রানের পাহাড় তৈরি করেও জিততে পারলো না জিম্বাবোয়ে। ৯ বল বাকি থাকতেই, শ্রীলঙ্কা ৫ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নিল। তবে লঙ্কানদের হয়ে কেউ সেঞ্চুরি করতে পারেনি। বলা যেতে পারে টিম গেম খেলেই প্রথম ম্যাচে জয় পেল তারা। তবে লঙ্কানদের তিনটি সত্তোরোর্ধ্ব ইনিংস সহজ জয় এনে দিয়েছে। পাথুম নিশাঙ্কা, দিনেশ চান্ডিমাল এবং চারিথ আশালঙ্কার ব্যাটে ভর করেই ৫উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
পাল্লেকেলেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ঝড় তুলতে শুরু করে তারা। টি কাইতানো এবং রেগিস চাকাভা মিলে গড়ে তোলেন ৮০ রানের দারুণ এক জুটি। ৫০ বলে ৪২ রান করে কাইতানো আউট হলে ভাঙ্গে উদ্বোধনী জুটি। অধিনায়ক ক্রেইগ আরভিন ৯ রান করে ফিরে যান সাজঘরে। অসাধারণ এক সেঞ্চুরি উপহার দিলেন জিম্বাবোয়ের ব্যাটার শন উইলিয়ামস। দুর্দান্ত ব্যাটিং করলেন রেগিস চাকাভাও। তাদের ব্যাটে ভর করে বোর্ডে ২৯৬ রানের বিশাল একটি স্কোরও তুলেছিল জিম্বাবোয়ে।
জবাবে শ্রীলঙ্কাও শুরু থেকে ছিল মারমুখি। ৪০ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা আর কুশল মেন্ডিস। মেন্ডিস এ সময় আউট হন ২৬ রান করে। কামিন্দু মেন্ডিস আউট হন ১৭ রান করে। এরপর পাথুম নিশঙ্কা আর দিনেশ চান্ডিমাল গড়েন জুটি। ৬৮ রানের জুটি গড়েন তারা। এ সময় আউট হন নিশাঙ্কা। ৭১ বলে তিনি আউট হন ৭৫ রান করে। ১০টি বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। এরপর দিনেশ চান্ডিমাল আর চারিথ আশালঙ্কা মিলে জুটি গড়ে শ্রীলঙ্কাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। এ দু’জন মিলে গড়েন ১২৯ রানের জুটি। ২৭৬ রানের মাথায় আউট হন চান্ডিমাল। তিনি ৯১ বলে ৭৫ রান করে আউট হন। আশালঙ্কা আউট হন ৬৮ বলে ৭১ রান করে। শেষ দিকে দাসুন শানাকা ১০ এবং চামিকা করুনারত্নে ৫ রান করে অপরাজিত থেকে শ্রীলঙ্কাকে জয়ী করেন। ৪৮.৩ ওভারে শ্রীলঙ্কার স্কোর হয় ৫ উইকেটে ৩০০। তিন ম্যাচের একদিনের সিরিজে ১-০ এগিয়ে গেল শ্রীলঙ্কা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।