বাংলা নিউজ > ময়দান > সৌরভ-সচিন থেকে বিরাট-ধাওয়ান, মিলখা সিংকে বাইশ গজের শ্রদ্ধার্ঘ্য

সৌরভ-সচিন থেকে বিরাট-ধাওয়ান, মিলখা সিংকে বাইশ গজের শ্রদ্ধার্ঘ্য

দিল্লির এক অনুষ্ঠানে মিলখা সিং (ছবি: পিটিআই)  (PTI)

ভারতের কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিংয়ের জীবনাবসানের পরে শোকস্তব্ধ ভারতের ক্রীড়ামহল। শোকের ছায়া নেমে এসেছে বাইশ গজেও।

ভারতের কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিংয়ের জীবনাবসানের পরে শোকস্তব্ধ ভারতের ক্রীড়ামহল। শোকের ছায়া নেমে এসেছে বাইশ গজেও। মিলখা সিং-এর জীবনাবসানের পরে সচিন তেন্ডুলকর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় সকলেই শোকজ্ঞাপন করলেন। নিজেদের টুইটারে মিলখা সিং-এর পুরানো ভিডিও পোস্ট করে মিলখা সিং সম্বন্ধে মনের কথা লিখলেন বীরেন্দ্র সেহওয়াগ। অতীত থেকে বর্তমান বাইশ গজের তারকারা সোশ্যাল মিডিয়াতে মিলখা সিং-কে নিজেদের মতো করেই শ্রদ্ধার্ঘ্য জানালেন।

মিলখা সিং-এর জীবনাবসানে যে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে কত বড় ক্ষতি সেটা নিজের টুইটারে  ব্যাখ্যা করার চেষ্টা করেন সচিন তেন্ডুলকর।

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মিলখা সিং-এর মৃত্যুতে নিজের শোকজ্ঞাপন করনে। তরুণ প্রজন্মের অ্যাথলিট হয়ে ওঠার স্বপ্নের নাম যে মিলখা সিং সেটাই ব্যাখ্যা করেন মহারাজ।

মিলখা সিং-এর পুরানো ভিডিও পোস্ট করে ফ্লাইং শিখকে নিয়ে লেখেন ভারতের অলরাউন্ডার বীরেন্দ্র সেহওয়াগ। তিনি জানান মিলখা সিং শরীর থেকে মারা গেলেও তাঁর নাম আজীবন জীবিত থাকবে।

ভারতের কোচ রবি শাস্ত্রী থেকে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও শিখর ধাওয়ান ভারতের কিংবদন্তি অ্যাথলিটের মৃত্যতে শোকজ্ঞাপন করেন। ধাওয়ানের পাশাপাশি শ্রেয়স আইয়ার, নভদীপ সাইনিও শোকজ্ঞাপন করেন।

অনিল কুম্বলে, হরভজন সিং, গৌতম গম্ভীর, প্রজ্ঞান ওঝারাও নিজেদের টুইটারে শোকজ্ঞাপনজানান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন