বাংলা নিউজ > ময়দান > কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে রুদ্ধশ্বাস জয়,অজিভূমে হোয়াইটওয়াশ বাঁচাল লঙ্কানরা

কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে রুদ্ধশ্বাস জয়,অজিভূমে হোয়াইটওয়াশ বাঁচাল লঙ্কানরা

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল শ্রীলঙ্কা (AP)

অজিদের দেওয়া ১৫৫ রানের লক্ষ্যে শ্রীলঙ্কা পৌঁছে গেল ১ বল বাকি থাকতে

শুভব্রত মুখার্জি: কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা বাঁচাল লঙ্কানরা। সিরিজেরে শেষ ম্যাচে এক বল বাকি থাকতে এক রুদ্ধশ্বাস ম্যাচ জিতে মান বাচাল লঙ্কানরা। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের পঞ্চম ও শেষ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল শ্রীলঙ্কা। রবিবাসরীয় দুপুরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল লঙ্কানরা। অজিদের দেওয়া ১৫৫ রানের লক্ষ্যে শ্রীলঙ্কা পৌঁছে গেল ১ বল বাকি থাকতে। ফলে, পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের হাত থেকে বাঁচল শানাকারা।

প্রসঙ্গত এদিন জয়ের জন্য রান তাড়া করতে নেমে দলীয় ২৩ রানে ওপেনার পাথুম নিসঙ্ককে হারায় লঙ্কানরা। তিনে নামা কামিল মিশারা ৩ বলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন ২৪ রানে দুই ব্যাটারকে হারানোর পর লঙ্কান ইনিংসকে স্থিতিশীলতা প্রদান করে আসালাঙ্কা এবং কুশল মেন্ডিস জুটি। ৩০ রানের জুটি গড়েন চারিথ আসালাঙ্কা ও কুশল মেন্ডিস। আসালাঙ্কা ২০ রান করে সাজঘরে ফেরেন। এরপর জেনিথ লিয়ানাগে রানআউট হন ব্যক্তিগত ৮ রানে। নয় ওভারে লঙ্কানদের রান দাড়ায় ৪ উইকেটে ৭১। এই সময় কুশল মেন্ডিসের সঙ্গে জুটি বাধেন অধিনায়ক দাসুন শানাকা। পঞ্চম উইকেটে ৮৩ রান যোগ করেন তারা। জয় থেকে যখন দল মাত্র ১ রান থেকে দূরে তখন আউট হয়ে যান শানাকা।শানাকা করেন ৩৫ রান। মেন্ডিস ৫৮ বলে ৬৯ রান করে অপরাজিত থেকে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন‌।

এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান করে অজিরা। উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথু ওয়েড ২৭ বলে অপরাজিত ৪৩ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন। গ্লেন ম্যাক্সওয়েল ২১ বলে ২৯ করে তাকে যোগ্য সঙ্গত দেন। জস ইংলিশ করেন ২৩ রান। লাহিরু কুমারা ও দুশমন্ত চামিরা ২টি করে উইকেট নেন। ৫৮ বলে অপরাজিত ৬৯ রান করায় ম্যাচসেরা নির্বাচিত হন কুশল মেন্ডিস। সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। উল্লেখ্য যিনি আর কয়েকদিন পরেই বাগদত্তা ভিনি রমনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন