বাংলা নিউজ > ময়দান > সৌরভ জানালেন, চ্যাপেলের ষড়যন্ত্রের শিকার হয়েও কীভাবে নিজেকে উদ্দীপ্ত রেখেছিলেন

সৌরভ জানালেন, চ্যাপেলের ষড়যন্ত্রের শিকার হয়েও কীভাবে নিজেকে উদ্দীপ্ত রেখেছিলেন

গ্রেগ চ্যাপেল ও সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি- রয়টার্স।

নিজেকে বুঝিয়েছিলেন মহারাজ, আক্রম, ম্যাকগ্রা, শোয়েবদের মুখোমুখি হয়ে রান করেছেন তিনি, কোচ নন।

বাদ পড়ে হতাশ হয়েছিলেন। তবে আত্মবিশ্বাস হারাননি। নিজেকে উদ্দীপ্ত রেখেছিলেন এই বলে যে, ওয়াসিম আক্রম, গ্লেন ম্যাকগ্রা, শোয়েব আখতারদের বিরুদ্ধে গত দশ বছর ধরে রান করেছেন তিনি, কোচ নন। সুতরাং সুযোগ পেলে আবার নিশ্চিতভাবেই সেটা করে দেখাতে পারবেন। বহুচর্চিত গ্রেগ চ্যাপেল বনাম সৌরভ গঙ্গোপাধ্যায় অধ্যায় নিয়ে এমনই তথ্য সামনে আনলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি নিজেই।

২০০৫ সালে চ্যাপেলের ষড়যন্ত্রের শিকার হয়ে ক্যাপ্টেন্সি খোয়ানো ও জাতীয় দল থেকে বাদ পড়া প্রসঙ্গে আগেও মুখ খুলেছেন সৌরভ। তাঁর টিম ইন্ডিয়ায় কামব্যাক কার্যত ভারতীয় ক্রিকেটের লোকগাথায় জায়গা করে নিয়েছে। বাদ পড়ে ফিরে আসার লড়াইয়ে বহু ক্রিকেটারই সৌরভের কামব্যাক থেকে প্ররণা খুঁজে নেন। সৌরভ এতদিনে জানালেন, কীভাবে নিজেকে হতদ্যম হতে দেননি এক মুহূর্তের জন্যও।

সৌরভ বলেন, ‘হ্যাঁ, বাদ পড়ে আমি ভীষণ হতাশ হয়েছিলাম। তবে এক মুহূর্তের জন্যও আমি আত্মিবশ্বাস হারাইনি। আমি জানতাম, সুযোগ পেলে আবার রান করে দেব। আমার কোচ কখনও ওয়াসিম, ম্যাকগ্রা, শোয়েবদের সামলায়নি। আমি খেলেছি এবং ওদের বিরুদ্ধে রান করেছি। যদি গত ১০ বছরে ওদের বিরুদ্ধে সফল হতে পারি, তবে সুযোগ পেলে আবার সেটা করে দেখাতে পারব।’

যদিও তাঁকে বাদ দেওয়ার পিছনে একা চ্যাপেল দায়ি ছিলেন বলে মনে করেন না সৌরভ। বরং গোটা সিস্টেমের সমর্থন ছাড়া কোনও বিদেশি কোচের পক্ষে ভারত অধিনায়ককে দল থেকে ছেঁটে ফেলা সম্ভব ছিল না বলে স্পষ্ট মত মহারাজের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি? হঠাৎ আসবে টাকা, চাকরি, ব্যবসায় উন্নতি! কুম্ভ সহ বহু রাশি লাকি মঙ্গল বুধ যুতিতে নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.