
South Africa vs Sri Lanka: ভালো শুরু করেও দক্ষিণ আফ্রিকায় টেস্টে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা
১ মিনিটে পড়ুন . Updated: 07 Jan 2021, 07:00 AM IST- মাত্র আড়াই দিনেই শেষ ম্যাচ।
শুভব্রত মুখার্জি
সুপারস্পোর্টস পার্ক সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে ভালো খেলার পরেও দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতার ফলে প্রথম টেস্টে হেরে সিরিজে ১-০ পিছিয়ে পড়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে প্রত্যাবর্তনের আশা থাকলেও লজ্জাজনক হারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে হোয়াইটওয়াশ হল লঙ্কা বাহিনী।
মাত্র আড়াই দিনেই জোহানসবার্গ টেস্টের ফলাফল এসে গেল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে নতুন বছরটা শুরু করল প্রোটিয়া বাহিনী। দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কা হারল ১০ উইকেটে। জয়ের জন্য ৬৭ রান তাড়া করতে নেমেছিলেন ডিন এলগার এবং এডেন মারকাম। মাত্র ১৩.২ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেন তাঁরা। ম্যাচের সেরা হয়েছেন হয়েছেন এলগার।
দ্বিতীয় দিনের শেষেই শ্রীলঙ্কার জন্য দেওয়াল লিখনটা স্পষ্ট হয়ে গিয়েছিল। লুঙ্গি এনগিডি, এনরিখ নোখিয়া এবং লুথো সিপামলার আগুনে গতির বিরুদ্ধে একাই লড়াই করছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুণারত্নে। তিনি আউট হন ১০৩ রান করে। ১২৮ বলের ইনিংসে মারেন ১৯টি চার। নিরশান ডিকওয়েলা ৩৬ রান করেন। ৫৬.২ ওভারে ২১১ রানে অলআউট হয়ে যায় তারা। এনগিডি চার এবং সিপামলা তিন উইকেট নেন।