জোর ধাক্কা খেল বাংলার বিজয় হাজারে ট্রফি অভিযান। প্রথম ম্যাচে সার্ভিসেসকে ৭০ রানে পরাজিত করলেও পরের দু'টি ম্যাচে হেরে বসলেন অনুষ্টুপ মজুমদাররা।
দ্বিতীয় ম্যাচে চণ্ডীগড়ের কাছে ৫ উইকেটে পরাজিত হয় বাংলা। এবার তৃতীয় ম্যাচে সৌরাষ্টের কাছে ১৪৯ রানের বড় ব্যাবধানে বিধ্বস্ত হয় তারা।
সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে টস জিতে সৌরাষ্ট্রকে প্রথম ব্যাট করতে পাঠায় বাংলা। সৌরাষ্ট্র নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩২৪ রান তোলে। অর্পিত বাসবদা ৫৯ বলে ৯১, অভি ব্যারট ৯০ বলে ৮৩, প্রেরক মানকড় ৫৯ বলে ৫৯, চিরাগ জানি ৪০ বলে ৩৩ ও জয়দেব উনাদকাট ৯ বলে ১৩ রান করেন।
ইশান পোড়েল ৭১ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। ১টি করে উইকেট দখল করেন মুকেশ কুমার, আকাশ দীপ, শাহবাজ আহমেদ, অর্ণব নন্দী ও ঋত্ত্বিক চট্টোপাধ্যায়।
জবাবে ব্যাট করতে নেমে বাংলা ৩৭ ওভারে ১৭৫ রানে অল-আউট হয়ে যায়। অভিমন্যু ঈশ্বরন ৬১ বলে ৪৪ রান করেন। কাইফ আহমেদ করেন ৩৭ রান। এছাড়া শাহবাজ আহমেদ ২৭, অর্ণব ১৯, ঋত্ত্বিক রায়চৌধরি ১৮ রান করেন। উনাদকাট ৪৬ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট দখল করেন প্রেরক, ধর্মেন্দ্রসিং জাদেজা ও কমলেশ মকবনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।