Spirts News Highlights: হরমনপ্রীত কৌরের অসামান্য ব্যাটিংয়ে এখনও আচ্ছন্ন ক্রিকেট দুনিয়া। তারইমধ্যে পুরুষদের টি-টোয়েন্টি ম্যাচে বৃহস্পতিবার ইংল্যান্ডকে ১০ উইকেটে উড়িয়ে দিল পাকিস্তান। অন্যদিকে, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর শুক্রবারের ম্যাচে প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রস্তুতি সারল। ফুটবল, ক্রিকেট-সহ খেলাধুলোর দুনিয়ার এমনই সব খবরের হাইলাইটসের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
স্রেফ উড়ে গেল ইংল্যান্ড, সচিন-যুবির বিধ্বংসী ব্যাটিং ও স্পিনের জালে জয় ইন্ডিয়ার
Road Safety World Series (India Legends vs England Legends): বৃষ্টির জন্য দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। সেই অপেক্ষার দাম সুদে-আসলে মিটিয়ে দিলেন সচিন তেন্ডুলকররা। ইংল্যান্ড লেজেন্ডসকে স্রেফ উড়িয়ে দিল ইন্ডিয়া লেজেন্ডস। ৪০ রানে জিতলেন সচিনরা। যিনি ২০ বলে ৪০ রান করে ভারতের ভিত গড়ে দেন। শেষটা দুর্দান্ত করেন যুবরাজ সিং। তারপর বাকি কাজটা সেরে ফেলেন বোলাররা। – বিস্তারিত পড়ুন এখানে
ফিরল বাবর-রিজওয়ানের ম্যাজিক, ২০০ তাড়া করে ১০ উইকেটে জয় পাকিস্তানের
আবারও সেই বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান জুটির ম্যাজিক। প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন পাকিস্তানের। ১০ উইকেটে ইংল্যান্ডকে উড়িয়ে দিলেন বাবররা। ৬৬ বলে ১১০ রান করেছেন পাকিস্তানের অধিনায়ক। ৫১ বলে ৮৮ রান করেছেন রিজওয়ান। তিন বল বাকি থাকতেই এল জয় – বিস্তারিত পড়ুন এখানে
কোহলির পরিণতি হল না বাররের! অফ-ফর্ম কাটিয়ে দুর্দান্ত সেঞ্চুরি
একেবারে নিজস্ব স্টাইলে ফর্মে ফিরলেন বাবর আজম। ইংল্যান্ডের বিরুদ্ধে ৬২ বলে শতরান করলেন। যিনি এশিয়া কাপে একেবারেই ছন্দে ছিলেন না। তা নিয়ে একাংশের সমালোচনার মুখে পড়েছিলেন। তবে তাঁর বিরাট কোহলির মতো পরিণতি হল না।
কোহলিকে ছাপিয়ে গেলেন বাবর, T20-র ইতিহাসে থাকলেন গেইলের পরেই
বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন বাবর আজম। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৮,০০০ রানের নিরিখে থাকলেন দু'নম্বর স্থানে। ২১৩ ইনিংসে ৮,০০০ রানের গণ্ডি পার করলেন পাকিস্তানের অধিনায়ক। সেই মাইলস্টোন পার করতে বিরাটের লেগেছে ২৪৩ ইনিংস। তিন নম্বরে আছেন তালিকায় তিনি। শীর্ষে আছেন ক্রিস গেইল। ২১৩ ইনিংসে সেই মাইলস্টোন পার করেছেন গেইল।
২০০ রানের লক্ষ্যমাত্রা ইংল্যান্ডের, আজ জিতবে পাকিস্তান?
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৯৯ রান তুলল ইংল্যান্ড। ২৩ বলে অপরাজিত ৫৫ রান করেন মইন আলি। ২২ বলে ৪৩ রান করেন বেস ডাকেট। ১৯ বলে হ্যারি ব্রুকের অবদান ৩১ রান। আপাতত পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ২৬ রান। তিন ওভার হয়েছে।
Road Safety Series-র লাইভ আপডেট দেখুন
দশম ওভারে জোড়া উইকেট হারাল ভারত। আউট হয়ে গেলেন সুরেশ রায়না এবং ইউসুফ পাঠান। উইকেট পেলেন প্যারি। ক্রিজে গেলেন যুবরাজ সিং এবং স্টুয়ার্ট বিনি। ১০ ওভারের শেষে সচিনদের স্কোর চার উইকেটে ১০৮ রান – লাইভ আপডেট দেখুন এখানে
ইংল্যান্ডের প্রথম একাদশ
ইংল্যান্ডের প্রথম একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন ডাকেট, হ্যারি ব্রুক, মইন আলি (অধিনায়ক), স্যাম কারান, ডেভিড উইলি, লিয়াম ডশন, আদিল রশিদ এবং লুক উড।
টসে জিতে প্রথমে ব্যাটিং ইংল্যান্ডের
করাচিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের। আজও খেলছেন না জস বাটলার। দু'ওভারে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১৩ রান।
আমায় এসব প্রশ্ন কেন? বুমরাহের ফিটনেস নিয়ে মুখ খুললেন সূর্য
জসপ্রীত বুমরাহের ফিটনেস নিয়ে প্রশ্নের জবাবে সূর্যকুমার যাদব বললেন, 'আসলে এই বিষয়ে আমি কিছু জানি না। এটা আমাদের ডিপার্টমেন্ট নয়। আমায় এই প্রশ্নটা করা উচিত নয় (হাসি)। এই প্রশ্নের উত্তর দেবেন ফিজিয়ো এবং টিম ম্যানেজমেন্ট।' সঙ্গে তিনি বললেন, 'তবে দলের পরিবেশ দারুণ আছে। সবকিছু ঠিকঠাক আছে এবং দ্বিতীয় ম্যাচের জন্য তৈরি আছি।' তিনি আরও বলেন, 'ও পুরোপুরি তৈরি। আশঙ্কার কিছু নেই।'
IND vs ENG Legends Live Score: আবারও মাঠে নামছেন সচিন, মুখোমুখি ভারত ও ইংল্যান্ড
Road Safety World Series Live Score and Updates: আজ রোড সেফটি ওয়ার্ড সিরিজে ইংল্যান্ড লেজেন্ডসের বিরুদ্ধে নামছে ইন্ডিয়া লেজেন্ডস। অর্থাৎ আজ আবারও মাঠে নামতে চলেছেন সচিন তেন্ডুলকর। ইন্ডিয়া লেজেন্ডস বনাম ইংল্যান্ড লেজেন্ডসের ম্যাচের লাইভ স্কোর, আপডেট-সহ যাবতীয় তথ্য দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে – ক্লিক করুন এখানে
আরও উজ্জ্বল লাল-হলুদ মশাল! ৩-০ গোলে প্রস্তুতি ম্যাচে জয় ইস্টবেঙ্গলের
প্রস্তুতি ম্যাচে এরিয়ানকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। ৩-০ গোলে হারাল লাল-হলুদ শিবির। গোল করেছেন অ্যালেক্স লিমা, এলিয়ান্দ্রো এবং হাওকিপ। প্রথম প্রস্তুতি ম্যাচেও ৩-০ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল।
নাদালের সঙ্গে কেরিয়ারের শেষ ম্যাচ খেলবেন ফেডেরার, প্রকাশিত লেভার কাপের সূচি
রাফায়েল নাদালের সঙ্গেই নিজের পেশাদারি কেরিয়ারের শেষ টেনিস ম্যাচ খেলতে চলেছেন রজার ফেডেরার। লেভার কাপে জ্যাক সক এবং ফ্রান্সেস টিয়াফোর বিরুদ্ধে খেলবে রজার ফেডেরার-রাফায়েল নাদাল জুটি।
KKR তারকার দুর্দান্ত শতরান, দলীপ ট্রফি ফাইনালে এগিয়ে বিহারীরা
দলীপ ট্রফির ফাইনালে দ্বিতীয় দিনের শেষে এগিয়ে আছে সাউথ জোন। ওয়েস্ট জোনের ২৭০ রানের সুবাদে দ্বিতীয় দিনের শেষে হনুমা বিহারীর সাউথ জোনের স্কোর সাত উইকেটে ৩১৭ রান। কেকেআর তারকা বাবা ইন্দ্রজিৎ ১১৮ রান করেন।
নিউজিল্যান্ড 'এ'-কে উড়িয়ে দিল ভারত 'এ'
নিউজিল্যান্ড 'এ'-কে উড়িয়ে দিল ভারত 'এ'। চেন্নাইয়ে প্রথম বেসরকারি একদিনের ম্যাচে সাত উইকেটে জিতে গেলেন সঞ্জু স্যামসন। ১০৯ বল বাকি থাকতে ম্যাচ জিতেছে ভারত। প্রথমে ব্যাট করে কিউয়িরা করেছিলেন ১৬৭ রান। জবাবে ৩১.৫ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেন। ৪১ রান করেন রুতুরাজ গায়কোয়াড়। ৪০ বলে ৩১ রান করেন রাহুল ত্রিপাঠী। ৪১ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন রজত পতিদার। ৩২ বলে ২৯ রান করেন সঞ্জু।
IPL ও রঞ্জিতে ফিরছে হোম-অ্যাওয়ে ফর্ম্যাট, মহিলা IPL কি ২০২৩-তেই?
আগামী বছর থেকে হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে আইপিএল হবে। একইভাবে হবে রঞ্জি ট্রফি। সেইসঙ্গে মহিলা আইপিএল নিয়ে কাজ শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিভিন্ন রাজ্য সংস্থাকে যে চিঠি লিখেছেন, তাতে সেই তথ্য় জানিয়েছেন বিসিসিআই সভাপতি। যে চিঠি হিন্দুস্তান টাইমসের হাতে এসেছে।
হায়দরাবাদে টিকিট কাটতে গিয়ে তুমুল বিশৃঙ্খলা,পুলিশের লাঠিচার্জ, আহত ৪
আগামী ২৫ সেপ্টেম্বর হায়দরাবাদে ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে। টিকিটের জন্য হাহাকার পড়ে গিয়েছে। টিকিট কাটার জন্য ভোর পাঁচটা থেকে ভক্তরা অপেক্ষা করছিলেন। তৈরি হয় বিশৃঙ্খলা। পুলিশ লাঠিচার্জ করে। আহত হয়েছেন চারজন - বিস্তারিত পড়ুন এখানে
দলীপ ট্রফির ফাইনালে দারুণ শতরান KKR তারকা, চাপে রাহানেরা
দলীপ ট্রফির ফাইনালে শতরান করলেন কেকেআর তারকা বাবা ইন্দ্রজিৎ। তাঁর ইনিংসের কারণে প্রথম ইনিংসে চালকের আসনে সাউথ জোন। চাপে অজিঙ্কা রাহানের ওয়েস্ট জোন।
দলীপের ফাইনালে শতরানের মুখে KKR তারকা
দলীপ ট্রফির ফাইনালে চালকের আসনে সাউথ জোন। ৫০ ওভারে সাউথ জোনের স্কোর চার উইকেটে ২১০ রান। কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় বাবা ইন্দ্রজিৎ ৯৭ রানে অপরাজিত আছেন। মণীশ পান্ডে করেছেন ৪৮ রান। প্রথম ইনিংসে ২৭০ রানে অল-আউট হয়ে যায় ওয়েস্ট জোন।
ভারতীয় পেসারদের দাপটে ২৭ রানে ৫ উইকেট কিউয়িদের, তাও করল ১৬৭ রান
নিউজিল্যান্ড 'এ'-কে কাঁদিয়ে ছাড়ল ভারত 'এ'। বৃহস্পতিবার চেন্নাইয়ে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেন সঞ্জু স্যামসন। ১৪ রানে প্রথম উইকেট পড়ে কিউয়িদের। সেখান থেকে ২৭ রানে পাঁচ উইকেট পড়ে যায়। শেষপর্যন্ত ৪০.২ ওভারে ১৬৭ রানে অল-আউট হয়ে যায়। ১০৪ বলে ৬১ রান করেন মাইকেল রিপ্পন। ৩৬ রান করেন দশম ব্যাটার জো ওয়াকার। ৮.২ ওভারে ৩২ রান দিয়ে চার উইকেট নেন শার্দুল ঠাকুর। সাত ওভারে তিন উইকেট নিয়ে ৩০ রান দেন।
CPL-এ জয় গায়ানার
এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম শতরান করেও হারের মুখ দেখতে হল ব্র্যান্ডন কিংকে। ১২ রানে হেরে গেল জামাইকা তালাওয়াস। তবে যত না বেশি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে হেরেছেন কিংরা, তার থেকেও বেশি করে হেরেছেন ওডিয়ান স্মিথের কাছে। যিনি ১৬ বলে ৪২ রান করেন। তারপর নেন দুটি উইকেট – বিস্তারিত পড়ুন এখানে
ডিরেক্টর অফ ক্রিকেট টম মুডির সঙ্গে সম্পর্ক ছিন্ন শ্রীলঙ্কার!
ডিরেক্টর অফ ক্রিকেট টম মুডির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল শ্রীলঙ্কা। প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকার চুক্তি ভেঙে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে সম্পর্ক ছিন্ন করা হলেও ভবিষ্যতে পরামর্শদাতা হিসেবে ফিরিয়ে আনা হতে পারে মুডিকে। সেই রাস্তা খোলা আছে।
‘ঝুলুদির শেষ ম্যাচটা খুব স্পেশাল হবে’, প্রতিজ্ঞা রাখলেন হরমনরা
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করার পর ঝুলন গোস্বামীর শেষ ম্যাচ নিয়ে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, 'লর্ডসের ম্যাচটা আমাদের কাছে খুব স্পেশাল হবে। কারণ ঝুলুদি অবসর নেবে।' সিরিজ শুরুর আগেই হরমনরা জানিয়েছিলেন, ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজটা ঝুলনের জন্য জিততে চান।
আজ খেলার দুনিয়ার নজর কোনদিকে?
Sports News Live Updates: হরমনপ্রীত কৌরের অসামান্য ব্যাটিংয়ে এখনও আচ্ছন্ন ক্রিকেট দুনিয়া। তারইমধ্যে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং ইংল্যান্ড। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর আগামিকালের ম্যাচে প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রস্তুতি সারছে।