রেট ১৩৩.৪৮। পাঁচটি অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধেও অর্ধশতরান করেছিলেন। যিনি ২০২২ সালে মহিলাদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে ছিলেন।
২) বেথ মুনি (অস্ট্রেলিয়া): ২০২২ সালে ১৪ ইনিংসে খেলেছিলেন। গড় ছিল ৫৬.১২। স্ট্রাইক রেট ১৩৪.৪৩।
৩) সোফি ডেভাইন (নিউজিল্যান্ড) (অধিনায়ক): গত বছর ৩৮৯ রান করেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক। কমনওয়েলথ গেমসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। শুধু তাই নয়, কিউয়িদের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন।
৪) অ্যাশ গার্ডনার (অস্ট্রেলিয়া): গত বছর ২১৬ রান করেছিলেন। স্ট্রাইক রেট ১৫২.১১। গড় ছিল ৭২।
৫) তাহিলা ম্যাকগ্রাথ (অস্ট্রেলিয়া): ২০২২ সালে ১৩ টি উইকেট নিয়েছিলেন। ব্যাটিংয়ে গড় ছিল ৬০-র বেশি। ৪৩৫ রান করেছিলেন।
৬) নিদা দার (পাকিস্তান): ২০২২ সালে ১৫ টি উইকেট নিয়েছিলেন নিদা। গড় ছিল ১৮.৩৩। ইকোনমি রেট ৫.৫ ছিল। যে ১৪ টি-টোয়েন্টি খেলেছিলেন, তার মধ্যে মাত্র তিনটি ম্যাচে উইকেট পাননি।
৭) দীপ্তি শর্মা (ভারত): ২০২২ সালে অবিশ্বাস্য ছন্দে ছিলেন ভারতের বাঁ-হাতি ব্যাটার। ২১ ইনিংসে করেছিলেন ৫৯৪ রান। গড় ৩৩। স্ট্রাইক রেট ১৩৩.৪৮। পাঁচটি অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধেও অর্ধশতরান করেছিলেন। যিনি ২০২২ সালে মহিলাদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে ছিলেন।
৮) রিচা ঘোষ (ভারত) (উইকেটকিপার): ভারতের অন্যতম মারকুটে ব্যাটার হয়ে উঠেছেন। ২০২২ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট ১৫০-র উপরে ছিল। ১৮ টি ম্যাচে ২৫৯ রান করেছিলেন। হাঁকিয়েছিলেন ১৩ টি ছক্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রেবোর্ন স্টেডিয়ামে ১৯ বলে অপরাজিত ৪০ রান করেছিলেন।
৯) সোফি একলেস্টোন (ইংল্যান্ড): বিশ্বের এক নম্বর স্পিনার। ২০২২ সালে ১৭ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলাম।
১০) ইনোকা রানাভীরা (শ্রীলঙ্কা): ১৯ টি ম্যাচে ২৭ উইকেট নিয়েছিলেন। গড় ছিল ১৩.৮৫। ইকোনমি রেট ৫.৭৫।
১১) রেণুকা সিং (ভারত): ২০২২ সালে ২২ টি উইকেট নিয়েছিলেন রেণুকা। গড় ২৩.৯৫। ইকোনমি রেট ৬.৫। গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও দারুণ খেলেছিলেন। সাতটি ম্যাচে আটটি উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮ রানে চার উইকেট নিয়েছিলেন রেণুকা। ১৬ টি ডট বল করেছিলেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।