বাংলা নিউজ > ময়দান > সৌরভ-সচিনদের স্বস্তি! সঞ্জীব গুপ্তার করা ২১টি স্বার্থের সঙ্ঘাতের মামলা প্রত্যাহার

সৌরভ-সচিনদের স্বস্তি! সঞ্জীব গুপ্তার করা ২১টি স্বার্থের সঙ্ঘাতের মামলা প্রত্যাহার

সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায় (ছবি-এএনআই) (ANI Picture Service)

ভারতীয় ক্রিকেটের বহু তারকার বিরুদ্ধে স্বার্থের সঙ্ঘাতের অভিযোগ করেছিলেন তিনি। কখনও সৌরভ গঙ্গোপাধ্যায়, কখনও সচিন তেন্ডুলকর। এমনকি বিরাট কোহলি বা মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধেও স্বার্থের সঙ্ঘাতের মামলা করেছেন সঞ্জীব গুপ্তা।

আর লড়াই চালিয়ে যেতে পারব না, সৌরভ-সচিন-কোহলি-ধোনিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন সঞ্জীব গুপ্তা। তাঁর করা ২১টি স্বার্থের সঙ্ঘাতের মামলা তিনি তুলে নিলেন। মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার প্রাক্তন সদস্য সঞ্জীব গুপ্তা গত কয়েক বছর ধরেই ভারতীয় ক্রিকেটে জনপ্রিয় একটা নাম। তিনি খুব একটা বড় কোনও কর্তা নন, কিন্তু তাঁর কাজ তাঁকে শিরোনামে জায়গা করে দিয়েছে। ভারতীয় ক্রিকেটের বহু তারকার বিরুদ্ধে স্বার্থের সঙ্ঘাতের অভিযোগ করেছিলেন তিনি। কখনও সৌরভ গঙ্গোপাধ্যায়, কখনও সচিন তেন্ডুলকর। এমনকি বিরাট কোহলি বা মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধেও স্বার্থের সঙ্ঘাতের মামলা করেছেন সঞ্জীব গুপ্তা।

আরও পড়ুন… পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই ‘বন্ধু এবি’-র শুভেচ্ছা বার্তা পেলেন কোহলি

বোর্ডের এথিক্স অফিসার বিনীত সরণকে ই-মেল করে একের পর এক একাধিক অভিযোগ জানিয়েছেন সঞ্জীব গুপ্তা। তবে আচমকাই নিজের‘স্বাস্থ্য এবং জীবনের নিরাপত্তা’র দোহাই দিয়ে নিজের করা যাবতীয় অভিযোগ তুলে নিলেন তিনি। প্রসঙ্গত,ভারতীয় ক্রিকেটে লোধা সংস্কারের পর সবার আগে সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণের বিরুদ্ধে স্বার্থের সঙ্ঘাতের অভিযোগ করেছিলেন তিনি। এরপর একে একে বিভিন্ন প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারের বিরুদ্ধে স্বার্থের সঙ্ঘাতের মামলা করেছিলেন সঞ্জীব গুপ্তা। এভাবেই তিনি খবরের শিরোনামে থাকতেন।

আরও পড়ুন… ‘আমি তাঁকে বলতে চাই...’ ভারত-পাকিস্তান ম্যাচের আগে কোহলিকে কপিলের বিরাট বার্তা

তাঁর করা স্বার্থের সঙ্ঘাত বার বার সমস্যায় ফেলেছে বিভিন্ন তারকাকে। দিন দুয়েক আগে বোর্ডের এথিক্স অফিসার বিনীত সরণকে ই-মেল করে নিজের দায়ের করা ২১টি মামলা প্রত্যাহার করার অনুরোধ করেছেন সঞ্জীব গুপ্তা। সম্প্রতি তিনি আঙুল তুলেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের মালিক নীতা অম্বানির দিকে। সঞ্জীব গুপ্তা অভিযোগ করে ছিলেন, একাধারে যেমন নীতার সংস্থা রিলায়েন্স মুম্বই ইন্ডিয়ান্সের মালিক, তেমনই তাঁদের একটি চ্যানেল বোর্ডের সঙ্গে আইপিএল সম্প্রচার স্বত্বের ব্যাপারে চুক্তি করেছে। ফলে স্বার্থের সঙ্ঘাত হচ্ছে।

আরও পড়ুন… করোনা মুক্ত রাহুল দ্রাবিড়, IND vs PAK ম্যাচের আগে দলে ফিরছেন রোহিতদের হেড স্যার

এরপরে তিনি জানানগত ২০ অগস্ট তাঁর সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছে,যাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সঞ্জীবের দাবি,স্বার্থের সঙ্ঘাতের অভিযোগ আনার পর থেকেই অপমান,হুমকি, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছেন তিনি। গত সাড়ে ছ’বছর ধরে নিঃস্বার্থ ভাবে ভারতীয় ক্রিকেটকে বিতর্কমুক্ত করার যে চেষ্টা করে চলেছিলেন তিনি। সঞ্জীব গুপ্তা জানান তিনি আর এই লড়াই চালিয়ে যেতে পারবেন না।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন