১-২ টেস্ট সিরিজ হারার পরে একদিনের সিরিজেও হারল টিম ইন্ডিয়া। সমালোচনার মুখে কেএল রাহুলের নেতৃত্ব। ডু অর ডাই ম্যাচে ৭ উইকেটে হারল ভারত। ভারতের অধিনায়ক নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হলেন। ব্যর্থ ভারতীয় বোলাররা। সিরিজ এখন ২-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
৭ উইকেটে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা
১১ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা। এই জয়ের পাশাপাশি এক ম্যাচ বাকি থাকতেই সিরিজও পকেটে তুলল বাভুমা অ্যান্ড কোম্পানি।
দক্ষিণ আফ্রিকাকে জিততে ৩০ বলে ১৬ করতে হবে রান
ভারতের বোলিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল। ভারতীয় দলের স্পিনারদের নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উইকেট পাচ্ছেনা ভারতীয় শীর্ষস্থানের বোলাররা। কেন এমন হচ্ছে? প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।
৪২ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ২৫৩/৩
রাসি ভ্যান ডার ডুসেন ও মার্করাম ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন। বাভুমা ও মালান আউট হয়ে যাওয়ার পরে উইকেট ধরে রেখে খেলছেন দুই প্রোটিয়া ব্যাটার। বুদ্ধিমানের মতো ইনিংস খেলছেন দুই তারকা ব্যাটার। ম্যাচ জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ৪৮ বলে ৩৫ রান। ভারতকে নিতে হবে ৭টি উইকেট।
৩৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ২১৭/৩
জিততে হলে ৭৮ বলে ৭১ রান করতে হবে দক্ষিণ আফ্রিকাকে। ভারতকে আর সাতটি উইকেট তুলতে হবে। বাভুমা ও মালান আউট হওয়ার পরে ম্যাচের গতি বদলেছে।
তৃতীয় উইকেটের পতন
বাভুমাকে আউট করলেন যুজবেন্দ্র চাহাল। ৩৫.৪ ওভারে বাভুমাকে সাজঘরে ফেরালেন চাহাল। কট অ্যান্ড বোল্ড করলেন যুজবেন্দ্র। বাভুমা ৩৬ বলে করেছেন ৩৫ রান।
দ্বিতীয় উইকেটের পতন
ব্যাক্তিগত ৯১ রান করে সাজঘরে ফিরলেন মালান। বোল্ড করলেন জসপ্রীত বুমরাহ। দক্ষিণ আফ্রিকার স্কোর ২২১/২
৩১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ১৮৭/১
ভারতীয় বোলারদের সামনে কঠিন হয়ে দাঁড়িয়েছেন মালান। ৯৫ বলে ৭৯ রান করেছেন তিনি। মালানের সঙ্গে বাভুমাও রানের ছন্দে ফিরছেন। ম্যাচ জিততে হলে ১৯ ওভারে ১০১ রান করতে হবে দক্ষিণ আফ্রিকাকে। ভারতকে জিততে হলে ৯টি উইকেট ফেলতে হবে।
২৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ১৬০/১
ডি'কক আউট হয়ে যাওয়ার পরে দলের হাল ধরেছেন মালান। অধিনায়ক বাভুমাকে সঙ্গে নিয়ে রানের লক্ষ্যে পৌঁছাতে চাইছে দক্ষিণ আফ্রিকা।
ডি'কক আউট
শার্দুল ঠাকুর LBW করলেন ডি'ককে। দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটের পতন। ৬৬ বলে ৭৮ রান করে আউট হলেন ডি'কক।
অর্ধশতরান করলেন মালান
ডি'ককের পরে এবার মালান অর্ধশতরান করলেন। ৬৬ বলে ৫০ রান করলেন মালান। এই মুহূর্তে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
২১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ১২৮/০
দক্ষিণ আফ্রিকাকে জিততে হলে বাকি ২৯ ওভারে করতে হবে ১৬০ রান। প্রোটিয়াদের হাতে রয়েছে ১০ উইকেট। ডি'কক ৭৫ রানে অপরাজিত রয়েছেন, মালান খেলছেন ৪৫ রানে।
১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ৯৩/০
১৫ ওভারের পেরও দক্ষিণ আফ্রিকার উইকেট নিতে পারল না টিম ইন্ডিয়ার বোলাররা। উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ৯৩ রান তুলল দক্ষিণ আফ্রিকা। বর্তমানে চালকের আসনে প্রোটিয়া ব্যাটাররা।
অর্ধশতরান করলেন ডি'কক
ভারতের বিরুদ্ধে দুরন্ত অর্ধশতরান করলেন কুইন্টন ডি'কক। মাত্র ৩৭ বলে ৫০ রান করলেন তিনি। এদিনের ইনিংসে ৬টি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ৬৬/০
পাওয়ার প্লে শেষ। আর চার করলেই অর্ধশতরান পূরণ করবেন ডি'কক। দুরন্ত ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন মালান ও ডি'কক।
ডি'কককে আউট করার সুযোগ নষ্ট করলেন পন্ত
৭.১ ওভারে ডি'ককের সহজ স্টাম্পিং মিস করলেন ঋষভ পন্ত। অশ্বিনের বলে ডি'কককে আউট করার সুযোগ পেয়েছিলন পন্ত। কিন্তু উইকেটের পিছনে বল ধরতে পারলেন না তিনি। ফলে প্রথম উইকেট ফেলতে ব্যর্থ হল টিম ইন্ডিয়া।
৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ৩৮/০
ডি'ককের দুরন্ত ব্যাটিং-এর কারণে ৬ ওভারেই ৩৮ রান করল দক্ষিণ আফ্রিকা। মালান করলেন ৬ রান। ডি'ককের সংগ্রহ ৩১
প্রথম ওভারে ৭ রান দিলেন বুমরাহ
দিনের শুরুটা ভালো করলেন প্রোটিয়া ব্যাটাররা। মালান করলেন ২ রান, ডি'ককের সংগ্রহ ৬ রান।
পরীক্ষার সামনে ভারতীয় বোলাররা
মালান ও ডি'কক দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরু করবেন। তাদের সামনে লক্ষ্য ২৮৮। ভারতীয় বোলিং-এর শুরু করলেন বুমরাহ। ভারতীয় বোলাররা নিজেদের কাজে সফল হয়েছেন, এখন দেখার ভারতীয় বোলররা কী করেন?
৫০ ওভার শেষে ভারতের রান ২৮৭/৬
দক্ষিণ আফ্রিকার সামনে রানের লক্ষ্যমাত্রা তৈরি করল কেএল রাহুলের ভারত। ভারতের বোলাররা বড় পরীক্ষার সামনে দাঁড়িয়ে। অশ্বিন ও শার্দুলের জুটিতে ২৮৭ রানের লক্ষ্যে পোঁছাল ভারত।
৪৫ ওভার শেষে ভারতের রান ২৪৫/৬
শেষ পাঁচ ওভারে খেলা কোন পথে যাবে। ক্রিজে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও শার্দুল ঠাকুর। ২৯ বলে ২৯ রান করেছেন শার্দুল ঠাকুর।
আউট হলেন বেঙ্কটেশ আইয়ার
স্টাম্পড আউট হলেন বেঙ্কটেশ আইয়ার। ডি'ককের দুরন্ত স্ট্যাম্পিং-এর কারণে ২২ রান করে সাজঘরে ফিরে গেলেন বেঙ্কটেশ আইয়ার। দলের রান ২৩৯/৬।
৪০ ওভার শেষে ভারতের রান ২১৭/৫
বাকি দশ ওভারে কত রান করবে টিম ইন্ডিয়া? হাতে রয়েছে মাত্র পাঁচটি উইকেট। ক্রিজে রয়েছেন বেঙ্কটেশ আইয়ার ও শার্দুল ঠাকুর। বিশেষজ্ঞদের মতে ২৭৫ রান করতেই হবে। বড় পরীক্ষার সামনে কলকাতা নাইট রাইডার্সের বেঙ্কটেশ আইয়ার।
ভারতের পঞ্চম উইকেটের পতন
তাবরেজ শামসির বলে LBW হলেন শেরয়স আইয়ার। ১৪ বলে ১১ রান করলেন শ্রেয়স। দলের রান ২০৭/৫। ৩৫.৬ ওভারে বেঙ্কটেশ আইয়ার মাগালার বলে ছক্কা হাঁকিয়ে দলের ২০০ রানের গণ্ডি টপকে ছিল ভারত। তারপরেই আুট হলেন শ্রেয়স।
৩৫ ওভারের শেষে ভারতের রান ১৯১/৪
কেএল রাহুল ও ঋষভ পন্ত পরপর আউট হয়ে যাওয়ার পরে, দলের হাল এখন শ্রেয়স আইয়ার ও বেঙ্কটেশ আইয়ারের হাতে। কঠিন পরীক্ষার সামনে দুই তরুণ ক্রিকেটার।
শামসির বলে আউট হলেন পন্ত
কেএল রাহুলের পরেই আউট হলেন ঋষভ পন্ত। শামসির বলে মার্করামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান পন্ত। ঋষভের সংগ্রহ ৭১ বলে ৮৫ রান। ১৮৩ রানের মাথায় ভারতের চতুর্থ উইকেটের পতন হল।
আউট হলেন কেএল রাহুল
৩১.১ ওভারে মাগালার বলে রাসি ভ্যান ডার ডুসেনের হাতে ক্যাচ দিয়ে এদিন নিজের ইনিংসের সমাপ্তি করলেন কেএল রাহুল। ৭৯ বলে ৫৫ রান করেন ভারতের অধিনায়ক। ভারতের রান ১৭৯/৩।
৩০ ওভারের শেষে ভারতের রান ১৭১/২
বড় রানের ইনিংস তৈরি করছেন পন্ত ও রাহুল। ৩০ ওভারের শেষে ভারতের রান দুই উইকেটের বিনিময়ে ১৭১। পন্ত ৬২ বলে করেছেন ৮২ রান এবং কেএল রাহুল করেছেন ৭৬ বলে ৫৩ রান।
অর্ধশতরান পূরণ করলেন কেএল রাহুল
৯৫ বলে ১০০ রানের পার্টনারশিপ করল কেএল রাহুল ও ঋষভ পন্ত। এরমাঝেই নিজের অর্ধশতরান পূরণ করলেন কেএল রাহুল। ৭১ বলে ৫০ রান করলেন ভারতীয় অধিনয়াক। ভারতের সংগ্রহ ২৯ ওভারে ১৬৭/২ রান।
ম্যাচে তৃতীয়বার বাঁচলেন কেএল রাহুল
২৬.২ ওভারে ফের জীবন দান পেলেন কেএল রাহুল। ম্যাচে তৃতীয়বার জীবন দান পেলেন ভারতের অধিনায়ক। রাহুলের ক্যাচ ফেললেন মার্করাম।
২৫ ওভারের শেষে ভারতের রান ১৪১/২
ইনিংসের হাল ধরেছেন ভারতের দুই ব্যাটার ঋষভ পন্ত ও কেএল রাহুল। পন্ত নিজের অর্ধশতরান পূরণ করেছেন। রাহুল ৪৫ রানে ক্রিজে রয়েছেন।
অর্ধশতরান পূরণ করলেন পন্ত
৪৩ বলে ৫০ রান করলেন ঋষভ পন্ত। নিজের এদিনের ইনিংসে ছয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকালেন পন্ত।
শামসির প্রথম ওভারে তিনটি চার হাঁকালেন পন্ত
শামসির প্রথম ওভারে আক্রমণ করলেন পন্ত। চলতি ম্যাচে শামসির প্রথম ওভারেই ১৪ রান নিল টিম ইন্ডিয়া। তিনটি চার হাঁকালেন পন্ত।
২০ ওভারের শেষে ভারতের রান ১০৮/২
ব্যাটের হাল ধরেছেন ঋষভ পন্ত ও কেএল রাহুল। ধীরে ধীরে রানের গতি এগিয়ে নিয়ে যাচ্ছেন দুই ভারতীয় ক্রিকেটার। এরসঙ্গে দলের রান ১০০ টপকেছে।
১৬ ওভারের শেষে ভারতের রান ৭২/২
প্রথম দশ ওভারে দারুণ ছন্দে ছিল টিম ইন্ডিয়া। কিন্তু শেষ ৬ ওভারে কেএল রাহুলদের উপর চাপ তৈরি করেছে দক্ষিণ আফ্রিকা। শেষ ছয় ওভারের মধ্যে ২টি উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া।
ফের বাঁচলেন কেএল রাহুল
১৪.৬ বলে কেএল রাহুলকে সহজ রান আউট করার সুযোগ পেয়েছিলেন প্রোটিয়া ক্রিকেটাররা। কিন্তু ব্যর্থ হলেন তাঁরা। ফলে জীবন দান পেলেন রাহুল।
ব্যাক্তিগত শূন্য রানে আউট হলেন বিরাট কোহলি
কেশব মহারাজার বলে খারাপ ব্যাটিং করে বাভুমার হাতে ক্যাচ দিয়ে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরলেন বিরাট কোহলি। চাপে টিম ইন্ডিয়া। ৬৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়েছে ভারত।
ভারতের প্রথম উইকেটের পতন
সুইপ খেলতে গিয়ে আউট হলেন শিখর ধাওয়ান। মার্করামের বলে মাগালার হাতে ক্যাচ দিয়ে আউট হলেন শিখর ধাওয়ান। ৩৮ বলে ধাওয়ান করলেন ২৯ রান। মাঠে নামলেন বিরাট কোহলি। ভারতের রান ৬৩/১
১০ ওভারের শেষে ভারতের রান ৫৭/০
ভারেতর দুই ওপেনার দারুণ ভাবে ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ৩০ বলে ২১ করেছেন কেএল রাহুল এবং শিখর ধাওয়ান করেছেন ৩০ বলে ২৫ রান। অতিরিক্ত দিয়েছেন ১১ রান। প্রথম পাওয়ার প্লের খেলা শেষ। পার্টনারশিপে ৫০ রানের গণ্ডি টপকেছেন রাহুল-ধাওয়ান।
বোলিং-এ পরিবর্তন করল দক্ষিণ আফ্রিকা
মালাগা যে ভাবে রান দিচ্ছিলেন তাতে বাভুমা মালাগাকে আর বল দিলেন না। অষ্টম ওভারে বল করতে এলেন মারকাম। এদিনের ম্যাচে নিজের প্রথম ওভারে দিলেন চার রান।
৬ ওভারের শেষে ভারতের রান ৪২/০
একদিকে আক্রমণাত্মক ব্যাটিং করছেন শিখর ধাওয়ান, অন্যদিকে কন্ট্রোল ব্যাটিং করছেন কেএল রাহুল। এখনও পর্যন্ত মাগালা বেশকিছু রান দিয়েছেন। এনগিদি রানের গতি কমাচ্ছেন। ৬ ওভারের শেষে ভারতের রান ৪২। ওভার পিছু রানের গড় ৭। এখন পর্যন্ত ১১ রান অতিরিক্ত দিয়েছে প্রোটিয়া বোলাররা।
রাহুলের সহজ ক্যাচ মিস করলেন মালান
৪.১ ওভারে এনগিদির বলে গোলিতে ক্যাচ তুলেছিলেন কেএল রাহুল। গতিতে বিড হয়ে সহজ ক্যাচ মিস করেন মালান। ভারতের সেই সময় স্কোর বোর্ডে রান ছিল ২৭/০
দলে পরিবর্তন করেছে দক্ষিণ আফ্রিকা
মারকো জানসেনের জায়গায় দলে এসেছেন সিসান্দা মাগালা। সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে সিরিজ পকেটে তুলতে চান টেম্বা বাভুমা।
ব্যাট করতে নামলেন ধাওয়ান-রাহুল
দুই ওপেনারের থেকে বড় ইনিংস দেখতে চাইবে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। শিখর ধাওয়ান ও কেএল রাহুলের ব্যাটের দিকে তাকিয়ে টিম ম্যানেজমেন্ট।
ভারতীয় দলে কোনও পরিবর্তন করা হল না
ভারতীয় দলে কোনও পরিবর্তন করা হল না। টস জিতে ভারতের অধিনায়ক কেএল রাহুল জানিয়ে দিলেন একই দল নিয়ে ভারত মাঠে নামবে।
টস জিতে ব্যাট নিল ভারত
দ্বিতীয় একদিনের ম্যাচে টস জিতলেন কেএল রাহুল। টিস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।
টস করতে নামল দুই দল
টস বড় ফ্যাক্টর হতে পারে? ড্রাই উইকেট। টস জিতে ব্যাট করার সিদ্ধান্তে নিতে পারেন জয়ী দলের অধিনায়ক।
বোল্যান্ড পার্কে কি ইশান কিষাণ খেলবেন?
টিম মিটিং-এর সময় ইশান কিষাণের সঙ্গে সকলেই শুভেচ্ছা বিনিময় করলেন। তাহলে কি খেলতে দেখা যাবে ইশান কিষাণকে? যদি ইশান মাঠে নামেন তাহলে তিনি কার জায়গায় খেলবেন?
বড় পরীক্ষার সামনে কেএল রাহুলের টিম ইন্ডিয়া
আজ মিডিল অর্ডারের সঙ্গে বোলিংও ভাবাচ্ছে টিম ইন্ডিয়াকে। বোল্যান্ড পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ বাঁচানোর শেষ সুযোগ রয়েছে কেএল রাহুলদের সামনে। আজ ভারতীয় দলে দুটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এদিনের ডু অর ডাই ম্যাচে জয়ে ফিরতে মরিয়া ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।