বাংলা নিউজ > ময়দান > Sri Lanka vs Namibia: ২০২১-তে টিজার ছিল, এবার বড় কিছু আসছে! SL-কে হারিয়ে বোঝালেন নামিবিয়ার অধিনায়ক

Sri Lanka vs Namibia: ২০২১-তে টিজার ছিল, এবার বড় কিছু আসছে! SL-কে হারিয়ে বোঝালেন নামিবিয়ার অধিনায়ক

নামিবিয়ার ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ২০২২ সালের ১৬ অক্টোবর দিনটি। (ছবি সৌজন্যে পিটিআই)

Sri Lanka vs Namibia: জেরার্ড ইরাসমাস জানিয়েছেন, 'আমাদের কাছে এটা একটা অনবদ্য সফর। গত বছরটা ও আমাদের কাছে ছিল উদ্দীপনায় পরিপূর্ণ। সেই উদ্দীপনাতেই নয়া মাত্রা যোগ করেছে এই জয়টা (শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপে জয়)।

শুভব্রত মুখার্জি: নামিবিয়ার ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ২০২২ সালের ১৬ অক্টোবর দিনটি। ভারতীয় সময় রবিবাসরীয় সকালে একেবারে চমকে দিয়েছে আফ্রিকার এই দেশ। একে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো মঞ্চ, তার উপরে তাদের বিরুদ্ধে রয়েছে কয়েকমাস আগে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া শ্রীলঙ্কা। তবে নামিবিয়ার খেলাটা একটুও নার্ভাসনেস ধরা পড়েনি। উল্টে ৫৫ রানের বড় জয় ছিনিয়ে নিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে তারা।

ম্যাচ শেষে শ্রীলঙ্কার মতো দলকে হারানোর উচ্ছাস ধরা পড়ছিল নামিবিয়া অধিনায়ক জেরার্ড ইরাসমাসের গলায়। তাঁর মতে, তাঁদের দলের কাছে এটা একটা অনবদ্য সফর। তবে টুর্নামেন্টের বাকি সময়ের জন্যও যে কঠোর পরিশ্রম করতে হবে, সেটা জানাতে ও ভোলেননি তিনি।

জেরার্ড ইরাসমাস জানিয়েছেন ' আমাদের কাছে এটা একটা অনবদ্য সফর। গত বছরটা ও আমাদের কাছে ছিল উদ্দীপনায় পরিপূর্ণ। সেই উদ্দীপনাতেই নয়া মাত্রা যোগ করেছে এই জয়টা (শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপে জয়)। টুর্নামেন্টের বাকি সময়ের জন্য আমাদের এখনও অনেক কাজ বাকি রয়েছে। তবে এটা বলব যে এই দিনটা আমাদের কাছে একটা ঐতিহাসিক দিন।' 

হেড কোচ পিয়েরে ডি ব্রুইন সম্বন্ধে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, '২০১৯ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের দলটার আমূল পরিবর্তন উনি করে দিয়েছেন। এই দলে উনি একটা দারুণ সংস্কৃতি এনেছেন। দলের মধ্যে জয়ের যে সংস্কৃতি তিনি এনেছেন, তা আমাদের ধরে রাখতে হবে। আমি মনে করি না শেষ তিন বছর উনি দলটাকে যেভাবে টেনেছেন, তা আদৌও কোন অন্য লোক টানতে পারবেন কিনা। তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আজকের দিনটা হল তাঁর কঠোর পরিশ্রমের পুরস্কার।'

উল্লেখ্য এদিন প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করেছিল নামিবিয়া দল। জ্যান ফ্রেইলিঙ্ক ৪৪ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন। তাঁকে যোগ্যসংগত দিয়ে ৩১ রানের একটি অপরাজিত ইনিংস উপহার দেন জেজে স্মিট। অধিনায়ক জেরার্ড ইরাসমাস ২০ এবং স্টেফান বার্ড ২৬ রান করেন। সপ্তম উইকেটে ফ্রেইলিঙ্ক-জেজে জুটি দ্রুত ৭০ রান যোগ করে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন। দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন। 

এরপর বাকি কাজটা নিখুঁতভাবে করে যান নামিবিয়ার বোলাররা। ডেভিড ওয়াইজ, বার্নার্ড স্কোল্টজবেন, সিকোঙ্গো এবং জ্যান ফ্রেইলিঙ্ক দুটি করে উইকেট নিয়ে ভেঙে দেন লঙ্কান ব্যাটিংয়ের মেরুদণ্ড। দাসুন শানাকা ২৯ রান এবং ভানুকা রাজাপক্ষ ২০ রান করে লড়াই করার চেষ্টা করেছিলেন। তবে দলের বাকি ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১০৮ রানে অল-আউট হয়ে যায় শ্রীলঙ্কা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই লঙ্কানদের ৫৫ রানে হারিয়ে ক্রিকেট সমর্থকদের এক বড় অঘটনের সাক্ষী হওয়ার সুযোগ করে দিলেন নামিবিয়ার ক্রিকেটাররা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'প্রতিবাদ করতে হলে কলকাতায় যান, রাস্তায় নামুন, এখানে সকলে গান শুনতে এসেছেন' বিক্রান্ত মাসে ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মুক্তির নতুন দিন ঘোষণা! কীসের ভিত্তিতে জামিন পেলেন কেষ্ট? ফিরবেন অনুব্রত, বীরভূমে মিষ্টিমুখ, আবীর খেলা সৃজিত এত্ত প্রেম করেছে যে অস্কার পেতে পারে, তবে তাতে কাজ পাওয়া যায় না: স্বস্তিকা অভিমন্যু ঈশ্বরন থেকে অভিষেক পোড়েল, বাংলার দুই তারকার ব্যাটে জমে উঠল দ্বিতীয় দিন মমতার পালটা, বাংলা থেকে যাওয়া যাত্রীবাহী গাড়ি ঝাড়খণ্ডে আটকালেন বাসিন্দারা ডাব চিংড়ি তো খেলেন অনেক, এবারে দুর্গাপুজোয় খেয়ে দেখুন ডাব পনির পুজোর বাজার কাঁপাচ্ছে ‘জিমিচুর’, কী বিশেষত্ব এই শাড়ির CGO পর্যন্ত মিছিল করে ধরনা তুললেন জুনিয়র ডাক্তাররা, মশাল হাতে রাজপথে নাগরিক সমাজ হিট ম্যানের ‘হিটে’ কুপোকাত শুভমন গিল, হাসছেন বিরাট-গম্ভীর!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.