বাংলা নিউজ > ময়দান > বুমরাহর পরে T20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আরও এক তারকা ক্রিকেটার, আঙুল ভেঙে মাঠের বাইরে দক্ষিণ আফ্রিকার অল-রাউন্ডার

বুমরাহর পরে T20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আরও এক তারকা ক্রিকেটার, আঙুল ভেঙে মাঠের বাইরে দক্ষিণ আফ্রিকার অল-রাউন্ডার

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্রোটিয়া তারকা। ছবি- গেটি।

Dwaine Pretorius ruled out of T20 World Cup: চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজেও মাঠে নামতে পারবেন না তারকা অল-রাউন্ডার।

জোর ধাক্কা লাগল দক্ষিণ আফ্রিকা শিবিরে। ভারতের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজ থেকে তো বটেই, চোটের জন্য আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন প্রোটিয়া অল-রাউন্ডার ডোয়েন প্রিটোরিয়াস। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে তারকা ক্রিকেটারের দু'টি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়। পরে আইসিসিও সোশ্যাল মিডিয়ার বিজ্ঞপ্তিতে প্রিটোরিয়াসের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবর জানায়।

প্রোটিয়া বোর্ডের তরফে প্রিটোরিয়াসের মাঠের বাইরে চলে যাওয়ার কারণও জানানো হয়েছে। তারকা অল-রাউন্ডারের বাঁ-হাতের বুড়ো আঙুলের হাড় ভেঙেছে। সেকারণেই মাঠে নামতে পারবেন না তিনি।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন

ইন্দোরে ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচের সময় আঙুলে চোট পান প্রিটোরিয়াস। পরে জানা যায় যে, তাঁর আঙুল ভেঙেছে। প্রিটোরিয়াসের বদলে দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে স্কোয়াডে ঢুকে পড়েছেন মারকো জানসেন। তিনি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার রিজার্ভ ক্রিকেটারদের তালিকায় রয়েছেন। বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এখনই প্রিটোরিয়াসের পরিবর্ত ঘোষণা না করলেও দৌড়ে এগিয়ে রয়েছেন জানসেনই।

আরও পড়ুন:- Viral Video: ক্রিকেটের ইতিহাসের সেরা শট! মায়ের্সের অবিশ্বাস্য ছক্কায় মজে গম্ভীররা

এই নিয়ে দক্ষিণ আফ্রিকার দু'জন প্রথম সারির ক্রিকেটার চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন। এর আগে চোটের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন রাসি ভ্যান ডার দাসেন।

প্রিটোরিয়াসের ছিটকে যাওয়া নিঃসন্দেহে দক্ষিণ আফ্রিকা শিবিরের বড় ক্ষতি। কেননা বরাবর বড় মঞ্চে নিজেকে মেলে ধরার প্রবণতা দেখা যায় তাঁর মধ্যে। গত টি-২০ বিশ্বকাপে প্রিটোরিয়াস দক্ষিণ আফ্রিকার যুগ্ম সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন।

বন্ধ করুন