জন্মদিনে দেশবাসীকে রিটার্ন গিফট দিলেন শ্রীজা আকুলা। ভারতের দ্বিতীয় মহিলা টেবিল টেনিস তারকা হিসেবে প্যারিস অলিম্পিক্সের প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন তিনি। ২৬ বছরে পা দেওয়ার দিনেই উইমেন্স সিঙ্গলসের রাউন্ড অফ ৩২-এর ম্যাচে লড়াকু জয় তুলে নেন শ্রীজা।
বুধবার উইমেন্স সিঙ্গলসের রাউন্ড অফ ৩২-এ ১৬ নম্বর বাছাই শ্রীজা আকুলার লড়াই ছিল সিঙ্গাপুরের জিয়ান জেং-এর বিরুদ্ধে। জিয়ান ইভেন্টের ৩১ নম্বর বাছাই। ৫১ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে শ্রীলঙ্কা ৪-২ গেমে ম্যাচ জিতে নেন।
প্রথম গেম ৯-১১ ব্যবধানে হেরে বসেন শ্রীজা। লড়াই চলে ৮ মিনিট। দ্বিতীয় গেমে লড়াই হয় টানটান। ৯ মনিটের দ্বিতীয় গেম ১২-১০ পয়েন্টের ব্যবধানে জিতে ম্যাচে ১-১ সমতা ফেরান ভারতীয় তারকা। তৃতীয় গেমে অবশ্য প্রতিপক্ষতে দাঁড়াতেই দেননি শ্রীজা। তিনি মাত্র ৬ মিনিটেই ১১-৪ ব্যবধানে তৃতীয় গেম জিতে নেন।
চতুর্থ গেমও একতরফাভাবে জিতে নেন শ্রীজা আকুলা। মাত্র ৫ মিনিটেই ১১-৫ ব্যবধানে চতুর্থ গেম জেতেন তিনি। পঞ্চম গেমে ম্যাচে ফেরার চেষ্টা করেন জিয়ান। তিনি ১২-১০ ব্যবধানে পঞ্চম গেম জিতে ম্যাচে ব্যবধান কমিয়ে ৩-২ করেন। পঞ্চম গেম স্থায়ী হয় ১০ মিনিট।
ষষ্ঠ গেমেও লড়াই চলে ১০ মিনিট। শ্রীজা ১২-১০ ব্যবধানে ষষ্ঠ গেম জেতেন এবং ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেন। সব মিলিয়ে ম্যাচের ফল দাঁড়ায় ভারতীয় তারকার অনুকূলে ৯-১১, ১২-১০, ১১-৪, ১১-৫, ১০-১২ ও ১২-১০।
শ্রীজাই ভারতের দ্বিতীয় টেবিল টেনিস তারকা, যিনি অলিম্পিক গেমসের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেন। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেন মনিকা বাত্রা। তিনি প্যারিস অলিম্পিক্সেরই উইমেন্স সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন।
প্রি-কোয়ার্টারে শ্রীজার সামনে কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে। কেননা তাঁকে লড়াই চালাতে হবে শীর্ষ বাছাই তারকার বিরুদ্ধে। চিনের সান য়িংশা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। তিনি টোকিও অলিম্পিক্সের উইমেন্স সিঙ্গলসে রুপো জেতেন।
আরও পড়ুন:- IND vs SL 3rd T20I: সুপার ওভারে হারা ম্যাচ জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত
উল্লেখ্য, শ্রীজা আকুলা রাউন্ড অফ ৬৪-এর ম্যাচে ৪-০ গেমে উড়িয়ে দেন সুইডেনের ক্রিশ্চিনা কালবার্গকে। মাত্র ৩০ মিনিটেই সেই ম্যাচ পকেটে পোরেন শ্রীজা। তিনি প্রথম গেম জেতেন ১১-৪ ব্যবধানে। দ্বিতীয় গেমে শ্রীজা জয় তুলে নেন ১১-৯ ব্যবধানে। তৃতীয় গেমে শ্রীজা জয় পান ১১-৭ পয়েন্টের ব্যবধানে। চতুর্থ গেমে শ্রীজা ১১-৮ ব্যবধানে পরাস্ত করেন ক্রিশ্চিনাকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।