বাংলা নিউজ > ময়দান > ফের দুঃসংবাদ শ্রীলঙ্কা শিবিরে, এ বার এক ক্রিকেটারই করোনায় আক্রান্ত: রিপোর্ট

ফের দুঃসংবাদ শ্রীলঙ্কা শিবিরে, এ বার এক ক্রিকেটারই করোনায় আক্রান্ত: রিপোর্ট

শ্রীলঙ্কা টিমে করোনা আতঙ্ক তীব্র আকার নিচ্ছে।

প্রয়োজনে ভারতের বিরুদ্ধে খেলতে পারবে, সে রকমই দ্বিতীয় টিম তৈরি রেখেছিল শ্রীলঙ্কা। সেই ক্রিকেট টিমের এক ক্রিকেটারও করোনা পজিটিভ বলে জানা গিয়েছে। এই ক্রিকেটার কিন্তু ইংল্যান্ডে যে দল গিয়েছিল, তার সদস্য ছিলেন না। স্বাভাবিক ভাবেই ২২ গজে বল গড়ানোর আগেই করোনা আতঙ্ক তীব্র আকার নিয়েছে শ্রীলঙ্কায়।

করোনা যেন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে শ্রীলঙ্কা শিবিরে। দলের ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার এবং টিমের তথ্য বিশ্লেষক জিটি নিরোসানের পর এ বার এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। 

প্রয়োজনে ভারতের বিরুদ্ধে খেলতে পারবে, সে রকমই দ্বিতীয় টিম তৈরি রেখেছিল শ্রীলঙ্কা। সেই ক্রিকেট টিমের এক ব্যাটসম্যান, নাম সানদুন উইরাককোদি, তিনিও করোনা পজিটিভ বলে জানা গিয়েছে। এই ক্রিকেটার কিন্তু ইংল্যান্ডে যে দল গিয়েছিল, তার সদস্য ছিলেন না। স্বাভাবিক ভাবেই ২২ গজে বল গড়ানোর আগেই করোনা আতঙ্ক তীব্র আকার নিয়েছে শ্রীলঙ্কায়।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারের প্রথম করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। তার পর পজিটিভ হন টিমের তথ্য বিশ্লেষক জিটি নিরোসান। শুক্রবার তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা যায়। ইংল্যান্ড থেকে ফেরার তিন দিনের মধ্যেই করোনা হানা দেয় শ্রীলঙ্কা শিবিরে। জানা গিয়েছে, গ্র্যান্ট ফ্লাওয়ার এবং জিটি নিরোসান ডেল্টা প্রজাতির করোনায় আক্রান্ত। শ্রীলঙ্কার মেডিক্যাল টিমের দাবি, শ্রীলঙ্কা থেকেই এই প্রজাতি নিয়ে এসেছেন গ্র্যান্ট ফ্লাওয়াররা। তবে ইংল্যান্ডে যাননি সানদুন উইরাককোদি। তবু তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তাও জৈব সুরক্ষা বলয়ে থেকে। স্বাভাবিক ভাবেই শ্রীলঙ্কা ক্রিকেটের ভয়টা যেন আরও তীব্র হয়েছে। আতঙ্কে রয়েছেন ভারতীয় শিবির।

কিছু দিন আগেই ইংল্যান্ড দলের তিন জন ক্রিকেটার সহ মোট সাত জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। যে কারণে ইংল্যান্ডের পুরো দলকেই আইসোলেশনে রাখা হয়েছে।এ দিকে ইংল্যান্ডে থাকাকালীন জৈব সুরক্ষা বলয় ভেঙেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। সব মিলিয়ে শ্রীলঙ্কা শিবিরে করোনা হানা দেওয়ার পর থেকেই চাপা উদ্বেগ শুরু হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সব ক্রিকেটারকে আইসোলেশনে থাকতে হবে বলে পিছিয়ে দেওয়া হয়েছে ভারত-শ্রীলঙ্কা সাদা বলের সিরিজও। নতুন সূচি অনুযায়ী, ১৮ জুলাই থেকে সিরিজ শুরু হবে। চলবে ২৯ জুলাই পর্যন্ত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.