ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার ট্রেনিংয়ে মজলেন মাইকেল জনসন। জ্যাভেলিন থ্রোয়ার হওয়া সত্ত্বেও স্প্রিন্টারদের মতো (দৌড়বিদদের মতো) যেভাবে অনুশীলন করছেন নীরজ, তার প্রশংসা করেছেন চারবারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন। তাতে পালটা ধন্যবাদ জানিয়েছেন নীরজ।
মঙ্গলবার সকালে (ভারতীয় সময় অনুযায়ী) নীরজের ট্রেনিংয়ের ভিডিয়ো রিটুইট করেন জনসন। ওই ভিডিয়োয় নীরজকে ট্রেনিংয়ের আগে ওয়ার্ম-আপ করতে দেখা যায়। ইনস্টাগ্রামে ওই ভিডিয়ো পোস্ট করে ভারতের তারকা লিখেছিলেন, ‘ট্রেনিংয়ের আগে ওয়ার্ম-আপ।’ সেইসঙ্গে ‘#থ্রো'ব্যাক’ (#Throwback) ট্যাগও দেন নীরজ।
আরও পড়ুন: Neeraj Chopra: নীরজ চোপড়ার বড় দান! নিজের প্রিয় জ্যাভলিন উপহার দিলেন ভারতের সোনার ছেলে
ভারতীয় তারকা সেই ভিডিয়োর টুইটারে রিটুইট করে কিংবদন্তি তারকা জানান, জ্যাভেলিন থ্রোয়ার হলেও নীরজ এমনভাবে ট্রেনিং করছেন, যা সাধারণত উসেইন বোল্টদের মতো স্প্রিন্টাররা করেন। জনসন লেখেন, 'ও (নীরজ চোপড়া) একজন জ্যাভেলিন থ্রোয়ার। অলিম্পিক্সে চ্যাম্পিয়ন জ্যাভেলিন থ্রোয়ার। কিন্তু একজন জ্যাভেলিন থ্রোয়ার - (সে) স্প্রিন্টার বা জাম্পারের মতো মুভমেন্ট করছে।'
জনসনের সেই প্রশংসার প্রেক্ষিতে উত্তর দেন নীরজ। টোকিয়ো অলিম্পিক্সে পুরুষদের জ্যাভেলিনে সোনাজয়ী তারকা বলেন, 'আপনার যেহেতু অনুমতি পেয়ে গিয়েছি, তাই চলতি মরশুমের প্রিন্টিংয়ের সূচি দেখছি।' ওই টুইটের সঙ্গে ইমোজিও পোস্ট করেন ভারতের সোনার ছেলে নীরজ। যে ইমোজি থেকেই স্পষ্টই বোঝা যাচ্ছিল, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা দৌড়বিদকে জনসনকে কতটা সম্মান করেন নীরজ।
আরও পড়ুন: Diamond League: ৮৯.৯৪ মিটার! ১৬ দিনে ২ বার জাতীয় রেকর্ড ভাঙলেন নীরজ, ডায়মন্ড লিগে প্রথম পদক জয়
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের জনসন অলিম্পিক্সে চারটি সোনা জিতেছেন। তাঁর ঝুলিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে আটটি সোনাও আছে। শুধু তাই নয়, তাঁর দখলে ২০০ মিটার এবং ৪০০ মিটারে অলিম্পিক্স রেকর্ড এবং বিশ্বরেকর্ডও ছিল। যিনি ইন্ডোরে নীরজের ট্রেনিং দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। অর্থাৎ নীরজের প্রশংসা করেছেন অলিম্পিক্স তথা বিশ্বের ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়।
জনসনের মতো নীরজও ইতিহাসে ঠাঁই পেয়ে গিয়েছেন। প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে সোনা জেতেন। তারপর ২০২২ সালটাও দুর্দান্ত কাটে নীরজের। চোটের জন্য কমনওয়েলথ গেমসে নামতে না পারলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে সেই নজির গড়েন। তারপর প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগে খেতাব জেতেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।