বিশ্বের সব থেকে ধনী ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ। তার থেকেও বড় কথা দাদা এখনও আদ্যন্ত পেশাদার। তাঁর ব্র্যান্ড ভ্যালু নিতান্ত কম নয়। এহেন সৌরভ গঙ্গোপাধ্যায় লেজেন্ডস লিগের বিশেষ ম্যাচে মাঠে নামার জন্য কত টাকা নেবেন, ক্রিকেটপ্রেমীদের মধ্যে তা জানার আগ্রহ থাকা স্বাভাবিক। তবে টাকার অঙ্কটা শুনলে চমকে যাবেন নিশ্চিত।
লেজেন্ডস লিগ ক্রিকেট টুর্নামেন্ট শুরুর আগের দিন অর্থাৎ আগামী ১৬ সেপ্টেম্বর স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ ম্যাচ আয়োজিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচেই বাংলার মহারাজ নেতৃত্ব দেবেন ইন্ডিয়া মাহারাজাস দলকে। সৌরভ ঘরের মাঠে সেই ম্যাচ খেলার জন্য এক পয়সাও নেবেন না। সামনে এল এমনই চমকপ্রদ তথ্য। লেজেন্ডস লিগ ক্রিকেটের সিইও রমন রাহেজা এমনটাই জানিয়েছেন।
ইন্ডিয়া মহারাজাসের বিরুদ্ধে এই বিশেষ ম্যাচটিতে মাঠে নামবে ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন ওয়ার্ল্ড জায়ান্টস দল। সৌরভের নেতৃত্বে এই ম্যাচে খেলতে নামবেন বীরেন্দ্র সেহওয়াগ, মহম্মদ কাইফ, ইউসুফ পাঠান, এস বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল, এস শ্রীসন্ত, হরভজন সিংয়ের মতো তারকার। মাঠে নামবেন বাংলার অশোক দিন্দাও।
ইন্ডিয়া মহারাজাস স্কোয়াড: সৌরভ গঙ্গোপাধ্যায় (ক্যাপ্টেন), বীরেন্দ্র সেহওয়াগ, মহম্মদ কাইফ, ইউসুফ পাঠান, এস বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল, এস শ্রীসন্ত, হরভজন সিং, নমন ওঝা, অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং ও যোগিন্দর শর্মা।
ওয়ার্ল্ড জায়ান্টস স্কোয়াড: ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), লেন্ডন সিমন্স, শেন ওয়াটসন, জ্যাক কালিস, ড্যানিয়েল ভেত্তোরি, ম্যাট প্রায়র, জন্টি রোডস, মুথাইয়া মুরলিধরন, ডেল স্টেইন, হ্যামিলটন মাসাকদজা, মাশরাফি মোর্তাজা, আসগর আফগান, মিচেল জনসন, ব্রেট লি, কেভিন ও'ব্রায়েন ও দীনেশ রামদিন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।