বাংলা নিউজ > ময়দান > 'জয় শ্রীরাম', ODI-তে ভারতকে উড়িয়ে দিয়ে বললেন ‘আন্ডারডগ' দক্ষিণ আফ্রিকার তারকা

'জয় শ্রীরাম', ODI-তে ভারতকে উড়িয়ে দিয়ে বললেন ‘আন্ডারডগ' দক্ষিণ আফ্রিকার তারকা

কেশব মহারাজ। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

ওই প্রোটিয়া তারকা বলেছেন, 'দক্ষিণ আফ্রিকার জন্য এটা দুর্দান্ত সিরিজ।'

সিরিজে খাতায়কলমে ‘আন্ডারডগ’ ছিল দক্ষিণ আফ্রিকা। সেই ‘আন্ডারডগ’ প্রোটিয়ারাই ভারতকে একদিনের সিরিজকে হোয়াইটওয়াশ করেছে। সেজন্য দলের উপর গর্ব প্রকাশ করলেন প্রোটিয়া ক্রিকেটার কেশব মহারাজ। সঙ্গে বললেন, ‘জয় শ্রীরাম’।

সোমবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে কেশব বলেন, 'দক্ষিণ আফ্রিকার জন্য এটা দুর্দান্ত সিরিজ। এই দলের উপর অত্যন্ত গর্বিত। দল হিসেবে যতটা পথ অতিক্রম করেছি, সেজন্য গর্ববোধ হচ্ছে। আরও নতুন করে শক্তি অর্জন করা এবং পরের (সিরিজের) জন্য প্রস্তুত হওয়ার সময় এটা। জয় শ্রীরাম।'

এমনিতে এবার দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে ভারত ‘ফেভারিট’ হিসেবে শুরু করেছিল। কিন্তু প্রথম ম্যাচেই হারের মুখে পড়তে কেএল রাহুলদের। ৩১ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে জিতে গিয়েছিলেন প্রোটিয়ারা। রবিবার সিরিজের শেষ তথা নিয়মরক্ষার ম্যাচেও দক্ষিণ আফ্রিকা জিতে গিয়েছে। চার রানে হেরে যায় ভারত। যা দক্ষিণ আফ্রিকার কাছে বড় সাফল্য বলে মনে করছে ক্রিকেট মহল।

মহারাজের সেই পোস্ট।
মহারাজের সেই পোস্ট।

যদিও ভারতের সেই সিরিজ হার নিয়ে তেমনচিন্তিত হন হেড কোচ রাহুল দ্রাবিড়। সিরিজ হারের পর সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘গত বিশ্বকাপের পর থেকে আমরা খুব বেশি একদিনের ম্যাচ খেলিনি। আমাদের হাতে পরের বিশ্বকাপের আগে এখনও অনেকটা সময় রয়েছে। আমার মনে হয়, এটাই নিজেদের ভুলত্রুটি থেকে শিক্ষা নেওয়ার ভালো সময়। আমরা নিঃসন্দেহে আরও ভালো করব।’ সঙ্গে রাহুলের অধিনায়কত্ব প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘সবেমাত্র ও অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছে। রাহুলকে এখনও শিখতে হবে। অধিনায়কত্বের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, খেলোয়াড়দের দক্ষতা এবং যে দলটি হাতে পাওয়া যায়, তার গুণমান বাস্তবায়ন করা। একদিনের দলের দিক থেকে আমরা একটু পিছিয়েই ছিলাম। আমি মনে করি, ও খুব ভালো কাজ করেছে। ভবিষ্যতে ও ক্রমাগত উন্নতি করবে এবং অধিনায়ক হিসেবে আরও ভালো হয়ে উঠবে।’

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF অনশনকারীদের দেখতে এলেন রাজ্যের চার চিকিৎসক, দু'জনকে হাসপাতালে ভর্তির পরামর্শ T20 বিশ্বকাপে বাংলাদেশকে উড়িয়ে ১ নম্বরে উইন্ডিজ! ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে বড় ধাক্কা! বর্ডার গাভাসকর সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত কারণে অনিশ্চিত রোহিত! বর্ডার গাভাসকর ট্রফির আগে দুঃসংবাদ অজিদের! গ্রিনের সার্জারি নিয়ে জল্পনা তুঙ্গে… নবরাত্রির মহাষ্টমীতে হয় মহাগৌরীর আরাধনা, জেনে নিন এই দিনের বিশেষ নৈবেদ্য পরমাণু অস্ত্র বর্জন করতে রাজি করিয়েছিলেন তিন দেশকে... দাবি ট্রাম্পের উৎসবে ‘না’, বাইরে বা বেরোলেও বাড়িতে কীভাবে পুজো কাটাচ্ছেন সোহিনী ভিডিয়ো-ভারতের গলি ক্রিকেটের চিত্র অস্ট্রেলিয়ার শিল্ডে! ঝোপে ঢুকে বল খুঁজলেন লিয়ঁ আরজি করে রক্তমাখা গ্লাভস! উঠল চাঞ্চল্যকর অভিযোগ, ছড়িয়েছে আতঙ্ক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.