বাংলা নিউজ > ময়দান > Sourav Ganguly: এক পয়সাও নেননি, মেয়র কাপ উদ্বোধনে বৃহস্পতিতে বাংলাদেশে যাচ্ছেন সৌরভ

Sourav Ganguly: এক পয়সাও নেননি, মেয়র কাপ উদ্বোধনে বৃহস্পতিতে বাংলাদেশে যাচ্ছেন সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায় (Hindustan Times)

বৃহস্পতিবার সকালের বিমানে সৌরভ বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছবেন। সদ্য ইংল্যান্ড সফরে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সকালেই তিনি পা রাখছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

শুভব্রত মুখার্জি: প্রাক্তন বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় পা রাখছেন বাংলাদেশের রাজধানী ঢাকাতে। বৃহস্পতিবারেই ঝটিকা ঢাকা সফরে যাচ্ছেন তিনি। প্রাক্তন ভারত অধিনায়ক একটি বেসরকারি ব্যাঙ্কের হয়ে প্রচার করতে বাংলাদেশে ফিরে যাচ্ছেন। তবে সৌরভ একা নন। তিনি ঢাকায় যাচ্ছেন সস্ত্রীক। তাঁর সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলিও।

বৃহস্পতিবার সকালের বিমানে সৌরভ বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছবেন। সদ্য ইংল্যান্ড সফরে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সকালেই তিনি পা রাখছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তারপর বাকি সময়টা হোটেলে বিশ্রাম নেবেন। এরপর বাংলাদেশের সময় সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ব্যাঙ্কের প্রচার অনুষ্ঠানে যোগ দেবেন।তার আগেই রাজধানী ঢাকার ওয়েস্ট ইন হোটেলে বাংলাদেশ সময় দুপুর বেলা তিনটেতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র কাপের উদ্বোধন করবেন। প্রসঙ্গত আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে এই মেয়র কাপ। এই টুর্নামেন্টে থাকছে ক্রিকেট, ফুটবল ও ভলিবল।

গুলশানে উত্তর সিটি কর্পোরেশন ভবনে এই উপলক্ষে আয়োজন‌ করা হয়েছিল এক সংবাদ সম্মেলনের। সেখানে সৌরভকে ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য কোনও টাকা নেবেন না তিনি সেটাও জানানো হয়েছে। মহৎ উদ্দেশ্যে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্ধোধনে সৌরভ গঙ্গোপাধ্যায় একটি পয়সাও না নেওয়ায় তাঁকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ঢাকার মেয়র। 

মেয়র কাপ মাদকের ব্যবহারের বিরুদ্ধে, ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য আয়োজন করা হচ্ছে। মাদকমুক্ত দেশ গড়তে এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে প্রচার চালানো হবে। বিশেষ করে নবীন প্রজন্মকে বার্তা দেওয়া হবে এর মধ্যে দিয়ে। ঢাকার মেয়র আতিকুর রহমান জানিয়েছেন 'ঢাকার সঙ্গে কলকাতার একটা আলাদা সম্পর্ক রয়েছে। সৌরভ নিজেও বহুবার এখানে এসে খেলেছেন। একটা আলাদা আত্মার যোগ রয়েছে এখানে। তাই সৌরভকে মেয়র কাপের উদ্বোধন করতে অনুরোধ করেছিলাম। ও একবারে রাজি হয়ে যাওয়ার ফলে ওকে আলাদা করে ধন্যবাদ জানাতেই হয়।' অনুষ্ঠান সেরে শুক্রবার ভারতে ফিরবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শেষ ওভারে কীভাবে DC-র দুই সেট ব্যাটারকে আটকান, ব্রহ্মাস্ত্রের রহস্য ফাঁস আবেশের আজ কারা সম্পর্কে বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে পারেন? দেখুন আজকের প্রেম রাশিফল RR-এর বিরুদ্ধে আউট হয়ে বিরক্তি চেপে রাখতে পারলেন না, পন্তের হতাশার ভিডিয়ো ভাইরাল বক্স অফিসেও 'কালা জাদু' করেছে শয়তান, তাঁকে আটকানো দায়! ২১ দিনের মাথায় ছবির আয় কত বাইডেন-ট্রাম্পের মামলায় নজর দিন, কেজরিকাণ্ডে নাক গলানো আমেরিকাকে 'পাঠ' বিজেপির 'বিষ দেওয়া হয়েছে', মুখতার আনসারির মৃত্যু নিয়ে বিস্ফোরক ছেলে, জরুরি বৈঠকে যোগী নরকিয়ার গতিকে তাচ্ছিল্য করে একই ওভারে অবলীলায় ২টি ছক্কা হাঁকালেন অশ্বিন-ভিডিয়ো ঝড়গ্রামের থেকে যখন শহরে আসেন তখন তিনি ক্লাস 5, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.