বাংলা নিউজ > ময়দান > সৌরভকে ভবিষ্যতের ICC প্রধান হিসেবে দেখছেন ব্রিটিশ কিংবদন্তি

সৌরভকে ভবিষ্যতের ICC প্রধান হিসেবে দেখছেন ব্রিটিশ কিংবদন্তি

বিসিসিআই সভাপতির চেয়ারে সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি- টুইটার।

BCCI-কে নেতৃত্ব দিতে হলে রাজনীতিতে দক্ষ হতে হবে বলে মনে করেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক।

সাফল্যের সঙ্গে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে কঠিন সময়ে ভারতীয় দলকে একজোট করেছেন সহজাত নেতৃত্বগুণে। খেলা ছাড়ার পর সচিব ও সভাপতি হিসেবে বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব সামলেছেন। এবার আরও একবার সংকটের সময় ভারতীয় ক্রিকেটের হাল ধরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার অবশ্য খেলোয়াড় হিসেবে নয়, বরং প্রশাসক হিসেবে।

বিসিসিআই সভাপতি হিসেবে নতুন ইনিংস শুরু করেছেন দারুণভাবে। দক্ষ প্রশাসক হওয়ার সব গুণই তাঁর মধ্যে রয়েছে। বিশেষ করে সৌরভের পরিমার্জিত রাজনৈতিক দক্ষতার জন্যই তাঁকে ভবিষ্যতের আইসিসি প্রধান হিসেবে বিবেচনা করছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ডেভিড গাওয়ার।

কিংবদন্তি ব্রিটিশ ক্রিকেটারের স্পষ্ট মত, ভবিষ্যতে কী হয়, কে বলতে পারে। যেভাবে বিসিসিআই সভাপতির কঠিন দায়িত্ব সামলাচ্ছেন শক্ত হাতে, তাতে আইসিসিকে নেতৃত্ব দেওয়ার যোগ্য ব্যক্তি হলেন সৌরভ।

গাওয়ার বলেন, ‘বিগত বছরগুলির অভিজ্ঞতা থেকে আমি একটা বিষয় শিখেছি যে, বিসিসিআই সভাপতি হতে গেলে অনেক অনেক বিষয়ে দক্ষ হতে হয়। যে রকম ভাবমূর্তি থাকা দরকার, সেটা সৌরভের আছে। ও শুরুটাও করেছে দারুণভাবে। তবে বিসিসিআই সভাপতিকে সবার আগে কুশলী রাজনীতিবিদ হতে হয়। কারণ তাঁকে লক্ষ লক্ষ বিষয় একসঙ্গে সামলাতে হয়।'

গাওয়ার আরও বলেন, ‘বিসিসিআই সভাপতিকে ক্রিকেটের প্রতি দায়বদ্ধ হতে হয়। কারণ ভারতে ক্রিকেট নিয়ে কোটি কোটি মানুষের উন্মাদনা দেখা যায়। এটাও সৌরভের মধ্যে রয়েছে। যে কঠিন কাজটা সামনে রেখে দায়িত্ব নিয়েছিল সৌরভ, তার শুরুটা মন্দ করেনি। সৌরভ সবার কথা শোনে, নিজের মতামত দেয়, আবার অতি ভদ্রতার সঙ্গে লাগাম টানতে পারে।’

ব্রিটিশ কিংবদন্তি শেষে বলেন, ‘সৌরভ মানুষ হিসেবে খুবই ভালো এবং ওর রাজনৈতিক দক্ষতাও রয়েছে। বিসিসিআই সভাপতির মতো ক্রিকেট প্রসাশনের সবথেক কঠিন কাজটা যখন যথাযথ সামলাচ্ছে, তখন কে বলতে পারে ভবিষ্যতে কী হয়। এটা অস্বীকার করা যাবে না যে, আইসিসিকে নেতৃত্ব দেওয়ার মতো সব দক্ষতাই সৌরভের রয়েছে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মৃত বাবার চাকরি হাতাতে ১০ বছরের ভাইকে খুন করল দিদি ‘রান পাচ্ছেন না,অধিনায়কত্ব ছেড়েছেন’, তবু বাবরকেই ট্রাম্প কার্ড মানছেন সৌদ শাকিল ‘বিদ্যা ও আমি তুতো বোন, আমাদের মাত্র ২বার ক্ষণিকের জন্য দেখা হয়েছে: প্রিয়ামণি রবিবাসরীয় সন্ধ্যায় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম T20-র লড়াই সূর্যদের, কোথায় দেখবেন? মালব্য রাজযোগে তুলা-সহ ৫ রাশির জীবন হবে সুন্দর, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল মমতার স্ট্র্যাটেজিতেই ট্রাম্পের হয়ে প্রচার মাস্কের! আমেরিকায় কাজে দেবে সেই কৌশল? ‘যা ইচ্ছে বলো,আম্পায়ারকে বুঝে নেব’! বিশ্বকাপ ফাইনালে স্লেজিংয়ের গল্প রোহিত গলায়… দশভূজার হাতে ১০ অস্ত্র, কোন অস্ত্র কে কেন দিয়েছিলেন মাকে? কী বলছে শাস্ত্র? অষ্টধাতু ব্যবহার করে প্রতিমা নির্মাণ ব্যারাকপুরে, তাক লাগালেন হাবড়ার শিল্পী সরকার নিরাপত্তার আশ্বাস দিলেও বাংলাদেশে অনেক পুজো বাতিল, ভয়ে উদ্যোক্তারা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.