মঙ্গলবারই বিসিসিআই সভাপতির চেয়ারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শেষ দিন। এই দিনেই নিজের দায়িত্ব বুঝে নেবেন ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার রজার বিনি। বিসিসিআই থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রস্থানের সিদ্ধান্ত আগেই হয়ে গিয়েছে। মঙ্গলবার অনুষ্ঠানিক ভাবে বিদায় জানানোর পালা । এ দিন বার্ষিক সাধারণ সভায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় বোর্ডের সভাপতির দায়িত্ব নেবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনি।
বিসিসিআই সভাপতির পদে মঙ্গলবারই সৌরভ গঙ্গোপাধ্যায়ের শেষ দিন হতে চলেছে। এই বৈঠকে আইসিসির চেয়ারম্যানের পদ নিয়েও আলোচনা হতে চলেছে। বিসিসিআই -এর নতুন পদাধিকারী নির্বাচন নিছক আনুষ্ঠানিকতায় পরিণত হওয়ায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন… ফর্মে ফিরে স্বস্তিতে ফিঞ্চ, দিলেন ভারত ম্যাচে হারের ব্যাখ্যা
এই বৈঠকে সদস্যরা আলোচনা করবেন যে বিসিসিআই তরফ থেকে আইসিসি চেয়ারম্যান পদের জন্য প্রার্থী দেওয়া হবে নাকি। এই বৈঠকেই ঠিক হবে বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলিকে সমর্থন করা হবে নাকি। আইসিসি চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ হল ২০ অক্টোবর। ১১ থেকে ১৩ নভেম্বর মেলবোর্নে আইসিসি বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিদায় নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। এখন দেখার বিষয় হবে আইসিসি চেয়ারম্যান পদে তার নাম বিবেচনা করা হয় কি না। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের নামও আলোচনায় উঠে আসছে।
বিসিসিআই সভাপতির বিষয়ে কথা বলতে গেলে, মঙ্গলবার রজার বিনি বোর্ডের এজিএম-এ সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল- অর্থাৎ সিএবি-র সভাপতি হিসাবে ফিরে আসতে চলেছেন। বিসিসিআই-এর অন্যান্য পদাধিকারীদের মধ্যে রয়েছেন সচিব জয় শাহ, আশিস শেলার (কোষাধ্যক্ষ), রাজীব শুক্ল (ভাইস প্রেসিডেন্ট) এবং দেবজিৎ সাইকিয়া (যুগ্ম সচিব)। বর্তমান কোষাধ্যক্ষ অরুণ ধুমাল আইপিএলের নতুন চেয়ারম্যান হবেন।
আরও পড়ুন… পরিশ্রমের ফল পাওয়া যাচ্ছে- ভারতকে জিতিয়ে ভক্তদের কী বার্তা দিলেন মহম্মদ শামি?
পিটিআই-এর খবর অনুযায়ী, আইসিসি বোর্ড সভায় জয় শাহ ভারতের প্রতিনিধিত্ব করা প্রায় নিশ্চিত। একই সময়ে, এজিএম এজেন্ডা অনুযায়ী, ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের দুই প্রতিনিধিকে বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হবে। দুই প্রতিনিধি আংশুমান গায়কওয়াড় এবং শান্ত রাঙ্গাস্বামীর স্থলাভিষিক্ত হবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।