বাংলা নিউজ > ময়দান > Sourav Ganguly: 'সচিন, দ্রাবিড়, আজহারদের সঙ্গে কখনও প্রতিযোগিতা করিনি', মুখ খুললেন সৌরভ

Sourav Ganguly: 'সচিন, দ্রাবিড়, আজহারদের সঙ্গে কখনও প্রতিযোগিতা করিনি', মুখ খুললেন সৌরভ

ভারতীয় ক্রিকেটের চারমূর্তি। (ছবি সৌজন্যে টুইটার)

নেতা এবং অধিনায়কের মধ্যে কী তফাত আছে, তা বুঝিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে ক্রিকেটের আসল পরিবর্তন দেখেছি। আলাদা মানসিকতার অনেকে ছিলেন। আমি প্রথমেই বুঝে গিয়েছিলাম যে দলের মধ্যে প্রতিভার কোনও অভাব নেই।'

অধিনায়ক এবং নেতার মধ্যে তফাত আছে। অধিনায়ক মাঠে নেতৃত্ব প্রদান করেন। সেখানে একজন নেতা একটি দল গড়ে তোলেন। এমনই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই কারণেই সচিন তেন্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিনদের সঙ্গে কখনও প্রতিযোগিতা করেননি বলে জানালেন তিনি।

ইকোনমিকস টাইমস ইন্ডিয়ার লিডারশিপ কাউন্সিলের আয়োজিত একটি সভায় টাইস স্ট্র্যাটেজিক সলিউশনস লিমিটেডের দীপক লাম্বাকে সৌরভ বলেন, ‘অধিনায়ক এবং নেতার মধ্যে পার্থক্য আছে। অধিনায়ক হিসেবে সিনিয়র এবং তরুণদের কাছে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। আমার কাছে অধিনায়কত্ব হল মাঠে দলকে নেতৃত্ব দেওয়া। আমার কাছে নেতৃত্ব হচ্ছে, দল গড়ে তোলা। তাই সচিন, আজহার বা দ্রাবিড়ের সঙ্গে কাজ করেছি, তখন ওদের সঙ্গে প্রতিযোগিতা করিনি। পরিবর্তে আমি ওদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেছি এবং দায়িত্ব ভাগ করে নিয়েছি।’

আরও পড়ুন: IND vs SA: GT-কে IPL জিতিয়ে ভারতীয় দলের লিডারশিপ গ্রুপে সামিল হচ্ছেন হার্দিক?

সৌরভ জানান, এমন সব তারকাদের সঙ্গে খেলেছেন তিনি, যাঁরা যে কোনও সময় ভারতকে নেতৃত্ব প্রদান করতে পারতেন। তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে ক্রিকেটের আসল পরিবর্তন দেখেছি। আলাদা মানসিকতার অনেকে ছিলেন। আমি প্রথমেই বুঝে গিয়েছিলাম যে দলের মধ্যে প্রতিভার কোনও অভাব নেই।' সঙ্গে তিনি বলন, 'কিন্তু সঠিক সময় সুযোগ না পেলে সেই প্রতিভার কোনও দাম নেই। আমার অধীনে এমন কয়েকজন খেলেছিলেন, তাঁরা যে কোনও সময় অধিনায়ক হতে পারতেন। সেইসব মহান খেলোয়াড়দের সঙ্গ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি।'

বন্ধ করুন