বাংলা নিউজ > ময়দান > T20 WC-এর দল ঘোষণা করল শ্রীলঙ্কা, দলে ফিরলেন কুশল পেরেরা, অধিনায়ক শনাকা

T20 WC-এর দল ঘোষণা করল শ্রীলঙ্কা, দলে ফিরলেন কুশল পেরেরা, অধিনায়ক শনাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক হিসেবে দাসুন শনাকাকেই বেছে নেওয়া হয়েছে।

৫ জনের দলে ঢুকলেন তারকা উইকেটকিপার ব্যাটসম্যান কুশল পেরেরা। চোটের কারণে রাহুল দ্রাবিড়ের ভারতের বিরুদ্ধে পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন শ্রীলঙ্কার তারকা উইকেটকিপার ব্যাটসম্যান কুশল পেরেরা। এমন কী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও অংশ নিতে পারেননি তিনি।

বিশ্বকাপের ১৫ জনের দল ঘোষণা করল শ্রীলঙ্কা। এই ১৫ জনের দলে ঢুকলেন তারকা উইকেটকিপার ব্যাটসম্যান কুশল পেরেরা। চোটের কারণে রাহুল দ্রাবিড়ের ভারতের বিরুদ্ধে পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন শ্রীলঙ্কার তারকা উইকেটকিপার ব্যাটসম্যান কুশল পেরেরা। এমন কী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও অংশ নিতে পারেননি তিনি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরলেন কুশল পেরেরা। 

এ দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল পারফরম্যান্স করার সুবাদে বিশ্বকাপের ১৫ জনের দলে জায়গা করে নিলেন দীনেশ চণ্ডীমলও। বহু দিন তিনি সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে সুযেোগ পাচ্ছিলেন না। দলের অধিনায়কের দায়িত্ব থাকছে দাসুন শানাকার কাঁধেই। এর আগে ১৯ জনের স্কোয়াড ঘোষণা করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেখান থেকেই নির্বাচকেরা চূড়ান্ত ১৫ জনকে বেছে নিল।

২১ বছরের রহস্যময় স্পিনার মহেশ থিকশানা, যিনি গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক ম্যাচেই ৪ উইকেট নিয়েছিলেন, তিনি ১৫ জনের স্কোয়াডে রয়েছেন। বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমের নামও ১৫ জনের দলে রয়েছে। তিনিই দলের একমাত্র আনক্যাপড প্লেয়ার। এই বছরের শুরুতে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক টেস্টে ১১ উইকেট নিয়েছিলেন জয়াবিক্রম।

ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং ধনঞ্জয় ডি'সিলভাকে নিয়ে স্পিন বোলারদের ডিপার্টমেন্ট যথেষ্ট শক্তিশালী হয়ে গিয়েছে শ্রীলঙ্কার। এ ছাড়াও আর দুই স্পিনার আকিলা ধনঞ্জয় এবং পুলিনা থারাঙ্গা রিজার্ভে রয়েছেন।

অভিজ্ঞ সিমার নুওয়ান প্রদীপও দলে জায়গা করে নিয়েছে। এ ছাড়াও পেস আক্রমণের ভরসা দুশমন্ত চামেরা তো রয়েছেনই। এ ছাড়াও অলরাউন্ডার হিসেবে চামিকা করুণারত্নে এবং লাহিরু মাদুশঙ্কাও রয়েছেন।

৩ অক্টোবর শ্রীলঙ্কার ওমানে উড়ে যাওয়ার কথা। ৭ এবং ৯ অক্টোবর তাদের প্রস্তুতি ম্যাচে খেলার কথা রয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এ ছাড়াও ওমানের বিরুদ্ধে ১২ এবং ১৪ অক্টোবর আইসিসি-র নির্ধারিত প্রস্তুতি ম্যাচেও খেলবে শ্লীলঙ্কা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

এক্সপ্রেসওয়েতে গর্তের দায় ইঁদুরের ঘাড়ে চাপিয়েছিলেন কর্মী, চাকরি গেল এবার আম্পায়ারদের সঙ্গে সেটিং থাকে, ঘরোয়া ক্রিকেটের কথা ফাঁস করলেন পাক তারকা ‘চোখ সারাই করুন..’, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে খোঁচা অরিত্রর, হল প্রতিবাদ ২০২৪ সালের দুর্গাপুজোয় সন্ধিপুজো কখন থেকে শুরু? সোনু নিগমের সঙ্গে গান গাইছে নীল নিতিন মুকেশের ছোট্ট মেয়ে, নিজেই শুনুন গরুপাচারকাণ্ডে ধাক্কা ইডির, মলয় ঘটককে জেরা করতে হবে কলকাতাতেই, বলল সুপ্রিম কোর্ট ‘নিয়ম মেনে জল ছাড়া হয়েছে,’মমতার ম্যান-মেড উড়িয়ে দিলেন ঝাড়খণ্ডের বিরোধী দলনেতা সৌভাগ্য সাতটা ছয় হয়নি; যুবরাজের ছয়-ছক্কা হাঁকানোর স্মৃতি মনে করালেন ব্রড আরজি কর আবহে উত্তপ্ত কলকাতা, ঠিক তখনই কোথায় ছুটি কাটাচ্ছেন রাজনন্দিনী? Afghanistan বনাম South Africa ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.