বাংলা নিউজ > ময়দান > কেউ কেউ জাতীয় দল নয়, নিজেদের স্বার্থ দেখছে, বিস্ফোরক স্টিমাচ

কেউ কেউ জাতীয় দল নয়, নিজেদের স্বার্থ দেখছে, বিস্ফোরক স্টিমাচ

স্টিম্যাচ (PTI)

এর আগেও ভারতীয় ফুটবলের বিশেষ করে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে তিনি তার ক্ষোভ, উষ্মা সরাসরি প্রকাশ করেছেন। ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে তিনি বলেন ‘আমি যখন ভারতের কোচ (মে, ২০১৯) হওয়ার দায়িত্ব পাই তখন থেকেই নিশ্চিত ছিলাম ফুটবল খেলিয়ে দেশ হিসেবে ভারতের ভবিষ্যত রয়েছে।’

শুভব্রত মুখার্জি: ভারতীয় সিনিয়র ফুটবল দল এএফসি এশিয়ান কাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করার পর থেকেই যেন 'রুদ্রমূর্তি' ধারণ করেছেন কোচ ইগর স্টিম্যাচ। একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন তিনি। এবার প্রচ্ছন্ন আক্রমণ করে বসলেন দেশের কিছু 'শক্তিশালী' বলা ভালো 'প্রভাবশালী' মানুষকে, যারা দেশের ফুটবল খেলার সঙ্গে যুক্ত। তার বিস্ফোরক বক্তব্য কিছু স্টেকহোল্ডার জাতীয় দলের স্বার্থ নয় নিজেদের প্রোজেক্ট নিয়েই ভাবছে।

প্রসঙ্গত এর আগেও ভারতীয় ফুটবলের বিশেষ করে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে তিনি তার ক্ষোভ, উষ্মা সরাসরি প্রকাশ করেছেন। ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে তিনি বলেন 'আমি যখন ভারতের কোচ (মে, ২০১৯) হওয়ার দায়িত্ব পাই তখন থেকেই নিশ্চিত ছিলাম ফুটবল খেলিয়ে দেশ হিসেবে ভারতের ভবিষ্যত রয়েছে। তবে জানতাম সামনের পথটা খুব কঠিন। আমি আশা করেছিলাম জাতীয় দলের উত্থানের স্বার্থে যোগদান করবে। তবে কয়েকজন 'পার্টি' মনোসংযোগ করেছিল তাদের ব্যক্তিগত প্রোজেক্টে। এটা খুব বিস্ময়কর।'

তিনি আরও যোগ করেন 'একমাত্র জাতীয় দলের পারফরম্যান্স দেশকে আরও বেশি উচ্চতায় নিয়ে যেতে পারে। আইএসএল নয়। ফুটবলের মরশুম দীর্ঘায়িত হওয়ার উচিত। আরও বেশি করে ফুটবলারদের ম্যাচ খেলা উচিত। কমপক্ষে ১০ মাসের ফুটবল খেলা উচিত। এক একজন ফুটবলারের ৫০টি করে ম্যাচ খেলা উচিত। সরকারের থেকেও অনেক কিছু আশা করেছিলাম। দলের হয়ে 'পিআইও'দের খেলতে না দেওয়া আমাকে বিকলাঙ্গ করে দিয়েছে। যখন অন্য সব দেশ সেই অনুমতি দিয়েছে। ভেবেছিলাম জাতীয় দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমাকে সবরকম সাহায্য করা হবে। কিন্তু দুঃখের বিষয় তা আমি পাইনি।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন