বাংলা নিউজ > ময়দান > দলের ক্রিকেটারদের জন্য সবার সঙ্গে লড়তে রাজি ছিলেন সৌরভ, দরাজ সার্টিফিকেট নেহরার

দলের ক্রিকেটারদের জন্য সবার সঙ্গে লড়তে রাজি ছিলেন সৌরভ, দরাজ সার্টিফিকেট নেহরার

নেহরা ও যুবরাজের সঙ্গে আলোচনায় সৌরভ। ছবি- এপি।

দাদার সামনে চ্যালেঞ্জ ছিল নতুন একটা দল তৈরির। ধোনি সেদিক থেকে একটা তৈরি দল হাতে পেয়েছেন। এমনটাই মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার।

দলের খেলোয়াড়দের বাঁচাতে সবার সঙ্গে লড়তে রাজি ছিলেন সৌরভ। দাদার ক্যাপ্টেন্সি কেরিয়ারের বিশেষত্ব নিয়ে এমনটাই মত আশীষ নেহরার।

টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার চোট-আঘাতে জর্জরিত কেরিয়ারে সৌরভ ও ধোনির নেতৃত্বেই সবথেকে বেশি সময় কাটিয়েছেন জাতীয় দলে। আর এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়ার সঙ্গে আলোচনা প্রসঙ্গে নেহরা জানান, তাঁর চোখে সৌরভ ও ধোনি, দুই অধিনায়কের পার্খক্য কোথায়।

নেহরা বলেন, ‘সব ক্যাপ্টেনেরই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে। মিডিয়ার কাছ থেকে একটা প্রশ্ন আমাকে বার বার শুনতে হয়েছে যে, সৌরভ না ধোনি, ভারতের সর্বকালের সেরা ক্যাপ্টেন কে? আমি বরাবরই বলি যে, ২০০০-এর আগেও ভারত ক্রিকেট খেলত এবং কপিল দেব, সুনীল গাভাসকর, বেঙ্কটরাঘবন, অজিত ওয়াদেকরের মতো ক্যাপ্টেনরা ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন।’

নেহরা আরও বলেন, ‘আমরা বর্তমান সময়ে বাঁচতে পছন্দ করি। ভুলে যাই অতীতে কী হয়েছিল। আপনি যদি মহিন্দর অমরনাথ বা মদন লালকে এই প্রশ্ন করেন, তবে তাঁরা কপিল দেব বা সুনীল গাভাসকরের নাম নেবেন। সানি ভাইকে জিজ্ঞাসা করলে তিনি বলবেন অজিদ ওয়াদেকর সেরা ক্যাপ্টেন। আমরা কেউ মহম্মদ আজহারউদ্দিনের কথা বলি না। অথচ আজহার তিনটি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে, যে কৃতিত্ব আর কারও নেই। সুতরাং সব প্রজন্ম আলাদা রকমের হয়।’ 

পরক্ষণেই সৌরভ সম্পর্কে নেহরা বলেন, ‘গাঙ্গুলির সামনে চ্যালেঞ্জ ছিল নতুন একটা দল তৈরির। ধোনি সেদিক থেকে একটা তৈরি দল হাতে পেয়েছে। তাছাড়া ধোনি গ্যারি কার্স্টেনের মতো একজন অসাধারণ কোচ পেয়েছিল। ধোনির চ্যালেঞ্জ ছিল দলে একসঙ্গে অনেক সিনিয়রকে সামলানোর। তবে সৌরভ ও ধোনি, দু’জনেই দলের ক্রিকেটারদের থেকে সেরাটা বার করে আনত।'

শেষে নেহরা বলেন, ‘দাদার সব থেকে ভালো দিক হল, ও কিছু ক্রিকেটারকে চিহ্নিত করেছিল, যাদের জন্য সবার সঙ্গে লড়তে রাজি ছিল ও। নির্বাচকদের সঙ্গে তো বটেই, এমনকি বোর্ড প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলত ক্রিকেটারদের সমর্থনের জন্য।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কোথায় বসছে আদৃত-কৌশাম্বির বিয়ের আসর? ঘুরে দেখুন রাজকীয় ভেনুর অন্দরমহল, খরচ কেমন? টাঙ্গাইল শাড়ি তুমি কার?‌ দু’‌দেশের মধ্যে রয়েছে দড়ি টানাটানি, জিআই তকমা বাংলাদেশে IPL-এ ২৫০ ম্যাচ খেলার মাইলস্টোন স্পর্শ করল বেঙ্গালুরু, ছুঁল মুম্বইয়ের অনন্য নজির নগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে জানুন ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল মঙ্গলদই লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য IPL 2024: ফের চারশো পার কোহলির, রায়না-ওয়ার্নারকে পিছনে ফেলে গড়ে ফেললেন নজির তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ‘হিজড়া’ বললেন কারামন্ত্রী অখিল গিরি করিমগঞ্জ লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য বীরভূমের বিজেপি প্রার্থী কোটিপতি, এক বছরেই তিন গুণ আয় বৃদ্ধি, দাবি হলফনামায় এপ্রিলে বেরোচ্ছে না উচ্চমাধ্যমিকের রেজাল্ট, তাহলে কবে? দেখতে পাবেন HT বাংলায়

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.