Sports News Highlights: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মঙ্গলবার মহড়ায় নেমেছিল ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং ইংল্যান্ড। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছে ভারত। করাচিতে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। তারইমধ্যে ফুটবল, হকি, টেনিস-সহ বিভিন্ন ধরণের খেলার হাইলাইটসের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
কেন হারল ভারত?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে হেরে গেল ভারত। মঙ্গলবার মোহালিতে প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ২০৮ রান তোলেন রোহিত শর্মারা। চার বল বাকি থাকতেই সেই রান লক্ষ্যমাত্রা পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। জিতে যায় চার উইকেটে - বিস্তারিত পড়ুন এখানে
ঠ্যাঙানি নাসিমকে, পাকিস্তানকে ৬ উইকেটে হারাল ইংল্যান্ড
প্রথম টি-টোয়েন্টিতে হেরে গেল পাকিস্তান। চার বল বাকি থাকতেই ম্যাচ জিতে গিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৫৮ রান তুলেছিল পাকিস্তান। ১৯.২ ওভারে চার উইকেট হারিয়েই সেই রানটা তুলে নিয়েছে ইংল্যান্ড। এশিয়া কাপে দুর্দান্ত বোলিং করা নাসিম শাহ আজ মার খেয়েছেন। চার ওভারে দিয়েছেন রান। প্রত্যাবর্তনের পরে ৪০ বলে ৫৩ রান করেছেন অ্যালেক্স হেলস। ২৫ বলে অপরাজিত ৪২ রান করেছেন হ্যারি ব্রুক। কিছুটা ছন্দে ফিরেছেন বাবর আজম। ২৪ বলে ৩১ রান করেন। ম্যাচের সেরা হয়েছেন লুক উড। চার ওভারে ২৪ রান দিয়ে তিন উইকেট নেন।
বাবরকে ছুঁয়ে ফেললেন রিজওয়ান, শীর্ষে দ্রুততম ২,০০০ রানের তালিকার
বাবর আজমকে ছুঁয়ে ফেললেন মহম্মদ রিজওয়ান। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ২,০০০ রানের নিরিখে ছুঁয়ে ফেললেন বাবর আজমকে। ৫২ ইনিংসে সেই মাইলস্টোন পার করেছেন দুই পাকিস্তানি তারকা। তারপর বিরাট কোহলি (৫৬ ইনিংস), কেএল রাহুল (৫৮ ইনিংস) এবং অ্যারন ফিঞ্চ (৬২ ইনিংস)।
বিধ্বংসী হার্দিক, ৩০ বলে করলেন অপরাজিত ৭১
মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছয় উইকেট ২০৮ রান তুলেছে ভারত। ৩৫ বলে ৫৫ করেছেন কেএল রাহুল। ২৫ বলে ৪৬ রান করেছেন সূর্যকুমার যাদব। ৩০ বলে অপরাজিত ৭১ রান করেন হার্দিক পান্ডিয়া। চারটি চার এবং পাঁচটি ছক্কা হাঁকান। রান তাড়া শুরু অস্ট্রেলিয়ার। লাইভ আপডেট দেখুন এখানে -
এগিয়ে শুধু বাবর ও বিরাট, বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে T20-তে নজির রাহুলের
তৃতীয় দ্রুততম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে ২,০০০ রান পূরণ করলেন কেএল রাহুল। প্রথমে আছেন বাবর আজম। ৫২ টি ইনিংসে ২,০০০ রানের গণ্ডি পার করেন পাকিস্তানের অধিনায়ক। বিরাট কোহলি ৫৬ টি ইনিংসে ২,০০০ রান করেছেন। রাহুল সেই নজির তৈরি করলেন ৫৮ টি ইনিংসে।
টসে জয় ইংল্যান্ডের, ব্যাটিং পাকিস্তান, চোটের জন্য নেই বাটলার
করাচিতে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের। চোটের জন্য খেলছেন না ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ইংল্যান্ডের প্রথম একাদশ - ফিল সল্ট (উইকেটকিপার), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন ডাকেট, হ্যারি ব্রুক, মইন আলি (উইকেটকিপার), স্যাম কারান, ডেভিড উইলি, আদিল রশিদ, লুক উড এবং রিচার্ড গ্লিসন। পাকিস্তানের প্রথম একাদশ - বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), হায়দার আলি, শান মাসুদ, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ নওয়াজ, উসমান কাদির, হ্যারিস রউফ, নাসিম শাহ এবং শাহনওয়াজ দাহানি।
IND vs AUS প্রথম টি-টোয়েন্টি লাইভ এখানে
মোহালিতে আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। যে ম্যাচকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহড়া হিসেবে দেখা হচ্ছে। সেই ম্যাচের লাইভ আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে। ক্লিক করুন এখানে -
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ক্যামেরুন গ্রিন, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইঙ্গলিশ, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, নাথান এলিস, অ্যাডাম জাম্পা এবং জস হেজেলউড।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল, উমেশ যাদব এবং যুজবেন্দ্র চাহাল। প্রথম একাদশে নেই ঋষভ পন্ত।
টসে জিতল অস্ট্রেলিয়া, প্রথমে করবে বোলিং
ভারতের বিরুদ্ধে মোহালিতে টসে জিতল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অ্যারন ফিঞ্চের। অজিদের হয়ে ওপেন করবেন ক্যামেরুন গ্রিন।
ODI র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগোলেন স্মৃতি, চার ধাপ এগোলেন হরমন
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুর্দান্ত ৯১ রানের কারণে একদিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে উত্থান হল স্মৃতি মন্ধানার। তিন ধাপ এগিয়ে সাত নম্বরে এলেন বাঁ-হাতি ব্যাটার। তাঁর রেটিং ৬৯৮। দুই ধাপ নীচে আছেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর রেটিং ৬৬২। হরমন চার ধাপ এগিয়েছেন। শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। তাঁর রেটিং ৭৮৫।
T20-তে বিশ্বের এক নম্বর ব্যাটার হওয়ার পথে স্মৃতি
টি-টোয়েন্টি বিশ্বে এক নম্বর ব্যাটার হওয়ার দিকে এগিয়ে গেলেন স্মৃতি মন্ধানা। আপাতত আইসিসি ক্রমপর্যায়ে দ্বিতীয় স্থানে আছেন। তাঁর রেটিং ৭৩১। শীর্ষে অস্ট্রেলিয়ার বেথ মুনি আছেন। তাঁর রেটিং ৭৪৩। টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় সাত নম্বরে আছেন শেফালি বর্মা। তাঁর রেটিং ৬৬৬।
দাসেন-লিন্ডে-স্মিথকে কিনে শক্তি বাড়াল MI, দেখুন সম্পূর্ণ স্কোয়াড
নিলামের আগে পাঁচজন ক্রিকেটারকে দলে নিয়েছিল এমআই কেপ টাউন। নিলাম থেকে তারা কেনে ১২জন ক্রিকেটারকে – বিস্তারিত পড়ুন এখানে
নিলামে সব থেকে দামি স্টাবস, শেষমেশ দল পেলেন মর্গ্যান
SA20 League Player Auction: দক্ষিণ আফ্রিকার নতুন টি-২০ লিগে ছ'টি আইপিএল ফ্র্যাঞ্চাইজি দল কিনেছে।সোমবার নিলাম হল। কোন দল কোন খেলোয়াড় কিনল, তা দেখে নিন এখানে ক্লিক করে -
'কে কী বলছে, তাতে পাত্তা দিই না', সমালোচকদের জবাব বাবরের
স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। তা নিয়ে মুখ খুললেন পাকিস্তানের পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। বললেন, 'প্রত্যেকের নিজস্ব মতামত আছে। আমি শুধুমাত্র পাকিস্তান দল নিয়ে কথা বলতে চাই। লোকজনের নিজস্ব মতামত আছে। কিন্তু সেটা আমরা শুনি না বা তাঁরা কী বলছেন, তাতে পাত্তা দিই না।'
২০২১-র ফাইনালের দলে ৩ পরিবর্তন, T20 বিশ্বকাপের দল ঘোষণা কিউয়িদের
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্য়ান্ডের যে দল ছিল, তাতে তিনটি পরিবর্তন হয়েছে। বাদ পড়েছেন কাইল জেমিসন, টড অ্যাসলে এবং টিম সেফার্ত। পরিবর্তে দলে এসেছেন লকি ফার্গুসন, মাইকেল ব্রেসওয়েল এবং ফিন অ্যালেন। তারইমধ্যে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে তৃতীয়বার নেতৃত্ব দিতে চলেছেন কেন উইলিয়ামসন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড। কিউয়িদের দল - মার্টিন গাপ্টিল, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জিমি নিশম, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লকি ফার্গুসন এবং অ্যাডাম মিলনে - বিস্তারিত পড়ুন এখানে
টি-টোয়েন্টি বিশ্বকাপের মহড়া
Sports News Updates: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আজ থেকে মহড়ায় নামছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং ইংল্যান্ড। মোহালিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। করাচিতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং ইংল্যান্ড।