বাংলা নিউজ > ময়দান > কোয়েস কি একটা দল গড়ে খেলতে নামাবে? মালিকানা নিয়ে জটিলতা প্রসঙ্গে কটাক্ষ ইস্টবেঙ্গল কর্তার

কোয়েস কি একটা দল গড়ে খেলতে নামাবে? মালিকানা নিয়ে জটিলতা প্রসঙ্গে কটাক্ষ ইস্টবেঙ্গল কর্তার

ইস্টবেঙ্গল ক্লাবের লোগো।

নতুন ফুটবলারদের কাছে চুক্তিপত্র পাঠাতে শুরু করল লাল-হলুদ শিবির।

স্পোর্টং রাইটস নিয়ে জটিলতার মাঝেই নতুন ফুটবলারদের চুক্তিপত্র পাঠাতে শুরু করল ইস্টবেঙ্গল। লকডাউনের মাঝেই আগামী মরশুমের জন্য নতুন করে দল গড়ার কাজে মন দিয়েছিল লাল-হলুদ শিবির। একের পর এক ভারতীয় তারকাদের ইস্টবেঙ্গলের দলে নেওয়ার খবর প্রায় প্রতিদিনই শোনা যেত দলবদলের বাজারে। লাল-হলুদের তরফে ইতিমধ্যেই বেশ কিছু ভারতীয় ফুটবলারকে জালে তোলার খবরে স্বীকৃতিও দেওয়া হয়েছে। তাঁদের কাছেই চুক্তিপত্র পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিল শতবর্ষের ইস্টবেঙ্গল।

ক্লাবের এক প্রভাবশালী কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, 'আমরা ফুটবলারদের কাছে স্বাক্ষরিত চুক্তিপত্র পাঠাতে শুরু করেছি। লকডাউনের জন্য এতদিন কাজ আটকে ছিল।' দুই ফুটবলারের চুক্তিপত্রের প্রতিলিপিও পিটিআইয়ের সামনে তুলে ধরা হয়।

বেশ কিছুদিন ধরেই ফুটবলারদের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তির বৈধ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সমালোচকমহলের একাংশ। ইস্টবেঙ্গল কর্তা অবশ্য সেবিষয়ে বিশেষ আমল দিতে চাইলেন না। তিনি দাবি করেন, সংবাদমহলের একাংশ উদ্দেশ্যপ্রনোদিতভাবেই সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।

কোয়েসের কাছে ৭০ শতাংশ শেয়ার ও স্পোর্টিং রাইটস রয়েছে। এটা দুশ্চিন্তার কারণ নয় বলেও মনে করছেন লাল-হলুদ কর্তা। তিনি আশা করছেন সমস্যা মিটে যাবে দ্রুত। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘তার মানে কি কোয়েস একটা দল তৈরি করে খেলতে নামাবে? সারা বিশ্বে আমাদের ৪ কোটির বেশি সমর্থক রয়েছেন। কোয়েস কি তাদের কেড়ে নিতে পারবে? সুতরাং সব সমস্যাই মিটে যাবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

CAA-র জন্য যোগ্যতা সার্টিফিকেট কীভাবে পাবেন? রিপোর্টে সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা IPL 2024: RCB-র সেরা রেকর্ড ভেঙে চুরমার, SRH-কে কি বলে শুভেচ্ছা দিল কোহলির দল ‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা? ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.