রাহুল দ্রাবিড়ের ভারতীয় দলকে অর্জুনা রণতুঙ্গা দ্বিতীয় সারির বলে যতই তুচ্ছতাচ্ছিল্য করুন না কেন, এই দলকেই বাড়তি সমীহ করছেন শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার। তিনি বলে দিয়েছেন, ‘এই দলের অনেক ভাল ভাল ক্রিকেটার রয়েছেন। এই দলটা অনেকটা আইপিএল অলস্টার একাদশের মতোই।’
আসলে বিরাট কোহলি, রোহতি শর্মারা ইংল্যান্ড সফরে গিয়েছেন। সেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তারা হেরেছেন। এর পর অগস্টে পাঁচটি টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। এরই মাঝে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় দলের অন্য সদস্যদের নিয়ে টিম তৈরি করে পাঠানো হয়েছে। যারা শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি করে একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি খেলবে। এই দলকেই রণতুঙ্গা বলেছিলেন, ‘এটি ভারতের দ্বিতীয় সারির দল। আর এই দলের সঙ্গে খেলে আমরা আমাদের নিজেদের দেশের ক্রিকেটকে লজ্জিত করছি। এটা খুবই দুর্ভাগ্যজনক যে, শুধুমাত্র টেলিভিশন স্বত্ব বেচে কিছু ডলার আয় করা যাবে বলে, আমাদের ক্রিকেট বোর্ড এই সিরিজের জন্য রাজি হয়ে গিয়েছে। এর চেয়ে বড় লজ্জা আর কিছুই হতে পারে না।’
মিকি আর্থার অবশ্য একেবারে অন্য কথা বলেছেন। ভারতীয় দলকে সমীহ দেখেই আর্থার বলেছেন, ‘আমাদের কোনও বিভ্রান্তি ঘটছে না। কারণ আমরা জানি, ভারতের এই দলটাও খুবই ভাল। অসাধারণ টিম। ওদের অনেক ভাল ক্রিকেটার রয়েছে। এই দলটা অনেকটা আইপিএল অলস্টার ইলেভেনের মতো। যে দলে এক দল অসাধারণ প্লেয়ার রয়েছে।’