অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার প্রস্তুতি পুরোদমে চলছে। ভারতীয় দল সম্প্রতি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে। এমন কী প্রথম ম্যাচেও হারের পর দুরন্ত প্রত্যাবর্তন করেন রোহিত শর্মা ব্রিগেড। রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়ার পারফরম্যান্সে সকলেই খুশি। যদিও ভুবনেশ্বর কুমারের ফর্ম এই মুহূর্তে টিম ম্যানেজমেন্টের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভুবিকে দলে রাখা নিয়ে তীব্র সমালোচনাও চলছে। তবে ভারতের প্রাক্তন বিতর্কিত পেসার এস শ্রীসন্ত কিন্তু ভুবনেশ্বরকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন: রান বিলিয়ে চলেছেন ভুবি, হার্ষাল- কী হবে এই দুই বোলারের ভবিষ্যত? মুখ খুললেন রোহিত
২০২২ এশিয়া কাপের সুপার ফোর রাউন্ড থেকে টিম ইন্ডিয়া মোট ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলল। যার মধ্যে একটি পাকিস্তান, একটি শ্রীলঙ্কা, একটি আফগানিস্তান এবং ৩টি ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছে তারা। এর মধ্যে ৪ ম্যাচে ডেথ ওভারে বোলিং করে ভুবি অজস্র রান বিলিয়েছেন। যাতে আখেরে ভারতের ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতেও প্রাক্তন পেসার শ্রীসন্ত বিশ্বাস করেন যে, ভুবনেশ্বর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবেন। তবে এই মুহূর্তে তাঁর সমালোচনা না করে সকলের ভুবির পাশে দাঁড়ানো উচিত।
শ্রীসন্ত হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘ও ভালো ব্যাটসম্যানদের আউট করেছে। আপনি ভালো ডেলিভারি করলেও, মার খেয়ে যাওয়ার সম্ভাবনা ৬০-৭০% আছে। কখনও কখনও এটি কাজ করে এবং কখনও কখনও এটি কাজ করে না। আমাদের ভুবনেশ্বরকে সমর্থন করতে হবে। ব্যাটিংয়ের ক্ষেত্রে যেমন আমরা দীনেশ কার্তিককে সমর্থন করি। আমি ওর অভিজ্ঞতা এবং বল সুইং করার ক্ষমতা সম্পর্কে খুবই আত্মবিশ্বাসী। ওর ব্যাক-অফ-দ্য-লেংথ স্লোয়ার আছে। কঠিন বাউন্সি উইকেটে যদি ও ওর গতির পরিবর্তন করে, তা হলে অস্ট্রেলিয়ার পিচে ওর সহায়ক হবে।’
আরও পড়ুন: সূর্যের প্রশংসায় পঞ্চমুখ অজি কোচ,বাউন্সি পিচে মুম্বই তারকাই কি ভারতের সেরা বাজি?
শ্রীশন্ত আরও যোগ করেছেন, ‘ভুবনেশ্বর কুমার যদি এটি শুনে থাকেন - প্রায়শই ওরা সেটা করে না, তবে আমার একমাত্র অনুরোধ কখনও-ই নিজের ক্ষমতার উপর বিশ্বাস করা বন্ধ করো না। কখনও কখনও, সত্যিই নিজের ক্ষমতার উপর বিশ্বাস করা বন্ধ করে, মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে পড়ো। অনেক কিছু পড়ে ফেলো, অনেক ভিডিয়ো দেখো। কখনও কখনও অন্যের মন্তব্য, মতামতকে গুরুত্ব দিয়ে ফেলো। আমিও তাই করেছি। প্রত্যেকেই সেই পর্বের মধ্য দিয়ে যায়। কিন্তু তোমাকে নিদের উপর বিশ্বাস রাখতে হবে, যা তোমাকে এই জায়গায় পৌঁছেদিয়েছে। এবং তোমাকে রাজা বানিয়েছে।’
তিনি ভুবির উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন, ‘ভুবনেশ্বরের কাজের নীতিটি দুর্দান্ত। ও যখন বিজয় হাজারে খেলত, তখনও নিয়ম করে জিমে যেত, পুলে যেত। ও আরও বেশি করে অনুশীলন করতে আগ্রহী থাকত। এটা ভালো যে ও এখনও কঠোর পরিশ্রম করে। দেখুন, সবাই ১৯তম ওভারের কথা বলছে, কিন্তু আমি আপনাকে বলছি, ভুবনেশ্বর কুমার অস্ট্রেলিয়ায় খুব ভালো পারফর্মার হতে চলেছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।