বাংলা নিউজ > ময়দান > সচিনদের হারিয়ে হাওয়ায় ওড়া পিটারসেনদের মাটিতে নামালেন জন্টিরা

সচিনদের হারিয়ে হাওয়ায় ওড়া পিটারসেনদের মাটিতে নামালেন জন্টিরা

সতীর্থদের উদ্দীপ্ত করছেন জন্টি। ছবি- টুইটার।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ইংল্যান্ড লেজেন্ডসকে পরাজিত করেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তিরা।

ভারতকে হারিয়ে কার্যত হাওয়ায় উড়ছিলেন কেভিন পিটারসেনরা। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে পরের ম্যাচেই ইংল্যান্ড লেজেন্ডসকে পরাজিত করে মাটিতে নামালেন জন্টি রোডসরা।

সচিনদের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬ রানের উত্তেজক জয় তুলে নেয় ইংল্যান্ড লেজেন্ডস। নিজেদের তৃতীয় ম্যাচে পিটারসেনরা সাউথ আফ্রিকা লেজেন্ডসের মুখোমুখি হয়। রায়পুরে ইংল্যান্ডের প্রাক্তনীদের ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেন প্রোটিয়ারা।

প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ১৮.১ ওভারে ১২১ রানে অল-আউট হয়ে যায়। কেভিন পিটারসেন ১২ বলে ২১ রান করেন। তিনি ৫টি চার মারেন। এছাড়া ড্যারেন ম্যাডি ২৫, ক্রিস ট্রেমলেট ২৩, ক্রিস শোফিল্ড ১২ ও উসমান আফজল ১০ রান করেন।

থানডি শাবালালা ২৬ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন মাখায়া এনতিনি ও ডি'ব্রুইন। ১টি করে উইকেট নেন গার্নেট, রজার ও অ্যালভারো পিটারসেন।

জবাবে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা লেজেন্ডস ১৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১২৫ রান তুলে ম্যাচ জিতে যায়। অ্যান্ড্রু পুটিক ২৩, মর্নি ভ্যান উইক ৪৬, অ্যালভারো পিটারসেন অপরাজিত ৩১ ও জন্টি রোডস অপরাজিত ১৭ রান করেন। ম্যাচের সেরা হয়েছেন শাবালালা।

বন্ধ করুন