বাংলা নিউজ > ময়দান > সৌরভ মানেই লড়াকু প্রত্যাবর্তন, CAB-তে সভাপতি পদে ফিরছেন মহারাজ, ২২শে মনোনয়ন জমা

সৌরভ মানেই লড়াকু প্রত্যাবর্তন, CAB-তে সভাপতি পদে ফিরছেন মহারাজ, ২২শে মনোনয়ন জমা

সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

শোনা যাচ্ছিল, সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সিএবি-র পরবর্তী সভাপতি হতে পারেন। তবে বোর্ড সভাপতির পদ থেকে সৌরভের অপসরণের খবর নিশ্চিত হতেই বদলে যায় যাবতীয় সমীকরণ।

বিসিসিআই-এ বড় ধাক্কা খেতে হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। কিন্তু তিনি তো হার মানার পাত্র নন। সৌরভ মানেই তো লড়াকু প্রত্যাবর্তন। ফের আরও এক বার কর্তা হিসেবে শূন্য থেকে শুরু করছেন। তিনি ফিরছেন সিএবি-তে। আসন্ন সিএবি-এ নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য লড়তে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২২ অক্টোবর তিনি জমা দেবেন মনোনয়নও।

শনিবার আনুষ্ঠানিক ভাবে এ কথা জানিয়ে দিয়েছেন বিসিসিআই-এর সদ্য প্রাক্তন হওয়া প্রেসিডেন্ট। বোর্ড থেকে বিদায় নিলেও ক্রিকেট প্রশাসন থেকে সরছে না সৌরভ। বরং নতুন চ্যালেঞ্জ শুরু তাঁর নতুন লড়াই।

আরও পড়ুন: দাদার বিরুদ্ধে কেউ সরব হননি, রাজনীতিরও যোগ নেই- আজব দাবি নতুন IPL চেয়ারম্যানের

এ দিন পিটিআই-কে সৌরভ বলেছেন, ‘হ্যাঁ, আমি নির্বাচনে লড়তে চলেছি। আগামী ২২ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছে রয়েছে। পাঁচ বছর আমি সিএবি-তে ছিলাম। লোধা কমিটির নিয়ম অনুযায়ী আরও চার বছর থাকতে পারব। ২০ তারিখের মধ্যে নিজের প্যানেল তৈরি করে ফেলতে পারব বলে আশা করছি।’

প্রসঙ্গত, সৌরভ এ দিন ইডেন গার্ডেন্সে সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ইদানীং যে কুৎসা রটনা করা হচ্ছে, তাঁর জবাব দিতেই নির্বাচনে লড়তে চলেছেন। সৌরভের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অভিষেক ডালমিয়াও।

শনিবার সিএবি-তে একটি ফটো সেশন ছিল। বিদায়ী অ্যাপেক্স কাউন্সিলের কর্তারা এবং বিভিন্ন আধিকারিকরা হাজির ছিলেন। সৌরভও এসেছিলেন। মাঠে বহুক্ষণ সিএবি-র বিদায়ী সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে কথা বলতে দেখা যায়। সিএবি-র বিভিন্ন কর্তাদের সঙ্গেও কথা বলেন। তার পরে সেখানে হাজির সংবাদমাধ্যমের সামনেও সিএবি-র নির্বাচনে লড়ার প্রসঙ্গ পরিষ্কার করে দেন।

আরও পড়ুন: তাঁর জায়গায় রজার বিনি, তবে ক্ষোভ নয়, বরং মজা করে বিষয়টি হাল্কা করলেন সৌরভ নিজেই

সৌরভ সিএবি-তে দাঁড়িয়ে বলেন, ‘কোনও রকম সমঝোতা নয়। নির্বাচনে লড়ব। আমার বিরুদ্ধে এত কুৎসা রটেছে, তাই নির্বাচনে লড়ছি।’

শোনা যাচ্ছিল, সৌরভের দাদা স্নেহাশিস সিএবি-র পরবর্তী সভাপতি হতে পারেন। তবে বোর্ড সভাপতির পদ থেকে সৌরভ সরে যাবেন, এই খবর নিশ্চিত হতেই সব সমীকরণ বদলে যায়। জল্পনা চলছিল, সৌরভ সিএবি সভাপতি হিসাবে ক্রিকেট প্রশাসনে ফিরতে পারেন। সেই জল্পনাই সত্যি হতে চলেছে।

২০১৫ সালে সৌরভ সিএবি-র প্রেসিডেন্ট হয়েছিলেন। তবে সে বার নির্বাচনে লড়তে হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মনোনীত হয়ে সিএবিতে পা দিয়েছিলেন মহারাজ। এ বারের পরিস্থিতি কিন্তু তেমন নয়, খুব ভালো করেই জানেন সৌরভ। তবুও নাছোড় মনোভাব নিয়েই ক্রিকেট প্রশাসনে টিকে থাকার লড়াইয়ে নামছেন তিনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.