Sports News Highlights: আজ ডুরান্ড কাপ ফাইনাল হতে চলেছে। ফাইনালে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি এবং মুম্বই সিটি এফসি। ডুরান্ড জিতলেন সুনীল ছেত্রীরা। তারইমধ্যে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে নামেন ঝুলন গোস্বামীরা। উড়িয়ে দেন ইংল্যান্ডকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আবহে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে ক্রমশ উন্মাদনা বাড়ছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) ক্রিকেট, ফুটবল-সহ যাবতীয় খবরের হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
০-৬ পিছিয়ে থেকেও কামব্যাক! বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় বজরঙের
বিশ্ব কুস্তিগির চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়া। পুয়ের্তো রিকোর সেবাস্তিয়ান রিভেরাকে ১১-৯ ফলে হারিয়ে ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন ভারতীয় তারকা। যিনি একটা সময় ০-৬ ফলে পিছিয়ে ছিলেন।
দক্ষিণ আফ্রিকার T20 লিগে পার্লস রয়্যালসের অধিনায়ক মিলার
উদ্বোধনী দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের দল পার্লস রয়্যালসের অধিনায়ক হলেন ডেভিড মিলার। যে দলের মালিকানা আছে আইপিএলের দল রাজস্থান রয়্যালসের হাতে।
সামনে এল ভারতীয় দলের নয়া জার্সি
টি-টোয়েন্টির নয়া জার্সি প্রকাশ করল ভারতীয় দল। যে জার্সি পরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। জার্সি আত্মপ্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে লেখা হয়েছে, ‘হর ফ্যান কি জার্সি (প্রত্যেক সমর্থকের জার্সি)।’---- বিস্তারিত পড়ুন এখানে
ডুরান্ড কাপ জিতল বেঙ্গালুরু, ট্রফি নিয়ে গেলেন কলকাতার জামাই
ডুরান্ড কাপ জিতল বেঙ্গালুরু এফসি। ফাইনালে ২-১ গোলে হারাল মুম্বই সিটি এফসিকে। সুনীল ছেত্রী, রয় কৃষ্ণা গোল পাননি। সেইসময় এগিয়ে আসেন শিবশংকর এবং এলান। গোল করেন তাঁরা।
রাত ৮ টায় ভারতীয় ক্রিকেট দলের জার্সি আসছে
রাত আটটার পর ভারতীয় ক্রিকেট দলের নয়া জার্সি সামনে আনা হবে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি জার্সির ছবি ঘোরাফেরা করছে। তবে সেই ছবির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
ডুরান্ড ফাইনালে ফের এগিয়ে গেল বেঙ্গালুরু
এগিয়ে গেল বেঙ্গালুরু। ৬০ মিনিটে গোল করলেন বেঙ্গালুরুর অ্যালান কোস্টা। খেলার ফল মুম্বই এফসি ১-২ বেঙ্গালুরু এফসি।
ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং ঝুলনের
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুর্দান্ত বোলিং ঝুলন গোস্বামীর। ১০ ওভারে ২০ রান দিয়ে এক উইকেট পেলেন চাকদহ এক্সপ্রেস - ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে
সমতায় ফিরল মুম্বই
৩০ মিনিটে সমতায় ফিরল মুম্বই সিটি এফসি। খেলার ফল মুম্বই সিটি এফসি ১-১ বেঙ্গালুুরু এফসি। আপুইয়া গোল করলেন।
মারাত্মক ভুল মুম্বই ডিফেন্সের, ডুরান্ড ফাইনালে গোল বেঙ্গালুরুর
গোওওওওল! ডুরান্ড কাপের ফাইনালে এগিয়ে গেল বেঙ্গালুরু এফসি। গোল করলেন শিবশক্তি। ১১ মিনিটে গোল করলেন। মুম্বই সিটি এফসি ০-১ বেঙ্গালুরু এফসি। মারাত্মক ভুল মুম্বই রক্ষণের।
কোহলি বড় চ্যালেঞ্জ হতে চলেছে-বিরাটকে নিয়ে কামিন্সদের যত দুঃশ্চিন্তা
ভারত সিরিজের আগে অস্ট্রেলিয়ার তারকা প্যাট কামিন্স বললেন, বিরাট কোহলি তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। বিস্তারিত পড়ুন এখানে
IND vs ENG 1st ODI Live: টস জিতলেন হরমনপ্রীত, দলে নেই রেনুকা
তিন ম্যাচের টি-২০ সিরিজ ১-২ ব্যবধানে হেরে বসেছে ভারত। এবার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ইংল্যান্ডের মেয়েদের মুখোমুখি ভারতের মহিলা ক্রিকেট দল। ভারতীয় দলের কাছে এই সিরিজটি বিশেষ গুরুত্বপূর্ণ অন্য কারণে। প্রাক্তন ক্যাপ্টেন তথা সিনিয়র তারকা ঝুলন গোস্বামীর এটিই শেষ আন্তর্জাতিক সিরিজ। সুতরাং, সিরিজ জয়ের মধুর স্মৃতি নিয়েই যাতে কেরিয়ারে ইতি টানতে পারেন তারকা পেসার, মরিয়া হয়ে সেই চেষ্টাই করবেন হরমনপ্রীত কউররা – লাইভ আপডেট দেখুন এখানে
T20-তে 'বিরাটও ওপেন করবেন', জানালেন রোহিত
রোহিত শর্মা: হাতে এরকম একটা সুযোগ থাকা সবসময় ভালো থাকবে। বিশ্বকাপের আগে সেই নমনীয়তা থাকতে হবে। সবসময় আপনি চাইবেন, যে কোনও জায়গায় ব্যাটাররা যেন ব্যাট করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিরাট কোহলি আমাদের তৃতীয় ওপেনার। নতুন কোনও কিছু চেষ্টা করলে সেটা যে সমস্যার হবে, তা মোটেও নয়। আমাদের সব খেলোয়াড়দের প্রতিভা জানি এবং তারা কীভাবে দলকে সাহায্য করতে পারে, তাও জানা আমাদের। তবে হ্যাঁ, ওই বিকল্পটা আমাদের হাতে আছে (বিরাট কোহলিকে ওপেনিংয়ে নামানো)। আমরা সেটা সবসময় মাথায় রাখব। যেহেতু আমরা কোনও তৃতীয় ওপেনার নির্বাচন করিনি এবং ও আইপিএলে ওপেন করেছে, তাই ওপেনিংয়ে নিশ্চিতভাবে ও একটা বিকল্প। বিরাট কোহলি আমাদের তৃতীয় ওপেনার। ও কয়েকটি ম্যাচে ওপেন করবে।
টপ অর্ডারে রাহুল অত্যন্ত গুরুত্বপূর্ণ: রোহিত
রোহিত শর্মা: ভারতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেন কেএল রাহুল। ও দুর্দান্ত খেলোয়াড়। টপ-অর্ডারে ওর উপস্থিতি ভারতের জন্য গুরুত্বপূর্ণ।
'লজেন্স মাসি'-কে অভ্যর্থনা বেঙ্গালুরু এফসির, জড়িয়ে ধরলেন ছেত্রী
'লজেন্স মাসি' যমুনা দাসকে অভ্যর্থনা জানাল বেঙ্গালুরু এফসি। গাড়ি থেকেই নেমে সুনীল ছেত্রীকে জড়িয়ে ধরেন। অনেকক্ষণ সময় কাটান। তাঁকে নিয়ে কথা বলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীলও।
প্রস্তুতি ম্যাচে ৩ গোল মারল ইস্টবেঙ্গল, জালে বল এলিয়ান্দ্রোর
প্রস্তুতি ম্যাচে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। ৩-০ গোলে হারাল। গোল করেছেন নাওরেম মহেশ সিং, ভিপি সুহের এবং এলিয়ান্দ্রো।
শামির বদলি হিসেবে মোহালিতে উমেশ! T20I খেলতে পারেন ৪৩ মাস পরে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি। পরিবর্ত এসে মোহালিতে এলেন উমেশ যাদব। যিনি ৪৩ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলতে পারেন – বিস্তারিত পড়ুন এখানে
আজ ডুরান্ড কাপের ফাইনাল
আজ ডুরান্ড কাপ ফাইনাল হতে চলেছে। ফাইনালে মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি এবং মুম্বই সিটি এফসি। তারইমধ্যে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে নামছেন ঝুলন গোস্বামীরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আবহে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে ক্রমশ উন্মাদনা বাড়ছে। আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফুটবল লিগও আছে।