বাংলা নিউজ > ময়দান > Asia Cup 2022 Final: আগেও তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে পাকিস্তান-শ্রীলঙ্কা, দেখে নিন সেই তিনটি ম্যাচের ফলাফল

Asia Cup 2022 Final: আগেও তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে পাকিস্তান-শ্রীলঙ্কা, দেখে নিন সেই তিনটি ম্যাচের ফলাফল

বাবর আজম ও দাসুন শানাকা। ছবি- এপি (AP)

সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে বাবর আজমদের থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছে দ্বীপরাষ্ট্র।

রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চলতি এশিয়া কাপের ফাইনাল খেলতে নামবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। তবে এশিয়া কাপের ফাইনালে দু'দলের মুখোমুখি সাক্ষাৎ এই প্রথম নয়। বরং এর আগে তিনবার এশিয়া কাপের খেতাবি লড়াইয়ে একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে দুই দেশ। দু'বার শ্রীলঙ্কা টেক্কা দিয়েছে পাকিস্তানকে। একবার বাজিমাত করেছে পাকিস্তান। সুতরাং, সেই নিরিখে শ্রীলঙ্কা এক পা এগিয়ে রয়েছে বলা যায়। দেখে নেওয়া যাক সেই তিনটি ফাইনালের ফলাফল।

১৯৮৬ সালের এশিয়া কাপ ফাইনাল:-
এশিয়া কাপের দ্বিতীয় মরশুমেই ফাইনাল খেলে পাকিস্তান ও শ্রীলঙ্কা। কলম্বোয় টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। ৪৫ ওভারে কম দাঁড়ানো ইনিংসে তারা ৯ উইকেটে ১৯১ রান তোলে। ৬৭ রান করেন জাভেদ মিয়াঁদাদ। ৪৬ রানে ৪টি উইকেট নেন কৌশিক।

পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪২.২ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫৭ রান করেন রণতুঙ্গা ও ৫২ রান করেন অরবিন্দ ডি'সিলভা। ৩২ রানে ৩টি উইকেট নেন আব্দুল কাদির। শ্রীলঙ্কা ৫ উইকেটে ম্যাচ জিতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়। ম্যাচের সেরা হন মিয়াঁদাদ।

আরও পড়ুন:- Road Safety World Series: উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছেন সচিনরা, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের পূর্ণাঙ্গ সূচিতে চোখ রাখুন

২০০০ সালের এশিয়া কাপ ফাইনাল:-
ঢাকায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে তারা ৪ উইকেটে ২৭৭ রান তোলে। আনোয়ার ৮২, ইনজামাম উল হক ৭২ ও মইন খান ৫৬ রান করেন। ৪৪ রানে ২টি উইকেট নেন নুয়ান জয়সা।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৫.২ ওভারে ২৩৮ রানে অল-আউট হয়ে যায়। মার্ভান আতাপাত্তু ১০০ রান করেন। ওয়াসিম আক্রম ৩৮ রানে ২টি উইকেট নেন। পাকিস্তান ৩৯ রানে ম্যাচ জিতে এশিয়া চ্যাম্পিয়ন হয়। ম্যাচের সেরা হন মইন খান।

আরও পড়ুন:- Asia Cup 2022: ফাইনালের স্টেজ রিহার্সালে পাকিস্তানকে দুরমুশ করল শ্রীলঙ্কা

২০১৪ সালের এশিয়া কাপ ফাইনাল:-
মীরপুরে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৬০ রান তোলে। ফাওয়াদ আলম ১১৪, মিসবা উল হক ৬৫ ও উমর আকমল ৫৯ রান করেন। ৫৬ রানে ৫ উইকেট নেন লসিথ মালিঙ্গা।

পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৬.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৬১ রান সংগ্রহ করে নেয়। ১০১ রান করেন লাহিরু থিরিমানে। ৭৫ রান করেন মাহেলা জয়াবর্ধনে। ২৬ রানে ৩টি উইকেট নেন সৈয়দ আজমল। ৫ উইকেটে ম্যাচ জিতে ট্রফি হাতে তোলে শ্রীলঙ্কা। ম্যাচের সেরা হন মালিঙ্গা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.