ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভারতকে ম্যাচ বাঁচাতে তো সাহায্য করলেনই, সেই সঙ্গে স্নেহ রানা এবং তানিয়া ভাটিয়া গড়ে ফেললেন নয়া নজির। পুরুষ এবং ছেলেদের ক্রিকেট মিলিয়েই এই নজির গড়লেন তাঁরা। নবম উইকেটে বা টেল এন্ডারে ১০০-র বেশি রান করে স্নেহ এবং তানিয়া জুটি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিশ্বের দ্বিতীয় জুটি হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন ভারতীয় মহিলা দলের দুই তনয়া।
এর আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকারা এবং চামিন্ডা ভাস জুটির। ২০০৬ সালে লর্ডসে এই জুটি টেলএন্ডারে নেমে ১০০-র উপর রান করেছিল। এর বাইরে আর কোনও টেল এন্ডার জুটির ১০০-র উপরে রান নেই।
ইংল্যান্ড প্রথমে ইনিংসে ৯ উইকেটে ৩৯৬ রান করে ডিক্লেয়ার করে দেয়। ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি। কিন্তু ওপেনিং জুটি ভেঙে যাওয়ার পর তাসের ঘরের মতোই একেবারে ধসে যায় ভারতের ইনিংস। ২৩১ রানে অলআউট হয়ে গেলে, তাদের ফলোঅন করায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে মিতালি রাজরা যখন ১৯৯ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিলেন, সেই সময়ে ত্রাতার ভূমিকা নেন স্নেহ রানা।
১৫৪ বল খেলে ৮০ রান করে অপরাজিত থাকেন স্নেহ। তাঁকে যোগ্যসঙ্গত করেন তানিয়া। ৮৮ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁদের সৌজন্যেই কোনও মতে ম্যাচ ড্র করে ভারত।